প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বেসরকারী নিরাপত্তা সেবা আইন, ২০০৬

( ২০০৬ সনের ১১ নং আইন )

জামানত, লাইসেন্স ফিস্‌, ইত্যাদি
১৬৷ এই আইনের অধীন প্রদেয় বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জামানত, লাইসেন্স ফিস্‌ এবং নবায়ন ফিস্‌ বিধি দ্বারা নির্ধারিত হইবেঃ
 
 
তবে শর্ত থাকে যে, এতদুদ্দেশ্যে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জামানত, লাইসেন্স ফিস্‌ ও নবায়ন ফিেস্‌র হার নির্ধারণ করিতে পারিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs