এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আইন, ২০০৬

( ২০০৬ সনের ৪০ নং আইন )

এশিয়ার পশ্চাদপদ নারী সমাজের, বিশেষতঃ এশীয় অঞ্চলের মেধাবী গ্রামীণ ছাত্রীদিগকে উন্নতমানের শিক্ষা প্রদান এবং উক্তরূপ শিক্ষা প্রদানের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে পেশাগত নারী নেতৃত্ব গড়িয়া তুলিবার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্থাপনকল্পে প্রণীত আইন
 
যেহেতু এশিয়ার পশ্চাদপদ নারী সমাজকে উন্নতমানের শিক্ষা প্রদানের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে পেশাগত নারী নেতৃত্ব গড়িয়া তুলিবার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্থাপন সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথাঃ-
 
 
 

সূচি

ধারাসমূহ