প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০৫

( ২০০৫ সনের ১৬ নং আইন )

চতুর্থ অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ১৩ এর সংশোধন
৩৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৩ এর উপ-ধারা (১) এর পর নিম্নরূপ নতুন উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উত্পাদনে বা রপ্তানিকৃত সেবায় বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় ব্যবহৃত কোন নির্দিষ্ট উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর এবং, প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য শুল্ক বা কর প্রত্যর্পণের হার নির্ধারণ করিতে পারিবে৷”৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs