প্রিন্ট ভিউ

নির্দিষ্টকরণ আইন, ২০১৮

( ২০১৮ সনের ২৩ নং আইন )

২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন
যেহেতু ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন নির্দিষ্টকরণ আইন, ২০১৮ নামে অভিহিত হইবে।
 
(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।
২০১৮-১৯ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৫৭১৮৩৩,৮২,৯২,০০০ (পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশত তেত্রিশ কোটি বিরাশি লক্ষ বিরানববই হাজার) টাকা প্রদান
২। ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৫৭১৮৩৩,৮২,৯২,০০০ (পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশত তেত্রিশ কোটি বিরাশি লক্ষ বিরানববই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।
নির্দিষ্টকরণ
৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৯ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমানের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs