চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২নং আইনের ধারা ২৬ক এর সংশোধন
৩৫৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ক এর-
(ক) উপ-ধারা (১) এর “নিরীক্ষা (অডিট) করার জন্য আদেশ দিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে প্রণীত বিধিমালাসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও অডিট ম্যানুয়েলের” শব্দগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে “নিরীক্ষার জন্য আদেশ দিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে প্রণীত বিধিসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও নিরীক্ষা ম্যানুয়েলের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
“(২) উপ-ধারা (১) এর অধীন নিরীক্ষা প্রতিবেদন পাইবার পর নিরীক্ষায় উদঘটিত রাজস্ব ফাঁকি ও অনিয়মের বিষয়ে যথাযথ পরীক্ষান্তে, ও নিরীক্ষিত প্রতিষ্ঠানের আইনসঙ্গত কোন আপত্তি থাকিলে উহা বিবেচনাক্রমে, নিরীক্ষার আদেশদানকারী কর্মকর্তা উক্ত ফাঁকি ও অনিয়ম সম্পর্কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উহা সংশ্লিষ্ট ন্যায়-নির্ণয়নকারী কর্মকর্তা বরাবর প্রেরণ করিবেন৷'‘
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs