অষ্টম অধ্যায়
                            
                            
                        
                    
                    
                        
                            
                            অপরাধ, তদন্ত, বিচার, দন্ড ইত্যাদি
                            
                            
                        
                    
                 
            
            
                
                    
                        অংশ-৩
  সাইবার আপীল ট্রাইব্যুনাল গঠন, ইত্যাদি
                        
                        
                    
                
                
            
            
                
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                          	সাইবার আপীল ট্রাইব্যুনালের এখতিয়ার ও পদ্ধতি
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                    ৮৩৷ (১) সাইবার ট্রাইব্যুনাল এবং, ক্ষেতমত, দায়রা আদালত কর্তৃক প্রদত্ত রায় ও আদেশের বিরুদ্ধে আপীল শ্রবণ ও নিষ্পত্তি করিবার এখতিয়ার আপীল ট্রাইব্যুনালের থাকিবে৷
 
 
	(২) আপীল শ্রবণ ও নিষ্পত্তির ক্ষেত্রে, সাইবার আপীল ট্রাইব্যুনাল বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিবে এবং বিধি দ্বারা পদ্ধতি নির্ধারিত করা না হইলে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ ফৌজদারী আপীল শুনানী ও নিষ্পত্তির জন্য যেইরূপ পদ্ধতি অনুসরণ করিয়া থাকে আপীল ট্রাইব্যুনাল সেইরূপ পদ্ধতি, প্রয়োজনীয় অভিযোজনসহ, অনুসরণ করিবে৷
 
 
	(৩) সাইবার ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায় বা আদেশ বহাল, বাতিল, পরিবর্তন, বা সংশোধন  করিবার ক্ষমতা আপীল ট্রাইব্যুনালের থাকিবে৷
 
 
	(৪)  আপীল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷
                
                
                
                
                
                
            
 
         
        
        
            
        
        
        
        
    
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs