তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩৯ নং আইন )

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনগত বৈধতা ও নিরাপত্তা প্রদান এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

 

যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনগত বৈধতা ও নিরাপত্তা প্রদান এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ এবং প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ

৫৷ ইলেক্ট্রনিক স্বাক্ষর দ্বারা ইলেক্ট্রনিক রেকর্ড সত্যায়ন

৬৷ ইলেক্ট্রনিক রেকর্ডের আইনানুগ স্বীকৃতি

৭৷ ইলেক্ট্রনিক স্বাক্ষরের আইনানুগ স্বীকৃতি

৮৷ সরকারী অফিস, ইত্যাদিতে ইলেক্ট্রনিক রেকর্ড এবং ইলেক্ট্রনিক স্বাক্ষরের ব্যবহার

৯৷ ইলেক্ট্রনিক রেকর্ড সংরক্ষণ

১০৷ ইলেক্ট্রনিক গেজেট

১১৷ ইলেক্ট্রনিক পদ্ধতিতে দলিল গ্রহণে বাধ্যবাধকতা না থাকা

১২৷ ইলেক্ট্রনিক স্বাক্ষর বিষয়ে বিধি প্রণয়ন

১৩৷ স্বীকৃতি

১৪৷ প্রাপ্তি স্বীকার

১৫৷ ইলেক্ট্রনিক রেকর্ড প্রেরণ ও গ্রহণের সময় এবং স্থান

১৬৷ নিরাপদ ইলেক্ট্রনিক রেকর্ড

১৭৷ নিরাপদ ইলেক্ট্রনিক স্বাক্ষর

১৮৷ [নিয়ন্ত্রক ও অন্যান্য কর্মকর্তা, ইত্যাদি]

১৯৷ নিয়ন্ত্রকের কার্যাবলী

২০৷ বিদেশী সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষকে স্বীকৃতি

২১৷ নিয়ন্ত্রকের সংরক্ষণাধার (repository) হিসাবে দায়িত্ব পালন

২২৷ ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট ইস্যুর জন্য লাইসেন্স

২৩৷ লাইসেন্সের জন্য আবেদন

২৪৷ লাইসেন্স নবায়ন

২৫৷ লাইসেন্স মঞ্জুর বা অগ্রাহ্য করিবার প্রক্রিয়া

২৬৷ লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ

২৭৷ লাইসেন্স বাতিল বা স্থগিতের নোটিশ

২৮৷ ক্ষমতা অর্পণ

২৯৷ তদন্তের ক্ষমতা

৩০৷ কম্পিউটার এবং উহাতে ধারণকৃত উপাত্তে প্রবেশ

৩১৷ কতিপয় বিষয়ে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুসরণীয় বিধান

৩২৷ সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক আইন, ইত্যাদির, প্রতিপালন নিশ্চিতকরণ

৩৩৷ লাইসেন্স প্রদর্শন

৩৪৷ লাইসেন্স সমর্পণ

৩৫৷ কতিপয় বিষয় প্রকাশ করা

৩৬৷ সার্টিফিকেট ইস্যুকরণ

৩৭৷ সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিশ্চয়তা প্রদান

৩৮৷ ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট বাতিল

৩৯৷ ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট স্থগিতকরণ

৪০৷ বাতিল বা স্থগিতকরণের নোটিশ

৪১৷ নিরাপত্তা পদ্ধতির প্রয়োগ

৪২৷ ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট গ্রহণ

৪৩৷ সার্টিফিকেট পাইবার ক্ষেত্রে উপস্থাপিত তথ্য সম্পর্কে অনুমান

৪৪৷ গ্রাহকের নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ

৪৫৷ নির্দেশ প্রদানে নিয়ন্ত্রকের ক্ষমতা

৪৬৷ জরুরী পরিস্থিততে নিয়ন্ত্রকের নির্দেশ প্রদানের ক্ষমতা

৪৭৷ সংরক্ষিত সিস্টেম ঘোষণার ক্ষমতা

৪৮৷ ডকুমেন্ট, রিটার্ণ ও রিপোর্ট প্রদানে ব্যর্থতার প্রতিবিধান

৪৯৷ তথ্য, বই, ইত্যাদি জমা করিতে ব্যর্থতার প্রতিবিধান

৫০৷ হিসাব বই বা রেকর্ড সংরক্ষণে ব্যর্থতার প্রতিবিধান

৫১৷ অন্যান্য ক্ষেত্রে জরিমানা

৫২৷ সম্ভাব্য লংঘনের ক্ষেত্রে নিয়ন্ত্রকের নিষেধাজ্ঞামূলক আদেশদানের ক্ষমতা

৫৩৷ জরিমানা

অংশ-১
অপরাধ ও দণ্ড

৫৪৷ [বিলুপ্ত]

৫৫৷ [বিলুপ্ত]

৫৬৷ [বিলুপ্ত]

৫৭৷ [বিলুপ্ত]

৫৮৷ লাইসেন্স সমর্পণে ব্যর্থতা ও উহার দণ্ড

৫৯৷ নির্দেশ লঙ্ঘন সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড

৬০৷ জরুরী পরিস্থিততে নিয়ন্ত্রকের নির্দেশ অমান্যে দণ্ড

৬১৷ সংরক্ষিত সিস্টেমে প্রবেশ সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড

৬২৷ মিথ্যা প্রতিনিধিত্ব ও তথ্য গোপন সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড

৬৩৷ গোপনীয়তা প্রকাশ সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড

৬৪৷ ভুয়া (false) ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রকাশ সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৬৫৷ প্রতারণার উদ্দেশ্যে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রকাশ, ইত্যাদি সংক্রান্ত অপরাধ ও উহার দণ্ড৷

৬৬৷ [বিলুপ্ত]

৬৭৷ কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

অংশ-২
সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, অপরাধের তদন্ত, বিচার, আপীল, ইত্যাদি

৬৮৷ সাইবার ট্রাইব্যুনাল গঠন

৬৯৷ সাইবার ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি

৭০৷ ট্রাইব্যুনালের কার্যক্রমে ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

৭১৷ জামিন সংক্রান্ত বিধান

৭২৷ রায় প্রদানের সময়সীমা

৭৩৷ ট্রাইব্যুনাল কর্তৃক মামলা নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা

৭৪৷ দায়রা আদালত কর্তৃক অপরাধের বিচার

৭৫৷ দায়রা আদালত কর্তৃক অনুসরণীয় বিচার পদ্ধতি

৭৬৷ অপরাধ তদন্তের ক্ষমতা, ইত্যাদি

৭৭৷ বাজেয়াপ্তি

৭৮৷ দণ্ড বা বাজেয়াপ্তকরণ অন্য কোন শাস্তি প্রদানে বাধা না হওয়া

৭৯৷ কতিপয় ক্ষেত্রে নেটওয়ার্ক সেবা প্রদানকারী দায়ী না হওয়া

৮০৷ [***] আটক বা গ্রেফতারের ক্ষমতা

৮১৷ তল্লাশী, ইত্যাদির পদ্ধতি

অংশ-৩
সাইবার আপীল ট্রাইব্যুনাল গঠন, ইত্যাদি

৮২৷ সাইবার আপীল ট্রাইব্যুনাল গঠন

৮৩৷ সাইবার আপীল ট্রাইব্যুনালের এখতিয়ার ও পদ্ধতি

৮৪৷ সাইবার আপীল ট্রাইব্যুনাল গঠিত না হইবার ক্ষেত্রে আপীল পদ্ধতি

৮৫৷ জনসেবক

৮৬৷ সরল বিশ্বাসে কৃত কর্ম রক্ষণ

৮৭৷ কতিপয় আইনে ব্যবহৃত কতিপয় সংজ্ঞার বর্ধিত অর্থে প্রয়োগ

৮৮৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৮৯৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৯০৷ মূল পাঠ ও ইংরেজীতে পাঠ