প্রিন্ট ভিউ
International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
যেহেতু International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—
১। (১) এই অধ্যাদেশ International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025 নামে অভিহিত হইবে।
(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।
২। International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 4 এর sub-section (2) এর—
(ক) clause (e) এ উল্লিখিত "Statute" শব্দটির পরিবর্তে "Act” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
(খ) clause (f) এর পরিবর্তে নিম্নরূপ clause (f) প্রতিস্থাপিত হইবে, যথা:—
"(f) In respect of the war of aggression as crime against peace, the provisions of this section shall apply only to persons in a position effectively to exercise control over or to direct the political or military action of a state,"l
৩। উক্ত Act এর section ৪ এর sub-section (3A) এ উল্লিখিত ",by order of a Tribunal," কমাগুলি ও শব্দগুলি বিলুপ্ত হইবে।
8। উক্ত Act এর section 9 এর sub-section (3) এ উল্লিখিত "six weeks" শব্দগুলির পরিবর্তে "three weeks" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
৫। উক্ত Act এর section 11 এর sub-section (৪) এর পর নিম্নরূপ নূতন sub-section (9) সন্নিবেশিত হইবে, যথা:—
"(9) A Tribunal may order freezing or confiscation of the accused's assets to prevent evasion ог flight, realize compensation under section 20A and ensure justice."।
৬। উক্ত Act এর section 12 এর sub-section (3) এ উল্লিখিত "Reports" শব্দটির পরিবর্তে "Complaints, reports" শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।
৭। উক্ত Act এর section 19 এর sub-section (4) এর পর নিম্নরূপ নূতন sub-section (5) সন্নিবেশিত হইবে, যথা:—
"(5) Notwithstanding anything contained in this section, the Tribunal shall not be bound by technical rules of evidence and may adopt and apply expeditious and non-technical procedures."।