প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩৮ নং আইন )

কতিপয় ব্যক্তির ক্ষেত্রে লাইসেন্স প্রদানের বাধা-নিষেধ
৯৷ নিম্নবর্ণিত ব্যক্তির ক্ষেত্রে লাইসেন্স ইস্যু করা যাইবে না, যদি আবেদনকারী-
 
 
(ক) বাংলাদেশের নাগরিক ও অধিবাসী না হন; বা
 
 
(খ) কোন বিদেশী কোম্পানী, যাহা বিদেশী আইনে নিবন্ধিত ও পরিচালিত; বা
 
 
(গ) কোন কোম্পানী যাহার ২০% এর অধিক শেয়ার কোন বিদেশী নাগরিকের বা কোম্পানীর; বা
 
 
(ঘ) বিদেশী নাগরিক এর মালিকানা দ্বারা পরিচালিত হয়৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs