প্রিন্ট ভিউ

Medical Colleges (Governing Bodies) (Repeal) Act, 2021

( ২০২১ সনের ১৭ নং আইন )

Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 রহিতকরণকল্পে প্রণীত আইন

যেহেতু Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 (Ordinance No. XIII of 1961) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই আইন Medical Colleges (Governing Bodies) (Repeal) Act, 2021 নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রহিতকরণ ও হেফাজত

২।  (১) Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 (Ordinance No. XIII of 1961), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন-

ক) কৃত কার্যক্রম ও গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;

খ) গৃহীত কোন কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই;

গ) জারিকৃত প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, নীতিমালা, অনুমোদন, মনোনয়ন, যদি থাকে, তবে উহা সংশোধন বা বাতিল না হওয়া পর্যন্ত, এইরূপে কার্যকর থাকিবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; এবং

ঘ) দায়েরকৃত কোন মামলা বা কার্যধারা কোনো আদালতে চলমান থাকিলে উহা এইরূপে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs