বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬

( ২০০৬ সনের ২৫ নং আইন )

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণ সাধনের নিমিত্ত একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত আইন
 
যেহেতু প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণ সাধনের নিমিত্ত একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এতদ্‌সংক্রান্ত বিধান প্রণয়ন করা প্রয়োজনীয় ও সমীচীন;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইলঃ-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ

২৷ সংজ্ঞা

৩৷ ফাউন্ডেশন প্রতিষ্ঠা

৪৷ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, ইত্যাদি

৫৷ ফাউন্ডেশনের কার্যাবলী

৬৷ পরিচালনা ও প্রশাসন

৭৷ পরিচালনা বোর্ড গঠন

৮৷ সদস্যের মেয়াদ ও পদত্যাগ

৯৷ সদস্যের অযোগ্যতা

১০৷ সদস্যের অপসারণ

১১৷ মহাপরিচালক

১২৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৩৷ বোর্ডের সভা

১৪৷ ফাউন্ডেশনের তহবিল

১৪ক। জরিমানা, অর্থ আদায়, ইত্যাদি

১৫৷ বার্ষিক বাজেট বিবরণী

১৬৷ হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৭৷ হিসাব বিবরণী, ইত্যাদি

১৮৷ বিধি প্রণয়নের ক্ষমতা

১৯৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২০৷ জনসেবক

২১৷ ক্ষমতা অর্পণ

২২৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৩৷ ইংরেজীতে অনুদিত পাঠ প্রকাশ