প্রিন্ট

27/07/2024
অর্থ আইন, ২০০৫

অর্থ আইন, ২০০৫

( ২০০৫ সনের ১৬ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

Customs Act, 1969 (Act IV of 1969) এর সংশোধন

Act IV of 1969 এর Section 7 এর সংশোধন
২৷ The Customs Act, 1969 (Act IV of 1969), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 7 এর "Narcotics and liquor” শব্দগুলির পরিবর্তে "Central Intelligence Cell of the National Board of Revenue, Civil Aviation Authority of Bangladesh, Chittagong Port Authority, Mongla Port Authority, Land Port Authority, Registrar of Joint Stock Companies, Department of Narcotics Control” শব্দ ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে৷
Act IV of 1969 এর Section 30 এর সংশোধন
৩৷ উক্ত Act এর section 30 এর clause (b) এর "on which the goods are actually removed from the warehouse” শব্দগুলির পরিবর্তে "a bill of entry was presented under section 79 and the bill of entry number was allocated thereto” প্রতিস্থাপিত হইবে৷
Act IV of 1969 এর Section 79 এর সংশোধন
৪৷ উক্ত Act এর section 79 এর sub-section (2) এর "forty five” ও "within thirty days of” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে "thirty” ও "within twenty one days of” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
Act IV of 1969 এর Section 81 এর সংশোধন
৫। উক্ত Act এর section 81 এর sub-section (2) এর “one hundred and fifty” শব্দগুলির পরিবর্তে “One hundred and twenty” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
Act IV of 1969 এর Section 82 এর সংশোধন
৬৷ উক্ত Act এর section 82 এর sub-section (1) এর-
 
 
 
 
(ক) "forty five” ও "thirty” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে "thirty” ও twenty one” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
 
 
(খ) "land customs-station” শব্দগুলির পর "or customs-inland container depot”শব্দগুলি সন্নিবেশিত হইবে৷
Act IV of 1969 এর Section 202 এর সংশোধন
৭৷ উক্ত Act এর section 202 এর sub-section (1) এর clause (d) এর "exciseable” শব্দটির পর "or Value Added Taxable” শব্দগুলি সন্নিবেশিত হইবে৷
Act IV of 1969 এর FIRST SCHEDULE এর সংশোধন
৮৷ উক্ত Act এর "FIRST SCHEDULE” এর পরিবর্তে এই আইনের তফসিল-১ এ উল্লিখিত "FIRST SCHEDULE” প্রতিস্থাপিত হইবে (আলাদা ভাবে মুদ্রিত)৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs