চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২নং আইনের ধারা ১৫ এর সংশোধন
৩৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শর্তাংশের শেষ লাইনে “সদর দপ্তরকে” শব্দগুলির পর “কেন্দ্রীয়ভাবে” শব্দ সন্নিবেশিত হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs