প্রিন্ট ভিউ

Bangladesh Bank (Amendment) Ordinance, 2024

( ২০২৪ সনের ০১ নং অধ্যাদেশ )

Bangladesh Bank Order, 1972 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ Bangladesh Bank (Amendment) Ordinance, 2024 নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

O. No. 127 of 1972 এর Article 10 এর সংশোধন

২।   Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 10 এর clause (5) এর প্রান্তস্থিত কোলন ":" চিহ্নের পরিবর্তে ফুলস্টপ "." চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং proviso বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs