৩৬৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
(১) দফা (য) এর “কর এর কার্যালয়” শব্দগুলির পরিবর্তে “কর এর কার্যালয়, সুপারিনটেনডেন্ট, বৃহত্ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর এর কার্যালয়” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে;
(২) দফা (র) এর “বিভাগীয় কার্যালয়ের” শব্দগুলির পরিবর্তে “বিভাগীয় কার্যালয় বা বৃহত্ করদাতা ইউনিট এর বিভাগীয় কার্যালয়ের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ১৩ এর সংশোধন
৩৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৩ এর উপ-ধারা (১) এর পর নিম্নরূপ নতুন উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উত্পাদনে বা রপ্তানিকৃত সেবায় বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় ব্যবহৃত কোন নির্দিষ্ট উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর এবং, প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য শুল্ক বা কর প্রত্যর্পণের হার নির্ধারণ করিতে পারিবে৷”৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন
৩৮৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৭ এর-
(১) উপ-ধারা (১) এর “অন্যুন পঁচিশ হাজার টাকা” শব্দগুলির পরিবর্তে “অন্যুন দশ হাজার টাকা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(২) উপ-ধারা (২) এর দফা (ঞঞঞ) এর “পণ্য অপসারণের” শব্দগুলির পরিবর্তে “পণ্য অপসারণ বা সেবা প্রদানের” শব্দগুলি এবং “পণ্য অপসারণ” শব্দগুলির পরিবর্তে “পণ্য অপসারণ বা সেবা প্রদান” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৫৬ এর সংশোধন
৩৯৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৬ এর উপ-ধারা (১) এর দফা (ক) এর “শুল্ক বা আবগারী কর্মকর্তার” শব্দগুলির পরিবর্তে “শুল্ক, মূল্য সংযোজন কর বা আবগারী কর্মকর্তার” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে৷
১৯৯১ সনের ২২ নং আইনের তৃতীয় তফসিলের প্রতিস্থাপন
৪০৷ মূল্য সংযোজন কর আইনের তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের তফসিল-৩ এ বর্ণিত তৃতীয় তফসিল প্রতিস্থাপিত হইবে৷