প্রিন্ট ভিউ
Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 রহিতকরণকল্পে প্রণীত আইন
যেহেতু Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 (Ordinance No. XIII of 1961) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -
১। (১) এই আইন Medical Colleges (Governing Bodies) (Repeal) Act, 2021 নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২। (১) Medical Colleges (Governing Bodies) Ordinance, 1961 (Ordinance No. XIII of 1961), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন-
ক) কৃত কার্যক্রম ও গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
খ) গৃহীত কোন কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই;
গ) জারিকৃত প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, নীতিমালা, অনুমোদন, মনোনয়ন, যদি থাকে, তবে উহা সংশোধন বা বাতিল না হওয়া পর্যন্ত, এইরূপে কার্যকর থাকিবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; এবং
ঘ) দায়েরকৃত কোন মামলা বা কার্যধারা কোনো আদালতে চলমান থাকিলে উহা এইরূপে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই।