প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬

( ২০০৬ সনের ২৯ নং আইন )

তৃতীয় অধ্যায়

ত্র্যাক্রেডিটেশন সনদ, ইত্যাদি

তথ্যের গোপনীয়তা
২৭৷ বোর্ডের কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারী বা অ্যাসেসর কর্তৃক এই আইনের অধীনে প্রদত্ত কোন বিবরণ বা সরবরাহকৃত তথ্যাবলী বা সাক্ষ্য-প্রমাণ বা পরিদর্শন রিপোর্ট হইতে প্রাপ্ত যে কোন তথ্য গোপনীয় বলিয়া বিবেচিত হইবেঃ
 
 
তবে শর্ত থাকে যে, এই আইনের অধীনে কোন মামলার কারণে কোন তথ্য প্রকাশের ক্ষেত্রে এই ধারার বিধান কার্যকর হইবে না৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs