বিভিন্ন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু বিভিন্ন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের ব্যবস্থা রাখা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
সূচি
ধারাসমূহ
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪৷ বোর্ডের প্রধান কার্যালয়, ইত্যাদি
৬৷ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ, ইত্যাদি
১১৷ পরীক্ষাগার, ইত্যাদি স্থাপন ও পরিচালনা
১২৷ পরীক্ষাগার, ইত্যাদি স্থাপন ও পরিচালনার শর্ত
১৩৷ এ্যাক্রেডিটেশন সনদের জন্য আবেদন, ইত্যাদি
১৫৷ বিদ্যমান পরীক্ষাগার, ইত্যাদির সনদ গ্রহণ সংক্রান্ত বিধান
১৭৷ এ্যাক্রেডিটেশন সনদের মেয়াদ ও নবায়ন
১৮৷ এ্যাক্রেডিটেশন ফিস, ইত্যাদি
১৯৷ এ্যাক্রেডিটেশন সনদ সংরক্ষণ ও প্রদর্শন
২০৷ এ্যাক্রেডিটেশন মার্ক ব্যবহার ও উহার সময়সীমা
২১৷ এ্যাক্রেডিটেশন মার্ক ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ
২২৷ কতিপয় নির্দিষ্ট নাম, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধকরণ
২৪৷ তথ্য সংগ্রহের ক্ষমতা, ইত্যাদি
২৬৷ প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আপীল, ইত্যাদি
২৯৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ
৩৪৷ বোর্ডের কার্যাবলীর বার্ষিক প্রতিবেদন
৩৭৷ কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন
৩৯৷ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচার, ইত্যাদি
৪৩৷ অপরাধের আমল অযোগ্যতা ও জামিনযোগ্যতা