মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩২ নং আইন )

বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণার্থ ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের নিমিত্ত একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্র্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

 

যেহেতু বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণার্থ ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষ নিয়ন্ত্রণের নিমিত্ত একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 

সেহেতু এতদদ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

৫৷ সাধারণ পরিচালনা

৬৷ পরিচালনা বোর্ডের গঠন, ইত্যাদি

৭৷ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, ইত্যাদি

৮৷ সভা৷

৯৷ কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী

১০৷ এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান

১১৷ কর্মকর্তা-কর্মচারী, ইত্যাদি

১২৷ কর্তৃপক্ষের তহবিল

১৩৷ বার্ষিক বাজেট বিবরণী

১৪৷ হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৫৷ সনদ, ইত্যাদি

১৬৷ সনদ ইস্যুকরণ পদ্ধতি

১৭৷ সনদের শর্ত, ইত্যাদি

১৮৷ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক বাত্সরিক ফিস প্রদান

১৯৷ আমানতকারী নিরাপত্তা তহবিল

২০৷ প্রতিষ্ঠানের গঠনতন্ত্র পরিবর্তন

২১৷ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

২২৷ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের হিসাব ও বাজেট

২৩৷ অর্থায়নকারী সংস্থার স্বার্থ সংরক্ষণ

২৪৷ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যাদি

২৫৷ দেউলিয়া সংক্রান্ত্র বিধান

২৬৷ অবসায়ন

২৭৷ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদস্য, ইত্যাদি

২৮৷ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইত্যাদির অযোগ্যতা

২৯৷ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইত্যাদির অপসারণ

৩০৷ সংরক্ষিত তহবিল

৩১৷ লভ্যাংশ প্রদান

৩২৷ আমানত গ্রহণ

৩৩৷ চার্জ ও অগ্রাধিকার

৩৪৷ বহুবিধ ব্যবসার উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা

৩৫৷ কতিপয় অপরাধের শাস্তি

৩৬৷ অসহযোগিতার জন্য প্রশাসনিক জরিমানা আরোপ

৩৭৷ প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা

৩৮৷ প্রশাসনিক জরিমানা ও অর্থদন্ডের নিষ্পত্তি

৩৯৷ সন্দেহজনক কার্যক্রমের ক্ষেত্রে তদন্ত

৪০৷ কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

৪১৷ অপরাধ বিচারার্থে গ্রহণ

৪২৷ অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

৪৩৷ ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

৪৪৷ দায় পরিশোধে অক্ষম প্রতিষ্ঠানের ক্ষেত্রে গৃহীতব্য ব্যবস্থা

৪৫৷ সরকারের নিকট প্রতিবেদন প্রদান

৪৬৷ সরল বিশ্বাসে কৃতকর্ম রক্ষণ

৪৭৷ ক্ষমতার্পণ

৪৮৷ আদেশ, সার্কুলার, ইত্যাদি জারীর ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি

৪৯৷ জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা

৫০৷ কতিপয় বিষয়ে বিধি প্রণয়ন

৫১৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৫২৷ আইনের ইংরেজী অনুবাদ প্রকাশ

Authentic English Text

Authentic English Text