এই আইনটি কর-ন্যায়পাল (রহিতকরন) আইন , ২০১১ (২০১১ সনের ১০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে ।
সূচি
ধারাসমূহ
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৭৷ কর-ন্যায়পালের যোগ্যতা, অযোগ্যতা, ইত্যাদি
৮৷ কর-ন্যায়পালের পদত্যাগ ও অপসারণ
১১৷ কর-ন্যায়পালের পদমর্যাদা, পারিশ্রমিক, ইত্যাদি
১৩৷ কর-ন্যায়পালের দায়িত্ব ও এখতিয়ার
১৪৷ দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা
১৫৷ কর-ন্যায়পালের সাংগঠনিক কাঠামো, বাজেট, ইত্যাদি
১৬৷ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ইত্যাদি
১৭৷ পরামর্শক, পরিদর্শন টিম, উপদেষ্টা কমিটি, ইত্যাদি নিয়োগ
১৮৷ অভিযোগ দায়ের, তদন্তের পদ্ধতি ও সাক্ষ্য গ্রহণ
২০৷ কর-ন্যায়পালের সুপারিশ ও উহার বাস্তবায়ন
২১৷ সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতার ক্ষেত্রে করণীয়
২২৷ তদন্ত কার্যে কর-ন্যায়পালের বিশেষ ক্ষমতা
২৩৷ কর-ন্যায়পালের নিকট রেফারেন্স প্রেরণ
২৫৷ কর-ন্যায়পালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার
২৭৷ অন্যান্য সংস্থার কর্মচারীকে ক্ষমতা প্রদান
২৮৷ ক্ষতিপূরণ বা অর্থ ফেরত প্রদানের নির্দেশ প্রদানের ক্ষমতা
২৯৷ কর-ন্যায়পাল কর্তৃক অন্যান্য ব্যক্তি বা কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ
৩০৷ হলফনামা দাখিলের জন্য নির্দেশদানের ক্ষমতা
৩১৷ বাত্সরিক প্রতিবেদন, ইত্যাদি
৩২৷ ব্যতিক্রমী সেবা বা বিশেষ সহায়তার জন্য পুরস্কার প্রদান
৩৩৷ আদালত ইত্যাদির এখতিয়ার রহিত
৩৫৷ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি