বেসরকারী নিরাপত্তা সেবা আইন, ২০০৬

( ২০০৬ সনের ১১ নং আইন )

বেসরকারী পর্যায়ে নিরাপত্তা সেবা প্রদান ও সেবার মান নিশ্চিত-করণার্থে বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রণীত আইন
 
যেহেতু বেসরকারী পর্যায়ে নিরাপত্তা সেবা প্রদান ও সেবার মান নিশ্চিতকরণার্থে বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন, পরিচালনা ও নিয়ন্ণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা

৫৷ বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার লাইসেন্স

৬৷ লাইসেন্সিং কর্তৃপক্ষ

৭৷ লাইসেন্সপ্রাপ্তির যোগ্যতা ও অযোগ্যতা

৮৷ লাইসেন্সের শর্তাবলী

৯৷ বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী নিয়োগ

১০৷ নিরাপত্তা প্রহরীর চাকুরীর অন্যান্য শর্তাবলী

১১৷ নিরাপত্তা প্রহরীর পোষাক ও পরিচয়পত্র

১২৷ বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার্য অস্ত্র ইত্যাদি সম্পর্কিত বিধান

১৩৷ নিরাপত্তা সেবা প্রদানের চুক্তি ও তত্সংক্রান্ত রেজিস্টার

১৪৷ পরিদর্শন

১৫৷ লাইসেন্সের মেয়াদ, নবায়ন, স্থগিতকরণ ও বাতিল

১৬৷ জামানত, লাইসেন্স ফিস্‌, ইত্যাদি

১৭৷ অপরাধ ও দন্ড

১৮৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

১৯৷ বিধি প্রণয়ন