প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০৬

( ২০০৬ সনের ২২ নং আইন )

চতুর্থ অধ্যায়

মূল্য সংযোজন কর, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২নং আইনের ধারা ৩৭ এর সংশোধন
৩৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৭ এর-
 
(ক) উপ-ধারা (১) এর “অন্যুন দশ হাজার টাকা'‘ শব্দগুলির পরিবর্তে “অন্যূন পাঁচ হাজার টাকা” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
(খ) উপ-ধারা (২) এর-
 
(অ) “অন্যুন সমপরিমাণ এবং অনূর্ধ্ব আড়াই গুণ পরিমাণ” শব্দগুলির পরিবর্তে, “অন্যুন অর্ধেক এবং অনূর্ধ্ব দ্বিগুণ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
(আ) “অন্যুন সমপরিমাণ এবং অনূর্ধ্ব আড়াই গুণ অর্থদন্ড” শব্দগুলির পরিবর্তে “অন্যুন অর্ধেক এবং অনূর্ধ্ব দ্বিগুণ অর্থদন্ডে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
(ই) “অন্যুন পঁচিশ হাজার” শব্দগুলির পরিবর্তে “অন্যুন দশ হাজার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs