প্রিন্ট ভিউ
দেশের সকল নাগরিক ও শিক্ষার্থীকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করিবার লক্ষ্যে 1[***] নভোথিয়েটার প্রতিষ্ঠার বিধানকল্পে প্রণীত আইন।
যেহেতু দেশের সকল নাগরিক ও শিক্ষার্থীকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করিবার লক্ষ্যে একটি নভোথিয়েটার প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজন;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
১। (১) এই আইন 2[***] নভোথিয়েটার আইন, ২০১০ নামে অভিহিত হইবে।
(২) ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হইবে।
(৩) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১) "তহবিল" অর্থ নভোথিয়েটার এর তহবিল;
3[(২) “নভোথিয়েটার” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত নভোথিয়েটার;]
(৩) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৪) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৫) "বোর্ড" অর্থ নভোথিয়েটারের পরিচালনা বোর্ড;
(৬) "মহাপরিচালক" অর্থ নভোথিয়েটারের মহাপরিচালক;
(৭) "সদস্য" অর্থ পরিচালনা বোর্ডের সদস্য; এবং
(৮) "সভাপতি" অর্থ পরিচালনা বোর্ডের সভাপতি।
৩। (১) ঢাকা আধুনিক নভোথিয়েটার প্রকল্পের অধীন প্রতিষ্ঠিত নভোথিয়েটার এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে 4[***] নভোথিয়েটার নামে প্রতিষ্ঠিত বলিয়া গণ্য হইবে।
(২) নভোথিয়েটার একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং উহা হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহার নামে উহা মামলা দায়ের করিতে পারিবে এবং উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।