প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

( ২০০৬ সনের ৪২ নং আইন )

একবিংশ অধ্যায়

বিবিধ

রহিতকরণ ও হেফাজত
৩৫৩৷ (১) নিম্নলিখিত আইনসমূহ এতদ্বারা রহিত করা হইল, যথা-
 
(ক) The Workmen's Compensation Act, 1923 (Act No. VIII of 1923);
 
(খ) The Children (Pledging of Labour)Act, 1933 (Act No. II of 1933);
 
(গ) The Workmen's Protection Act, 1934 (Act No. IV of 1935);
 
(ঘ) The Dock Labourers Act, 1934 (Act No. XIX of 1934);
 
(ঙ) The Payment of Wages Act, 1936 (Act No. IV of 1936);
 
(চ) The Employer's Liability Act, 1938 (Act No. XXIV of 1938);
 
(ছ) The Employment of Children Act, 1938 (Act No. XXVI of 1938);
 
(জ) The Maternity Benefit Act, 1939 (Act No. IV of 1939);
 
(ঝ) The Mines Maternity Benefit Act, 1941 (Act No. XIX of 1941);
 
(ঞ) The Motor Vehicles (Drivers) Ordinance, 1942 (Ordinance No. V of 1942);
 
(ট) The Maternity Benefit (Tea Estate) Act, 1950 (Act No. XX of 1950);
 
(ঠ) The Employment (Records of Service) Act, 1951 (Act No. XIX of 1952);
 
(ড) The Bangladesh Plantation Employees Provident Fund Ordinance, 1959 (Ordinance No. XXXI of 1959);
 
(ঢ) The Coal Mines (Fixation of Rates of Wages) Ordinance, 1960 (Ordinance No. XXXIX of 1960);
 
(ণ) The Road Transport Workers Ordinance, 1961 (Ordinance No. XXVII of 1961);
 
(ত) The Minimum Wages Ordinance, 1961 (Act No. XXXIV of 1961);
 
(থ) The Plantation Labour Ordinance, 1962 (Ordinance No. XXIX of 1962);
 
(দ) The Apprenticeship Ordinance, 1962 (Ordinance No. LVI of 1962);
 
(ধ) The Factories Act, 1965 (Act No. IV of 1965);
 
(ন) The Shops and Establishment Act, 1965 (Act No. VII of 1965);
 
(প) The Employment of Labour (Standing Orders) Act, 1965 (Act No. VIII of 1965);
 
(ফ) The Companies Profits (Worker's Participation) Act, 1968 (Act No. XII of 1968);
 
(ব) The Industrial Relations Ordinance, 1969 (Ordinance No. XXIII of 1969);
 
(ভ) The Newspaper Employees (Conditions of Service) Act, 1974 (Act No. XXX of 1974); এবং
 
(ম) The Dock Workers (Regulation of Employment) Act, 1980 (Act No. XVII of 1980)৷
 
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত কোন রহিত আইনের অধীন-
 
(ক) কৃত কোন কাজ-কর্ম অথবা প্রণীত কোন বিধি, প্রবিধান বা স্কীম, অথবা জারীকৃত কোন আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন অথবা নিয়োগকৃত কোন চেয়ারম্যান, সদস্য বা কর্মকর্তা অথবা গঠিত কোন আদালত, ট্রাইব্যুনাল, বোর্ড, কমিটি বা তহবিল, অথবা প্রদত্ত কোন নোটিশ, অথবা রেজিস্ট্রিকৃত কোন ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন, অথবা নির্বাচিত কোন যৌথ দরকষাকষি প্রতিনিধি, অথবা দায়েরকৃত কোন অভিযোগ, অথবা পেশকৃত কোন দরখাস্ত, অথবা মঞ্জুরীকৃত কোন অনুমতি, লাইসেন্স, গঠনতন্ত্র, চাকুরী বিধি বা অব্যাহতি, অথবা গৃহীত বা শুরুকৃত অন্য কোন ব্যবস্থা বা কার্যধারা, এই আইনের বিধানাবলীর সহিত সামজ্ঞস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবত্ থাকিবে, এবং এই আইনের সংশ্লিষ্ট ধারার অধীনকৃত, প্রণীত, জারীকৃত, নিয়োগকৃত, গঠিত, প্রদত্ত, রেজিস্ট্রিকৃত, নির্বাচিত, দায়েরকৃত, পেশকৃত, মঞ্জুরীকৃত, গৃহীত অথবা শুরুকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
 
(খ) এই আইন প্রবর্তনের তারিখে কোন আদালত বা ট্রাইব্যুনালে বিচারাধীন কোন মামলা বা কার্য ধারা উক্ত আদালত বা ট্রাইব্যুনালে চালু থাকিলে এবং তত্কর্তৃক শুনানী ও নিষ্পত্তি করা হইবে, যেন উক্ত আইন রহিত হয় নাই৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs