প্রিন্ট ভিউ

The Excises and Salt (Amendment) Ordinance, 2025

( ২০২৫ সনের ০২ নং অধ্যাদেশ )

The Excises and Salt Act, 1944 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ The Excises and Salt (Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন

২।  The Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর "SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর-

(ক) Para (a) এ উল্লিখিত "Taka 300 (three hundred)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে "Taka 700 (seven hundred)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) Para (b) এ উল্লিখিত "Taka 3000 (three thousand)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে "Taka 4000 (four thousand)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs