প্রিন্ট ভিউ

বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২

( ২০২২ সনের ১৮ নং আইন )

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন) এর সংশোধন করা সমীচীন প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

 

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

() এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২ নামে অভিহিত হইবে

() ইহা অবিলম্বে কার্যকর হইবে

২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭ (২০১৭ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা এর উপ-ধারা () উল্লিখিতসচিবশব্দটির পরিবর্তেপরিচালক (প্রশাসন)” শব্দগুলি বন্ধনী প্রতিস্থাপিত হইবে

২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন

উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে, যথা :¾

১১ পরিচালক (অর্থ) পরিচালক (প্রশাসন)সরকার, কমিশনকে সহায়তা প্রদানের জন্য, সার্বক্ষণিক একজন পরিচালক (অর্থ) একজন পরিচালক (প্রশাসন) নিয়োগ করিবে


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs