প্রিন্ট ভিউ
1১ম পরিচ্ছেদ
রাষ্ট্রপতি
২য় পরিচ্ছেদ
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা
২ক পরিচ্ছেদ
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার
[সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ২১ ধারাবলে পরিচ্ছেদটি বিলুপ্ত।]
৩য় পরিচ্ছেদ
স্থানীয় শাসন
৪র্থ পরিচ্ছেদ
প্রতিরক্ষা কর্মবিভাগ
৫ম পরিচ্ছেদ
অ্যাটর্ণি -জেনারেল
৬৪। (১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্ণি-জেনারেল পদে নিয়োগদান করিবেন।
(২) অ্যাটর্ণি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।
(৩) অ্যাটর্ণি-জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
(৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্ণি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।