চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২নং আইনের ধারা ৫৫ এর সংশোধন
৪১৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৫ এর-
(ক) উপান্তটীকার “শুল্ক-কর” শব্দের পরিবর্তে “শুল্ক ও কর” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (১) এর “মূল্য সংযোজন কর দাবী করিয়া কারণ দর্শানো” শব্দগুলির পরিবর্তে “মূল্য সংযোজন কর দাবী করিয়া উহাতে উল্লিখিত সময়সীমার মধ্যে উক্ত শুল্ক বা মূল্য সংযোজন কর পরিশোধের জন্য কারণ দর্শানো” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-
“(৩) উপ-ধারা (১) এর অধীন শুল্ক ও কর প্রদানের জন্য যেই ব্যক্তির নিকট হইতে দাবী করা হয় সেই ব্যক্তি উক্ত উপ-ধারার অধীন কারণ দর্শানো নোটিশে উল্লিখিত সময় সীমারা মধ্যে লিখিতভাবে উক্ত দাবীর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করিলে তাহাকে শুনানীর সুযোগদান করিতে হইবে; অতঃপর উক্ত ব্যক্তির উত্থাপিত আপত্তি বিবেচনা করিয়া সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা উক্ত আপত্তি দাখিলের নব্বই দিনের মধ্যে বা কোন আপত্তি দাখিল করা না হইলে উক্ত উপ-ধারার অধীন নোটিশ জারীর তারিখের নব্বই দিনের মধ্যে নোটিশে দাবীকৃত শুল্ক ও করের পরিমাণ, প্রয়োজনবোধে, পুনঃনির্ধারণক্রমে চূড়ান্ত করিতে পারিবেন, এবং উক্ত ব্যক্তি নোটিশে দাবীৃকত বা, ক্ষেত্রমত, পুনঃনির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করিতে বাধ্য থাকিবেন৷”৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs