বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬

( ২০০৬ সনের ৪৬ নং আইন )

উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে [বরিশাল বিশ্ববিদ্যালয়] নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন
যেহেতু উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে [বরিশাল শহরের সন্নিকটে কীর্তনখোলা নদীর তীরে বরিশাল বিশ্ববিদ্যালয়] নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের লতেগ্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩। [বরিশাল বিশ্ববিদ্যালয়]স্থাপন

৪৷ বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা

৫৷ জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত

৬৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান

৭৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দায়িত্ব

৮৷ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

৯৷ চ্যান্সেলর

১০৷ ভাইস-চ্যান্সেলর নিয়োগ

১১৷ ভাইস-চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব

১১ক। প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ

১২৷ ট্রেজারার

১৩৷ রেজিস্ট্রার

১৪৷ পরীক্ষা নিয়ন্ত্রক

১৫৷ অন্যান্য কর্মকর্তার নিয়োগ, ক্ষমতা ও দায়িত্ব

১৬৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

১৭৷ সিন্ডিকেট

১৮৷ সিন্ডিকেটের সভা

১৯৷ সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব

২০৷ একাডেমিক কাউন্সিল

২১৷ একাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব

২২৷ অনুষদ

২৩৷ ইনস্টিটিউট

২৪৷ বিভাগ

[***]

২৬৷ বিশ্ববিদ্যালয়ের তহবিল

২৭৷ বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও ছাত্র বেতনাদি

২৮৷ অর্থ কমিটি

২৯৷ অর্থ কমিটির ক্ষমতা ও দায়িত্ব

৩০৷ [পরিকল্পনা ও উন্নয়ন কমিটি]

৩১৷ [সিলেকশন বোর্ড]

৩২৷ শৃঙ্খলা বোর্ড

৩৩৷ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তৃপক্ষ

৩৪৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

৩৫৷ সংবিধি

৩৬৷ সংবিধি প্রণয়ন

৩৭৷ বিশ্ববিদ্যালয় বিধি

৩৮৷ বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন

৩৯৷ প্রবিধান

৪০৷ বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি

৪১৷ শিক্ষার মাধ্যম

৪২৷ পরীক্ষা

৪৩৷ পরীক্ষা পদ্ধতি

৪৪৷ চাকুরীর শর্তাবলী

৪৫৷ বার্ষিক প্রতিবেদন

৪৬৷ বার্ষিক হিসাব

৪৭৷ কর্তৃপক্ষের সদস্য হওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ

৪৮৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংস্থা গঠন সম্পর্কে বিরোধ

৪৯৷ কমিটি গঠন

৫০৷ আকস্মিক সৃষ্ট শূন্য পদ পূরণ

৫১৷ আইনের প্রাধান্য

৫২৷ বিতর্কিত বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্ত

৫৩৷ অবসর ভাতা ও ভবিষ্য তহবিল

৫৪৷ সংবিধিবদ্ধ মঞ্জুরী

৫৫৷ অসুবিধা দূরীকরণ

৫৬৷ বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৪৫ নং আইন) এর বিলোপ

তফসিল

SCHEDULE