পশুরোগ আইন, ২০০৫

( ২০০৫ সনের ৫ নং আইন )

পশু রোগের বিস্তাররোধ ও নিয়ন্ত্রণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধানকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু পশু রোগের বিস্তাররোধ ও নিয়ন্ত্রণ এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ পশুর রোগ সম্পর্কে তথ্য প্রদান

৪৷ রোগাক্রান্ত পশু পৃথকীকরণ

৫৷ সংক্রমিত এলাকা ঘোষণা

৬৷ সংক্রমিত এলাকায় পশু ও পশুজাত পণ্য স্থানান্তরে বিধি-নিষেধ

৭৷ সংক্রমিত এলাকায় প্রতিষেধক টিকা প্রদান

৮৷ জীবাণুমুক্তকরণ, ইত্যাদি

৯৷ পশু পরীক্ষা

১০৷ পোস্টমর্টেম পরীক্ষা

১১৷ রোগাক্রান্ত হইয়া মৃত্যু ঘটিয়াছে এমন পশু অপসারণ

১২৷ সংক্রমিত পশু বাজারজাতকরণের বিধি-নিষেধ

১৩৷ ডিম ফুটানোর কাজে নিয়োজিত খামার পরিদর্শন

১৪৷ সংক্রমিত এলাকার পশুকে বাধ্যতামূলকভাবে পৃথকীকরণ ও চিকিত্সাকরণ

১৫৷ সংক্রমিত এলাকায় বাজার, মেলা ইত্যাদির উপর বিধি-নিষেধ

১৬৷ পশু খামার, পশুজাত দ্রব্য প্রক্রিয়াজাত কারখানা ইত্যাদির জন্য নিবন্ধন

১৭৷ নিবন্ধন প্রদান-পূর্ব পরিদর্শন, ইত্যাদি

১৮৷ নিবন্ধন প্রদান, ইত্যাদি

১৯৷ নিবন্ধন সনদের অনুলিপি সংরক্ষণ

২০৷ নিবন্ধন বাতিলকরণ, ইত্যাদি

২১৷ বিদ্যমান গবাদি পশুর খামার, হাঁস মুরগীর খামার ইত্যাদির ক্ষেত্রে নিবন্ধন

২২৷ কোম্পানী ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

২৩৷ অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

২৪৷ অপরাধের আমলঅযোগ্যতা ও জামিনযোগ্যতা

২৫৷ দণ্ড

২৬৷ আপীল

২৭৷ ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

২৮৷ দায়মুক্তি

২৯৷ প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

৩০৷ ক্ষমতার্পণ

৩১৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৩২৷ ইংরেজী অনূদিত পাঠ প্রকাশ

৩৩৷ রহিতকরণ ও হেফাজত

তফসিল

SCHEDULE