প্রিন্ট ভিউ

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২২ নং আইন )

এই আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের  ৪৭নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর আরোপের বিধানকরণকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু মূল্য সংযোজন কর আরোপ করার উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 
সংক্ষিপ্ত শিরোনামা,1[***] ও প্রবর্তন
১৷ (১) এই আইন মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে৷
 
 
(২) এই আইনের-
 
 
(ক) ধারা ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২২ এবং ৭২ ২রা জুন, ১৯৯১ ইং মোতাবেক ১৮ই জ্যৈষ্ঠ, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
 
 
(খ) উপরে উল্লিখিত ধারাসমূহ ব্যতীত অন্যান্য ধারাসমূহ ১লা জুলাই, ১৯৯১ ইং মোতাবেক ১৬ই আষাঢ়, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইবে৷
সংজ্ঞা
 
২৷ 2[ বিষয় বা প্রসঙ্গের] পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে-
 
(ক) “অব্যাহতিপ্রাপ্ত” অর্থ এই আইনের অধীন মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা;
 
(খ) “উৎপাদ কর” (output tax) অর্থ এই আইনের অধীন আরোপিত মূল্য সংযোজন কর 3[ ***];
 
4[ (গ) “উপকরণ” (Input) অর্থ,
 
(অ) শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ব্যতিরেকে, সকল প্রকার কাঁচামাল, 5[ ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি এক্সেসরিজ] 6[ যে কোন গ্যাস, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী], সেবা এবং যন্ত্রপাতি ও যন্ত্রাংশ;
 
(আ) ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত 7[ পণ্য বা সেবা];]
 
8[ (ঘ)'' উপকরণকর'' (input tax) অর্থে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আমদানিকৃত বা তৎকর্তৃক অন্য কোন নিবন্ধিত ব্যক্তির নিকট হইতে ক্রীত উপকরণের উপর পদত্ত মূল্য সংযোজন করা এবং আমদানিকৃত উপকরণের উপর আমদানি পর্যায়ে 9[ অগ্রিম আদায়কৃত] মূল্য সংযোজন করও ইহার অন্তর্ভূক্ত হইবে;]
 
10[ ***]
 
11[ (ঘঘঘ) "কর" অর্থ সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার ক্ষেত্রে প্রদেয় মূল্য সংযোজন কর বা 12[ টার্ণওভার কর বা] , ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্প এবং ধারা ১৩-তে বর্ণিত ক্ষেত্রসমূহে উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শু্ল্ক, আমদানী শু্ল্ক আবগারী শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও করও (আগাম আয়কর ব্যতীত) ইহার অন্তর্ভুক্ত হইবে;]
 
(ঙ) “কর মেয়াদ” অর্থ এক মাসের মেয়াদ অথবা সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এতদুদ্দেশ্যে নির্ধারণ করিতে পারে এইরূপ কোন মেয়াদ;
 
(চ) “করযোগ্য পণ্য” অর্থ প্রথম তফসিলের অন্তর্ভুক্ত নহে এইরূপ কোন পণ্য;
 
13[ (ছ) “করযোগ্য সেবা” অর্থ দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত নহে এইরূপ কোন সেবা;]
 
(জ) “ 14[ কমিশনার]” অর্থ ধারা ২০ এর অধীন নিযুক্ত কোন 15[ কমিশনার], মূল্য সংযোজন কর;
 
(ঝ) “চলতি হিসাব” অর্থ নিবন্ধিত ব্যক্তি কর্তৃক নির্ধারিত 16[ ফরমে] 17[ কমিশনারের] সহিত রক্ষিত হিসাব যাহাতে তাহার ক্রয়, বিক্রয়, ট্রেজারী জমা, প্রদেয় এবং রেয়াতযোগ্য মূল্য সংযোজন কর এবং প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য করের বিবরণী লিপিবদ্ধ থাকিবে;
 
18[ (ঞ) “চালানপত্র” অর্থ ধারা ৩২ এর অধীন প্রদত্ত চালানপত্র;]
 
19[ ***]
 
20[ (ঞঞঞ) ‘‘চীফ কমিশনার’’ অর্থ ধারা ২০ এর অধীন নিযুক্ত কোনো ‘‘চীফ কমিশনার, মূল্য সংযোজন কর’’ যিনি এই আইন দ্বারা কমিশনারকে প্রদত্ত অনুরূপ দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।]
 
(ট) “টার্ণওভার” অর্থ কোন ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট সময়ে তাহার দ্বারা প্রস্তুতকৃত বা উত্পাদিত করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হইতে প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ;
 
(ঠ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত কোন তফসিল;
 
(ড) “দলিলপত্র” অর্থ কাগজ বা অন্য কোন পদার্থের উপর অক্ষর, অংক, সংকেত বা চিহ্নের সাহায্যে প্রকাশিত বা বর্ণিত কোন বিষয় এবং যে কোন ধরনের ইলেকট্রনিক উপাত্ত, কম্পিউটার কার্যক্রম, কম্পিউটার ফিতা (tape), কম্পিউটার ডিস্ক বা যে কোন ধরণের উপাত্তধারক মাধ্যম ইহার অন্তর্ভুক্ত হইবে;
 
21[ ***]
 
(ঢ) “দাখিলপত্র” অর্থ এই আইনের ধারা ৩৫ এর অধীন প্রদেয় দাখিলপত্র;
 
22[ (ণ) “নির্ধারিত তারিখ” অর্থ-
 
(অ) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধের ক্ষেত্রে, ধারা ৬ এর অধীন কর পরিশোধের সময়; এবং
 
(আ) দাখিলপত্র (return) পেশকরণের ক্ষেত্রে, বিধি দ্বারা নির্ধারিত দাখিলপত্র পেশকরণের সময়৷]
 
23[ 24[ (ণণ)] “ 25[ পণ]” অর্থ পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত অথবা প্রাপ্য সমুদয় অর্থ অথবা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য মূল্য;]
 
(ত) “পণ্য” অর্থ শেয়ার, ষ্টক, মুদ্রা, জামানত (security) ও আদায়যোগ্য দাবী ব্যতীত সকল প্রকার অস্থাবর সম্পত্তি;
 
(থ) “প্রস্তুতকারক” বা “উৎপাদক” বলিতে নিম্নোক্ত কোন কার্যে নিয়োজিত ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবেন, যথা:-
 
(অ) কোন পদার্থ এককভাবে অথবা অন্য কোন পদার্থ, সরঞ্জাম (materials) বা উৎপাদনের অংশবিশেষ (components) এর সহিত সংযোগ বা সম্মেলনের দ্বারা প্রক্রিয়াকরণের মাধ্যমে অন্য কোন সুনির্দিষ্ট পদার্থ বা পণ্যে রূপান্তরকরণ বা উহাকে এইরূপে পরিবর্তিত, রূপান্তরিত বা পুনরাকৃতি প্রদানকরণ যাহাতে উক্ত পদার্থ ভিন্নভাবে বা সুনির্দিষ্টভাবে ব্যবহারের উপযোগী হয়;
 
(আ) পণ্যের প্রস্তুতি সম্পন্ন করার জন্য কোন আনুষংগিক বা সহায়ক প্রক্রিয়া;
 
(ই) মুদ্রণ, প্রকাশনা, শিলালিপি বা মিনাকরণ প্রক্রিয়া;
 
(ঈ) সংযোজন, মিশ্রন, কর্তন, তরলীকরণ, বোতলজাতকরণ, মোড়কাবদ্ধকরণ, বা পুনঃমোড়কাবদ্ধকরণ;
 
(উ) কোন প্রস্তুতকারক বা উত্পাদকের দেউলিয়াত্বের ক্ষেত্রে কোন স্বত্ব-নিয়োগী বা অছি, অবসায়ক, নির্বাহক বা তত্ত্বাবধায়কের কার্য এবং এইরূপ কোন ব্যক্তির কার্য যিনি আস্থাভাজনের যোগ্যতায় তাহার পরিসম্পতের নিষ্পত্তি করেন;
 
26[ (ঊ) অর্থের বিনিময়ে নিজস্ব প্লান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্য কোন ব্যক্তির মালিকানাধীন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করিয়া কোন পণ্য প্রস্তুতকরণ বা উত্পাদনকরণ;]
 
27[ (থথ) “বাণিজ্যিক আমদানীকারক” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে, যিনি তত্কর্তৃক প্রথম তফসিলে উল্লিখিত পণ্য ব্যতীত অন্য যে কোন পণ্য আমদানীপূর্বক পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া 28[ পণের বিনিময়ে] অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করেন;]
 
(থথথ) “বাণিজ্যিক দলিল” অর্থ কোন ব্যক্তির বাণিজ্যিক লেনদেন বা তাঁহার ব্যবসায়ের আর্থিক অবস্থাজ্ঞাপক কোন লেনদেন লিপিবদ্ধ করিবার জন্য উক্ত ব্যক্তি কর্তৃক রক্ষিত সংশ্লিষ্ট হিসাবরক্ষণ বহি বা নথিপত্র বা কাগজপত্র যথা, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, দৈনিক ক্রয়-বিক্রয় হিসাব, ক্যাশ বহি, প্রাথমিক বা জাবেদা বহি, ব্যাংক একাউন্ট ও তত্সংশ্লিষ্ট হিসাব বা নথিপত্র, রেওয়ামিল, খতিয়ান, আর্থিক বিবরণী ও বিশ্লেষণীসমূহ, লাভ-লোকসান হিসাব, লাভ-লোকসান সমন্বয় হিসাব, ব্যাংক হিসাব সমন্বয় ও স্থিতিপত্র এবং নিরীক্ষা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট যে কোন দলিল;
 
(থথথথ) “ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তত্কর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুনগত পরিবর্তন না করিয়া 29[ পণের বিনিময়ে] অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করেন৷]
 
30[ (থথথথথ) "বিভাগীয় কর্মকর্তা" অর্থ মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এবং বিভাগীয় কর্মকর্তার যে কোন কার্য সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর সহকারী কমিশনার পদের নিম্নে নহেন এমন পদমর্যাদার কোন কর্মকর্তা;]
 
(দ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
31[ ***]
 
32[ (দদদ) “বিল অব এন্টি” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর section 2(c) তে সংজ্ঞায়িত æbill of entry”;
 
(দদদদ) “বিল অব এক্সপোর্ট” অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর section 2(d) তে সংজ্ঞায়িত æbill of export”৷]
 
(ধ) “বোর্ড” অর্থ National Board of Revenue Order, 1972 (P.O. No. 76 of 1972) এর অধীন গঠিত National Board of Revenue;
 
33[ (ধধ) “বৃহত্ করদাতা ইউনিট (Large Taxpayer Unit বা LTU)” অর্থ ধারা ৮ঘ এর অধীন গঠিত বৃহত্ করদাতা ইউনিট;]
 
34[ (ন) '' ব্যক্তি" অর্থে কোন ব্যক্তি, নিগমিত হউক বা না হউক, কোন কোম্পানী বা সমিতি, অংশীদারী কারবার, ফার্ম, সংবিধিবদ্ধ বা অন্যবিধ সংস্থা বা প্রতিষ্ঠান বা উহাদের প্রতিনিধিও ইহার অন্তর্ভুক্ত হইবে;]
 
(প) “মূল্য সংযোজন কর কর্মকর্তা” অর্থ এই আইনের ধারা ২০ এর অধীন নিযুক্ত কোন কর্মকর্তা;
 
(ফ) “শূন্য করারোপযোগ্য পণ্য বা সেবা” অর্থ রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোন পণ্য বা সেবা বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ উল্লিখিত কোন খাদ্য বা অন্য কোন সামগ্রী যাহার উপর মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক আরোপিত হইবে না এবং যাহার প্রস্তুতকরণ বা উত্পাদনে ব্যবহৃত উপকরণসমূহের উপর প্রদত্ত সকল কর ও শুল্ক ( 35[ আগাম আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক] ব্যতীত) ফেরত প্রদেয় হইবে;
 
36[ ***]
 
(ব) “সংশ্লিষ্ট কর্মকর্তা” অর্থ এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা যিনি এই আইনের অধীন কতিপয় দায়িত্ব পালনের জন্য বোর্ডের নিকট হইতে বোর্ড কর্তৃক জারীকৃত সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হইয়াছেন;
 
37[ (ভ) “সর্বমোট প্রাপ্তি” অর্থ করযোগ্য সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত সেবার বিনিময়ে মূল্য সংযোজন কর 38[ ***] ব্যতীত কমিশন বা চার্জসহ প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ;]
 
39[ (ম) " সরবরাহ" অর্থে ধারা ১৫ ও ১৭ এর অধীনে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য কোন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা প্রদত্ত বা আমদানিকৃত সেবা বা আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের বা সেবার ক্ষেত্রে পণের বিনিময়ে বিক্রয়, হস্তান্তর বা পণের বিনিময়ে অন্য কোন উপায়ে উক্তরূপ পণ্যের বা সেবার নিষ্পত্তিকরণ; এবং নিম্নবর্ণিত কার্যাবলীও ইহার অন্তর্ভুক্ত হইবে
 
(অ) ব্যবসায় কার্য পরিচালনা কালে অর্জিত, প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের বা সেবার ব্যক্তিগত, ব্যবসায় সংক্রান্ত বা ব্যবসায় বহির্ভূত কার্যে ব্যবহার;
 
(আ) কোন বক্তির ঋণ পরিশোধের নিমিত্তে কোন পণ্যের বা সেবার নিলাম বা বিলিবন্দেজ;
 
(ই) কোন ব্যক্তির নিবন্ধন বাতিলের অব্যবহিত পূর্বে তৎকর্তৃক কোন করযোগ্য পণ্যের বা সেবার দখল;
 
(ঈ) পণ্যের প্রস্তত বা উৎপাদন বা ব্যবসায়স্থল হইতে পণ্য খালাস বা অপসারণ;
 
(উ) সরকার কর্তৃক, প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোন প্রকার লেনদেন;]
 
40[ (মম) ‘‘সম্মাননা পত্র’’ অর্থ ধারা ৩৬ক এর অধীন কমিশনার কর্তৃক ইস্যুকৃত মূল্য সংযোজন কর সম্মাননা পত্র;]
 
41[ (য) "স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়" অর্থ 42[ রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর এর কার্যালয়, মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর আওতাধীন 43[ রাজস্ব কর্মকর্তা] এর অধীনে ন্যস্ত যে কোন শাখা এবং বোর্ড কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো কার্যালয় ;]
 
44[ (র) '' স্পেশাল জজ" অর্থ "Criminal Law Amendment Act, 1958 (Act No. XL of 1958) এর section 3 এর sub-section(1) এর অধীন নিযুক্ত Special Judge;]
 
45[ (ল) "রপ্তানি" অর্থ বাংলাদেশের অভ্যন্তরে হইতে বাংলাদেশের অধিক্ষেত্রাধীন সমুদ্র অঞ্চলসহ উহার ভৌগলিক সীমারেখার বাহিরে কোন পণ্য বা সেবা সরবরাহ; এবং
 
46[ (শ) "রপ্তানিকৃত বলিয়া গণ্য " বলিয়া অর্থে নিম্নবর্ণিত পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হইবে, যথাঃ-
 
(অ) বাংলাদেশের অভ্যন্তরে ভোগ বা সরবরাহের জন্য অভিপ্রেত নয় এইরূপ পণ্য বা সেবা উৎপাদনে, ব্যবস্থাপনায়, পরিবহনে বা বিপণনে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, অবকাঠামো বা অন্য কোন বস্তু যা বিদেশী মুদ্রায় বিনিয়োগ বা সরাসরি বিদেশ হইতে প্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ করা হয় এবং পানি, বিদ্যুৎ, গ্যাস টেলিফোন বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অন্য যে কোন সেবা; 47[ ***]
 
(আ) কোন আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা স্মারকের আওতায় করা অরোপ না করার সুনির্দিষ্ট শর্তে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহকৃত পণ্য বা সেবা 48[ ; এবং]]]
 
49[ (ই) আন্তর্জাতিক দরপত্রের আওতায়, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহকৃত পণ্য বা সেবা।]
আইনের প্রাধান্য
50[২ক। আপাততঃ বলবৎ অন্য কোন আইন, বিধি, প্রবিধান, চুক্তি বা আইনের ক্ষমতাসম্পন্ন অন্য কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।]
মূল্য সংযোজন কর আরোপ
৩৷ (১) প্রথম তফসিলে উল্লিখিত পণ্যসমূহ ব্যতীত বাংলাদেশে আমদানিকৃত সকল পণ্য এবং উক্ত তফসিলে উল্লিখিত পণ্যসমূহ ব্যতীত সকল পণ্যের সরবরাহের উপর এবং 51[দ্বিতীয় তফসিলে উল্লিখিত সেবাসমূহ ব্যতীত]52[বাংলাদেশে আমদানিকৃত বা] 53[বাংলাদেশে প্রদত্ত] সকল সেবার উপর ধারা ৫ এ বর্ণিত মূল্যের ভিত্তিতে পনের শতাংশ হারে মূল্য সংযোজন কর ধার্য ও প্রদেয় হইবে৷
 
 
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত পণ্য বা সেবার উপর শূন্য হারে কর আরোপিত হইবে; যথা:-
 
 
(ক) বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোন পণ্য বা সেবা;
 
54[ *** ]
 
55[(খ) Customs Act, 1969 (IV of 1969), অতঃপর Customs Act বলিয়া উল্লিখিত, এর Section 24 মোতাবেক বাংলাদেশ হইতে বিদেশগামী কোন যানবাহনে বাংলাদেশের বাহিরে ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রী:
 
 
তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত পণ্যের বা সেবার ক্ষেত্রে এই উপ-ধারা প্রযোজ্য হইবে না, যথা:-
 
 
 
(অ) বাংলাদেশে পুনঃ আমদানিকৃত বা পুনঃ আমদানির জন্য অভিপ্রেত কোন পণ্য বা সেবা;
 
 
 
(আ) Customs Act এর Section 131 মোতাবেক রপ্তানির জন্য উপস্থাপন করা হইয়াছে, কিন্তু রপ্তানি চালান (bill of export) দাখিলের ৩০ দিন বা কমিশনার কর্তৃক এতদুদ্দেশ্যে বর্ধিত সময়ের মধ্যে রপ্তানি হয় নাই, এইরূপ কোন পণ্য বা সেবা।]
 
 
56[(৩) মূল্য সংযোজন কর প্রদান করিবেন,-
 
 
(ক) আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানী পর্যায়ে আমদানীকারক;
 
 
(খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের ক্ষেত্রে, প্রস্তুতকরণ বা উত্পাদন পর্যায়ে সরবরাহকারী;
 
 
(গ) সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা প্রদানকারী; এবং
 
57[(ঘ) বাংলাদেশের ভৌগলিক সীমারেখার বাহির হইতে সেবা সরবরাহের ক্ষেত্রে, সেবা গ্রহণকারী; এবং
 
(ঙ) অন্যান্য ক্ষেত্রে, 58[সরবরাহকারী ও সেবাগ্রহণকারী]।]]
 
(৩ক) অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭২ ধারাবলে বিলুপ্ত৷
 
 
59[(৪) এই ধারার অধীন মূল্য সংযোজন কর ধার্য ও প্রদানের উদ্দেশ্যে কোন আমদানিকৃত বা সরবরাহকৃত পণ্যের শ্রেণীবিন্যাস (Classification) এর ক্ষেত্রে Customs Act এর অধীন উক্ত পণ্যের শ্রেণীবিন্যাস প্রযোজ্য হইবে৷]
 
 
60[(৫) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, জনস্বার্থে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা-
 
 
(ক) যে কোন করযোগ্য পণ্য বা পণ্য শ্রেণীকে করযোগ্য সেবা এবং যে কোন করযোগ্য সেবাকে করযোগ্য পণ্য হিসাবে ঘোষণা করিতে পারিবে; এবং
 
 
(খ) করযোগ্য যে কোন সেবার, পরিধি নির্ধারণের লক্ষ্যে, ব্যাখ্যা প্রদান করিতে পারিবে৷]
কর হার প্রয়োগ
 
৪৷ (১) করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে মূল্য সংযোজন করের হার হইবে, উক্ত পণ্য বা সেবার উপর ধারা ৬ এর উপ-ধারা (২) বা ক্ষেত্রমত, উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়ে যে হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হয় সেই হার৷
 
 
61[(২) করযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে, মূল্য সংযোজন করের হার হইবে Customs Act, 1969 (IV of 1969) এর section 30 এর অধীন নির্ধারিত তারিখে যেই হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হয় সেই হার৷]
 
62[(৩) করযোগ্য সেবা আমদানির ক্ষেত্রে,মূল্য সংযোজন করের হার হইবে, উক্ত সেবার মূল্য পরিশোধের সময়ে প্রযোজ্য মূল্য সংযোজন করের হার।]
মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য নিরূপণ
৫৷ (১) পণ্য আমদানির ক্ষেত্রে যেই মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে তাহা নিরূপণ করা হইবে Customs Act এর section 25 63[অথবা section 25A] এর অধীন আমদানি শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্কসহ অন্যান্য শুল্ক ও কর (যদি কিছু থাকে), আগাম আয়কর ব্যতীত, যোগ করিয়া৷
 
 
(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, পণ্য সরবরাহের ক্ষেত্রে যেই মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে তাহা হইবে, উক্ত পণ্যের 64[প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী] কর্তৃক ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণ, যাহাতে 65[প্রস্তুতকারক বা উত্পাদক বা 66[ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ, ফি ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) এবং মুনাফা অন্তর্ভুক্ত থাকিবে]] 67[:
 
 
তবে শর্ত থাকে যে, আমদানীকৃত উপকরণ ব্যবহারক্রমে করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা আমদানীকৃত পণ্য বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের ক্ষেত্রে Customs Act এর Section 25 অথবা 25A মোতাবেক যে মূল্যের ভিত্তিতে ধারা ৯ অনুযায়ী উপকরণ কর রেয়াত গ্রহণ করা হয় সেই মূল্যের ভিত্তিতে সরবরাহকৃত পণ্যের মূল্য সংযোজন কর আরোপযোগ্য মূল্য নিরূপণ করিতে হইবে 68[:
 
 
69[ 70[***] শর্ত থাকে যে, কোন ব্যবসায়ী কর্তৃক নির্দিষ্ট পণ্য বা পণ্য শ্রেণীর সরবরাহের ক্ষেত্রে বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা মূল্য সংযোজন করের ভিত্তি নিরূপণের উদ্দেশ্যে উক্ত পণ্য বা পণ্য শ্রেণীর মূল্য সংযোজনের হার এবং পরিমাণ নির্দিষ্ট করিতে পারিবে৷]]
 
 
71[(২ক) কোন নিবন্ধিত উৎপাদক কর্তৃক চুক্তির ভিত্তিতে অন্য কোন নিবন্ধিত উৎপাদকের ব্রান্ডযুক্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে, বোর্ড, বিধি দ্বারা উক্ত পণ্যের মূল্য নিরূপণের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।]
 
72[(২খ) কোন উত্পাদনকারী বা আমদানীকারক পণ্যের গায়ে বা ধারকে বা প্যাকেটে মুদ্রিত আকারে অভিন্ন মূল্যে পণ্য সরবরাহ করিতে চাহিলে উত্পাদনকারী কর্তৃক উত্পাদন পর্যায়ে এবং আমদানীকারক কর্তৃক সরবরাহ পর্যায়ে, বোর্ডের পূর্বানুমোদনক্রমে এবং সমূদয় কর পরিশোধ সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উহা সরবরাহ করিতে পারিবে৷]
 
73[(২গ) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার কোন পণ্য বা সেবার মূল্য স্থিতিশীল রাখার অভিপ্রায়ে সরকারি কোন দপ্তর বা অপর কোন সংস্থার মাধ্যমে উক্ত পণ্য বা সেবার একক মূল্য নির্ধারণ করিলে উক্ত নির্ধারিত মূল্য হইতে পশ্চাদগণনার মাধ্যমে (back calculation) উৎপাদন বা সেবা প্রদানস্তরে প্রদেয় সমূদয় মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায়যোগ্য হইবে।]
 
(৩) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তাহা স্থির করিতে পারিবে এবং মূল্য সংযোজন কর আরোপের ক্ষেত্রে উক্ত পণ্যের খুচরা মূল্য হইবে উহার প্রস্তুতকারক বা উত্পাদক কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদনক্রমে, নির্ধারিত সেই মূল্য যাহাতে সকল প্রকার ব্যয়, কমিশন, চার্জ, শুল্ক ও কর অন্তর্ভুক্ত থাকিবে এবং উক্ত পণ্যে বিশেষ ছাপ (brand) বা চিহ্ন যুক্ত করিয়া উহা যেই মূল্যে (যাহা উক্ত পণ্যের গায়ে বা উহার প্রতিটি মোড়ক, থলিয়া বা কোষে সুস্পষ্ট, লক্ষণীয় ও অনপনীয়ভাবে মুদ্রিত করা হয়) সাধারণ ভোক্তাদের নিকট বিক্রয় হইবে৷
 
 
(৪) সেবা প্রদানের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্য করা হইবে সর্বমোট প্রাপ্তির উপর:
 
 
74[তবে শর্ত থাকে যে, কোন নির্দিষ্ট সেবার ক্ষেত্রে বোর্ড, আদেশ দ্বারা, প্রকৃত মূল্য সংযোজনের অথবা তত্কর্তৃক এতদুদ্দেশ্যে সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে মূল্য সংযোজনের নির্ধারিত হারের ভিত্তিতে মূল্য সংযোজন কর ধার্য করিতে পারিবে75[:
 
আরও শর্ত থাকে যে, সেবা প্রদানকারী বিনামূল্যে সেবা প্রদান করিলেও সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সেবার উপর ন্যূনতম মূল্য সংযোজন কর ধার্য করিতে পারিবে।]
 
76[(৪ক) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যবসায়ী কর্তৃক পণ্য সরবরাহের ক্ষেত্রে, কোন নির্দিষ্ট কর মেয়াদে উক্ত ব্যবসায়ীর সরবরাহ বাবদ প্রাপ্ত বা প্রাপ্ত বলিয়া বিবেচিত মোট মূল্য, যাহা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিরূপিত হইবে, এর ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপ করা যাইবে৷]
 
 
(৫) যেই পণ্যের ক্ষেত্রে বাণিজ্য বাটা (trade discount) প্রদান করা হয় সেই পণ্যের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর আরোপযোগ্য হইবে বাণিজ্য বাটা প্রদানের পর যেই মূল্যে উহা সরবরাহ করা হয় সেই মূল্যের উপর:
 
 
তবে শর্ত থাকে যে, বাণিজ্য বাটা প্রদানের পর যেই মূল্যে উক্ত পণ্য সরবরাহ করা হয় উহা চালানপত্রে উল্লেখ করিতে হইবে এবং প্রদত্ত বাণিজ্য বাটার পরিমাণ সাধারণ ব্যবসায় রীতির সহিত সঙ্গতিপূর্ণ হইতে হইবে৷
 
 
77[ 78[***]
 
 
(৭) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, যদি বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা ও যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সন্তুষ্ট হয় যে কোন করযোগ্য পণ্য বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর, বা ক্ষেত্রমতে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্য করার নিমিত্তে উহার ট্যারিফ মূল্য নির্ধারণ করা সমীচীন তাহা হইলে বোর্ড সরকারী গেজেটে জারিকৃত আদেশ দ্বারা উক্ত করযোগ্য পণ্য বা সেবার ট্যারিফ মূল্য নির্ধারণ করিতে পারিবে৷]
পরিশোধের সময় ও পদ্ধতি
৬৷ (১) আমদানিকৃত পণ্যের উপর মূল্য সংযোজন কর Customs Act এবং উহার অধীন প্রণীত বিধি মোতাবেক আমদানি শুল্কের মত এইরূপ একই পদ্ধতি ও সময়ে প্রদত্ত হইবে যেন উহা উক্ত Act এর অধীন একটি আমদানি শুল্ক; এবং উক্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক সংক্রান্ত কোন বিষয় নিয়ন্ত্রণের জন্য এই আইনের অধীন প্রদত্ত বা জারীকৃত বিধিমালা, আদেশসমূহ বা নির্দেশাবলী, যদি থাকে, সাপেক্ষে উক্ত Act এবং তদধীনে জারীকৃত বা প্রদত্ত বিধিমালা, আদেশসমূহ বা নির্দেশাবলী, যতদূর সম্ভব, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্কের প্রতি এইরূপে প্রযোজ্য হইবে যেইরূপে উহা আমদানি শুল্কের প্রতি প্রযোজ্য হয়৷
 
 
(২) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক ব্যবসায় কার্য পরিচালনা বা সম্প্রসারণের লক্ষ্যে 79[প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের] উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময়ে-
 
 
(ক) যখন পণ্য অর্পণ (delivery) বা সরবরাহ করা হয়;
 
 
(খ) যখন পণ্য সরবরাহ সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়;
 
 
(গ) যখন কোন পণ্য ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়;
 
 
(ঘ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়৷
 
 
(৩) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক ব্যবসায় পরিচালনা বা সম্প্রসারণকালে প্রদত্ত সেবার উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময়ে-
 
 
(ক) যখন সেবা প্রদান করা হয়;
 
 
(খ) যখন সেবা প্রদান সংশ্লিষ্ট চালানপত্র প্রদান করা হয়;
 
 
(গ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায় 80[;
 
(ঘ) বাংলাদেশে ভৌগলিক সীমানার বাহির হইতে বাংলাদেশে সেবার সরবরাহ গ্রহণ করা হইলে যখন আংশিক বা পূর্ণ মূল্য পরিশোধ করা হয়।]
 
81[ (৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যে কোন পণ্য, পণ্যশ্রেণী বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণসহ, অগ্রিম পরিশোধের 82[বা উৎসে কর্তনের] বিধান করিতে পারিবে৷]
 
83[ 84[(৪ক) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে নির্ধারণকৃত তারিখ হইতে যে কোন পণ্য বা পণ্য শ্রেণীর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায়ের উদ্দেশ্যে নির্দিষ্টকৃত মূল্য মানের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্বলিত বিশেষ আকার ও ডিজাইনের স্ট্যাম্প (Stamp) বা ব্যাণ্ডরোল (Bandrol) বা বিশেষ চিহ্ন বা ছাপ উক্ত পণ্যের মোড়ক বা ধারক বা পাত্রের গায়ে ব্যবহার করার নির্দেশ প্রদান করিতে পারিবে; এবং এইরূপ স্ট্যাম্প বা ব্যাণ্ডরোল বা বিশেষ চিহ্ন বা ছাপ এর ব্যবহার, বিতরণ, সংরক্ষণ, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব সংরক্ষণ ও মোড়কজাতকরণ বিষয়ে সংশ্লিষ্ট সকল পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
 
 
ব্যাখ্যা৷- এই উপ-ধারায় 85[স্ট্যাম্প বা ব্যাণ্ডরোল] অর্থে বোর্ড কর্তৃক নির্দিষ্ট রং, ডিজাইন, পরিমাপ ও নিরাপত্তামূলক ব্যবস্থা সম্বলিত দলিল (Security Instrument)- কে বুঝাইবে৷
 
86[(৪কক) এই ধারার অন্যান্য বিধানাবলী সত্ত্বেও, কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর বোর্ড কর্তৃক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী কর্তৃক সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে 87[, প্রযোজ্য হারে,] উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারী ট্রেজারীতে জমা করিতে হইবেঃ
 
 
 
 
তবে শর্ত থাকে যে, 88[***] কোন প্রকল্পের আওতায় কোন সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধনকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে বোর্ড কতৃর্ক , বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারী ট্রেজারীতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের কোন সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা অন্য কোন সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্য কোন সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত সেবার উপর প্রাথমিক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারী ট্রেজারীতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে পুনরায় উৎসে মূল্য সংযোজন কর আদায় করা যাইবে না।
 
 
 
 
89[(৪ককক) বোর্ড, আদেশ দ্বারা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান এবংক্ষেত্রমত, অন্য কোন দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহণকারী কতৃর্ক উৎসে মূল্য সংযোজন কর আদায়, কর্তন ও সরকারি ট্রেজারীতে জমা প্রদানের উদ্দেশ্যে সেবার কোড উল্লেখসহ সেবাপ্রদানকারীর তালিকা নির্ধারণ করিতে পারিবে।]
 
 
(৪খ) উপ-ধারা (৪কক) এর অধীন উৎসে মূল্য সংযোজন কর আদায় বা কর্তনকারী ব্যক্তি সংশ্লিষ্ট সেবা সরবরাহকারী ব্যক্তিকে অনুরূপ আদায় বা কর্তন সম্পর্কে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, একটি প্রত্যয়নপত্র প্রদান করিবেন, যাহাতে নিম্নবর্ণিত তথ্যাদি অন্তর্ভুক্ত থাকিবে। যথাঃ―
 
 
(অ) মূল্য সংযোজন করদাতার নিবন্ধন সংখ্যা;
 
 
(আ) প্রদত্ত সেবা বাবদ পরিশোধিত মোট সেবা মূল্য বা কমিশন;
 
 
(ই) মূল্য সংযোজন কর নিরূপনযোগ্য সেবা মূল্য বা কমিশন;
 
 
(ঈ) আদায় বা কর্তনকৃত মূল্য সংযোজন কর এর পরিমাণ; এবং
 
 
(উ) প্রয়োজনীয় অন্য কোন তথ্য।
 
 
90[***]
 
(৪ঘ) আইনের ধারা ৫ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী উৎসে কর্তনকারী সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত হারের ভিত্তিতে প্রদেয় মূল্য সংযোজন কর সেবা সরবরাহকারীর নিকট হইতে সেবা গ্রহণের ক্ষেত্রে উৎসে কর্তন করিবে।
 
 
(৪ঙ) উৎসে কর্তনকারী এবং পণ্য বা সেবা সরবরাহকারী,মূল্য সংযোজন করের উৎসে কর্তনযোগ্য পরিমাণের জন্য, যৌথভাবে দায়বদ্ধ থাকিবেন।
 
(৪চ) পণ্য বা সেবা সরবরাহকারী কর্তৃক সরবরাহের বিপরীতে প্রদেয় মূল্য সংযোজন কর আংশিক উৎসে কর্তনের ফলে সরবরাহকারী অবশিষ্ট মূল্য সংযোজন কর প্রদানের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি পাইবে না।]
 
91[(৪ছ) উপ-ধারা (৪কক) অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর আদায়, কর্তন এবং জমা প্রদানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যদি উক্ত উপ-ধারার অধীন সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি মূল্য সংযোজন কর আদায়, কর্তন ও জমা প্রদানে ব্যর্থ হন তাহা হইলে,
 
 
 
 
(অ) উক্ত মূল্য সংযোজন কর, সেবার মূল্য বা কমিশন উক্ত ব্যক্তির নিকট হইতে মাসিক দুই শতাংশ হারে, সুদসহ, আদায়যোগ্য হইবে এবং উহা এইরূপে আদায় করা হইবে যেন তিনি উপ-ধারা (৪কক) এর অধীন একজন নিবন্ধিত ব্যক্তি;
 
 
 
 
(আ) উপ-ধারা (৪কক) এর অধীন উৎসে আদায়কৃত, কর্তিত ও জমাকৃত মূল্য সংযোজন কর, এই আইনের বিধানাবলী অনুযায়ী সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র বলবৎ থাকা সাপেক্ষে, ধারা ৩৫ এ উল্লিখিত দাখিলপত্রে সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী কর্তৃক পরিশোধিত কর হিসাবে উল্লেখ করা যাইবে।]
 
 
 
92[(৫) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিম্নবর্ণিত ক্ষেত্রে কর প্রদান করিতে হইবে,যথাঃ-
 
(ক) আমদানির পর্যায়ে, আমদানির শুল্কের সাথে;
 
(খ) উৎপাদন পর্যায়ে এবং ক্ষেত্রমত, ব্যবসায়ী পর্যায়ে, চলতি হিসাব ও দাখিলপত্রের মাধ্যমে; এবং
 
(গ) অন্যান্য পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে দাখিলপত্রের মাধ্যমে।]
 
93[(৬) বোর্ড, আদেশ দ্বারা কোন নির্দিষ্ট সেবার ক্ষেত্রে সেবাগ্রহণকারী কতৃর্ক কর পরিশোধের বিধান করিতে পারিবে।]
সম্পূরক শুল্ক আরোপ
৭৷ (১) বিলাস পণ্য, অত্যাবশ্যক নহে এবং সামাজিকভাবে অনভিপ্রেত 94[এবং অন্যান্য পণ্য ও সেবা যাহার উপর জনস্বার্থে সম্পূরক শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত] তৃতীয় তফসিলে উল্লিখিত এমন পণ্য ও সেবা যাহা বাংলাদেশে সরবরাহকৃত, আমদানিকৃত বা প্রদত্ত হয় উহার উপর উক্ত তফসিলে উল্লিখিত হারে সম্পূরক শুল্ক আরোপিত হইবে৷
 
 
(২) সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার মূল্য হইবে,-
 
 
(ক) আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানি শুল্ক আরোপের লক্ষ্যে Customs Act এর Section 25 95[অথবা section 25A] এর অধীন 96[আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক 97[এবং অন্যান্য শুল্ক ও কর( অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর ব্যতীত ) যোগ] করিয়া যে মূল্য হয় সেই মূল্য];
 
 
(খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের ক্ষেত্রে, প্রস্তুতকারক বা উত্পাদক কর্তৃক 98[এবং করযোগ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক] উক্ত পণ্যের ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণ 99[যাহাতে] মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক অন্তর্ভুক্ত থাকিবে না; 100[***]
 
 
(গ) বাংলাদেশে প্রদত্ত সেবার ক্ষেত্রে, সেবা প্রদান বাবদ সর্বমোট প্রাপ্তি যাহাতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত থাকিবে না 101[; এবং
 
 
(ঘ) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সেই পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে এই আইনের ধারা ৫ (৩) এ বর্ণিত খুচরা মূল্য উক্ত পণ্যের মূল্য বলিয়া বিবেচিত হইবে৷]
 
 
(৩) মূল্য সংযোজন কর যে সময় ও পদ্ধতিতে প্রদান করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে৷
টার্ণওভার কর
৮৷ 102[ (১) করযোগ্য পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী বা করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি, যাহার ধারা ১৫ এর অধীন নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা নাই তিনি তাহার বার্ষিক টার্ণওভারের তিন শতাংশ হারে টার্ণওভার কর প্রদান করিবেন।
 
 
(১ক) ধারা ৬ এর উপ-ধারা (৪) এর অধীন আমদানি পর্যায়ে অগ্রিম মূল্য সংযোজন কর আদায়ের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না।]
 
(২) সর্বোচ্চ কি পরিমাণ টার্ণওভারের উপর টার্ণওভার কর প্রদেয় হইবে তাহা নির্ধারণ, টার্ণওভার করদাতাগণের তালিকাভুক্তি 103[ ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান], প্রদেয় টার্ণওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, নিরূপণের বিরুদ্ধে আপীল, অপরাধ ও দণ্ডসমূহ, পণ্য আটক, ন্যায়-নির্ণয়ন, বাজেয়াপ্তি ও জরিমানা আরোপ এবং তত্সমূহ সম্পর্কিত আপীল, সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ক্ষমতা, হিসাবরক্ষণ, কম পরিশোধিত বা বকেয়া কর আদায়, ভুলবশতঃ বা অধিক পরিশোধিত কর প্রত্যর্পণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে৷
 
104[ (৩) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা এবং যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, উক্ত আদেশে উল্লিখিত সীমা ও শর্তসাপেক্ষে, যে কোন পণ্য বা সেবাকে ‘টার্ণওভার' কর হই েঅব্যাহতি প্রদান করিতে পারিবে৷]
 
105[ (৪) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা করিয়া এবং যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, কোন নির্দিষ্ট পণ্য, পণ্যশ্রেণী বা সেবা প্রদানকারীকে বার্ষিক টার্ণওভারের পরিমাণ নির্বিশেষে ধারা ১৫ এর আওতায় নিবন্ধিত হওয়া সহ মূল্য সংযোজন কর প্রদানের আদেশ প্রদান করিতে পারিবে৷]
[বিলুপ্ত ]
৮ক৷ [টার্ণওভার কর নির্ধারণ কমিশন- অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৭ ধারাবলে বিলুপ্ত৷]
[বিলুপ্ত ]
৮খ৷ [কমিশনের ক্ষমতা ও দায়িত্ব- অর্থ আইন, ২০০২ (২০০৪ সনের ১৪ নং আইন) এর ৭৮ ধারাবলে বিলুপ্ত৷]
[বিলুপ্ত ]
৮গ৷ [কমিশনের নিকট আবেদন ও আপীল- অর্থ আইন, ২০০২ (২০০৪ সনের ১৪ নং আইন) এর ৭৯ ধারাবলে বিলুপ্ত৷]
বৃহত্ করদাতা ইউনিট গঠন
106[৮ঘ৷ বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, দেশের সমগ্র এলাকা বা কোন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিসীমা বা শ্রেণীর করদাতার নিকট হইতে মূল্য সংযোজন কর 107[, সম্পূরক শুল্ক ও আবগারী শুল্ক] আদায় ও তত্ত্বাবধানের জন্য উক্ত শ্রেণীর করদাতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক বৃহত্ করদাতা ইউনিটে (Large Taxpayer Unit বা LTU) গঠন করিতে পারিবে৷]
কর রেয়াত
৯৷ 108[ (১) করযোগ্য পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী 109[ , বাণিজ্যিক আমদানিকারক] বা করযোগ্য সেবা প্রদানকারী প্রতি কর মেয়াদে তত্কর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয় উত্পাদ করের (output tax) বিপরীতে, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:-
 
(ক) অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে 110[ বা সেবা প্রদানে] ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
(খ) টার্ণওভার করের আওতাভুক্ত করদাতার নিকট হইতে সংগৃহীত উপকরণের উপর পরিশোধিত টার্ণওভার কর;
 
(গ) পণ্য উৎপাদন বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত সম্পূরক শুল্ক;
 
(ঘ) প্রথমবার ব্যতীত অন্য কোন দফায় পুনঃব্যবহারযোগ্য মোড়কের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
(ঙ) করযোগ্য পণ্য উৎপাদন বা করযোগ্য সেবা প্রদানের সহিত সরাসরি সম্পৃক্ত হইলেও কোন দালান-কোঠা বা অবকাঠামো বা স্থাপনা নির্মাণ, সুষমীকরণ, আধুনিকীকরণ, 111[ প্রতিস্থাপন, সম্প্রসারণ,] পুনঃসংস্কারকরণ ও মেরামতকরণ, সকল প্রকার আসবাবপত্র, ষ্টেশনারী দ্রব্যাদি, এয়ারকন্ডিশনার, ফ্যান, আলোক সরঞ্জাম, 112[ জেনারেটর ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও নকশা, যানবাহন ভাড়া বা লীজ গ্রহণ এবং উহাদের] সহিত সংশ্লিষ্ট পণ্য এবং সেবার উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
113[ (চ) করযোগ্য পণ্য উৎপাদন বা সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের সহিত সম্পৃক্ত, বিধি দ্বারা নির্ধারিত, বিভিন্ন পণ্য ও সেবা এবং উহাদের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের হারের অতিরিক্ত মূল্য সংযোজন কর;] (ছ) ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারীর কল্যাণ ও উন্নয়নমূলক কাজের ব্যয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
114[ (ছছ) ধারা ৫ এর-
 
(অ) উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্যের করযোগ্য মূল্য ভিত্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন 115[ ***] উপকরণের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
116[ (অঅ) মোট উপকরণ মূল্য ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ এর অধিক বৃদ্ধিপ্রাপ্ত হইলে সংশোধিত মূল্য ঘোষণা প্রদান ব্যতিরেকে ক্রয়কৃত বা সংগৃহীত উপকরণের উক্ত বর্ধিত মূল্যের উপর প্রযোজ্য উপকরণ কর;]
 
(আ) উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;]
 
(জ) ধারা ৫ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী কোন নির্দিষ্ট সেবা প্রদানকারী কর্তৃক ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
117[ (জজ) ধারা ৫ এর উপ-ধারা (৪ক) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;]
 
(ঝ) ধারা ৫ এর উপ-ধারা (৭) এর বিধান অনুযায়ী নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে পণ্য সরবরাহকারী 118[ ও সেবা প্রদানকারী] কর্তৃক ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
119[ (ঞ) পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী বা সেবা প্রদানকারী এবং ক্রেতার নিবন্ধন সংখ্যা ব্যতীত অন্য কোন নিবন্ধন সংখ্যা সম্বলিত বিল অব এন্ট্রি বা চালানপত্রে উল্লিখিত উপকরণ কর:
 
 
তবে শর্ত থাকে যে, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাহির হইতে সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর সেবা গ্রহণকারী কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ মূল্য বা পণ্য মূল্য ঘোষণায় অন্তর্ভুক্ত থাকা ও সরকারী ট্রেজারীতে উক্ত মূল্য সংযোজন কর পরিশোধের প্রমাণপত্র থাকা সাপেক্ষে রেয়াত গ্রহণ করা যাইবে;]
 
 
120[ (ট) অন্যের অধিকারে,দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্যের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
(ঠ) বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত নয়, এমন উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;
 
(ড) ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণের ক্ষেত্রে যে কারণে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হইয়াছে, তাহা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক গ্যারান্টির অংশের সাথে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর; এবং
 
(ঢ) 121[ একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে উপকরণ আদান-প্রদানের ক্ষেত্র ব্যতীত] পণ্য বা সেবার উপকরণের ক্রয় মূল্য এক লক্ষ্য টাকা বা তদূর্ধ্ব হইলে এবং উহার সমুদয় বা আংশিক ক্রয় মূল্য ব্যাংকিং বা ইলেকট্রনিক মাধ্যম ব্যতিত পরিশোধিত হইলে, সেক্ষেত্রে উক্ত ক্রয় মূল্যের উপর পরিশোধিত উপকরণ করঃ
 
তবে শর্ত থাকে যে, উপকরণের সাথে সম্পৃক্ত দলিলাদি করদাতা তাহার অধিকারে পাওয়া সত্ত্বেও যুক্তিসঙ্গত কোন কারণে একই কর মেয়াদে সমুদয় উপকরণ তাহার উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদানস্থলে প্রবেশ করাইতে ব্যর্থ হইলে অথবা ভুলবশতঃ একই করমেয়াদে রেয়াত গ্রহণে অসমর্থ হইলে উক্ত উপকরণ উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদানস্থলে সম্পূর্ণভাবে প্রবশে করানো সাপেক্ষে পরবর্তী দুইটি করমেয়াদের যে কোন তারিখে উক্ত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে৷]
 
122[ ব্যাখ্যা।– “ব্যাংকিং মাধ্যম” অর্থ ধারা ৮, ১৫ ও ১৭ এর অধীন তালিকাভুক্ত বা নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ক্ষেত্রমত, তালিকাভুক্তি বা নিবন্ধনের আবেদনের সময় বিধি দ্বারা নির্ধারিত ফরমে উল্লিখিত ব্যাংক হিসাব; এবং সময় সময়, পরিবর্তিত বা নতুনভাবে সংযোজিত ব্যাংক হিসাবও ইহার অন্তর্ভুক্ত হইবে।]
 
123[ বিলুপ্ত]
 
124[ (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষেত্রসমূহে উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি উক্তরূপ কর রেয়াত গ্রহণ করিলে সংশ্লিষ্ট কর্মকর্তা, ধারা ৩৭ এ যাহা কিছুই থাকুক না কেন, 125[ গৃহীত রেয়াত নাকচ করিবার লক্ষ্যে কারণ দর্শানের নোটিশ জারি করিয়া এবং শুনানির সুযোগ প্রদান করিয়া চলতি হিসাব বা দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধন করিতে পারিবেন অথবা সমন্বয় সাধন করিবার নির্দেশ দিতে পারিবেন] ৷]
 
126[ (২ক) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর অধীন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত 127[ সিদ্ধান্তের] ফলে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি, উক্ত 128[ সিদ্ধান্তের] বিরুদ্ধে 129[ সিদ্ধান্ত] প্রদানের তারিখ হইতে পনের কার্যদিবসের মধ্যে, উক্ত কর্মকর্তা ঊর্ধ্বতন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট লিখিত আপত্তি দাখিল করিতে পারিবেন।]
 
(২খ) উপ-ধারা (২ক) এর অধীন কোন লিখিত আপত্তি দাখিল করা হইলে, উক্ত কর্মকর্তা লিখিত আপত্তি দাখিলের তারিখ হইতে 130[ 131[ ত্রিশ] কার্যদিবসের] মধ্যে আপত্তি দাখিলকারী ব্যক্তিকে শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদানপূর্বক, উহা নিষ্পত্তি করিবেন 132[ ***]৷
 
(৩) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি যিনি মূল্য সংযোজন কর আরোপযোগ্য নহে এমন পণ্যও সরবরাহ করেন বা এমন সেবাও প্রদান করেন তিনি মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য প্রস্তুতে বা উৎপাদনে বা প্রদত্ত সেবায় মোট উপকরণের যে পরিমাণ ব্যবহৃত হইয়াছে সেই পরিমাণের অনুপাতে উৎপাদ করের বিপরীতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন৷
 
133[ (৪) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন কর পরিশোধিত উপকরণ উৎপাদনস্থল, সেবা প্রদান বা ব্যবসায়স্থল সংরক্ষণকালে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইলে উক্ত ধ্বংস প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের উপকরণ কর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তিযোগ্য হইবে।]
উৎপাদ কর প্রদান পরবর্তীকালে হিসাবে সংশোধন
১০৷ যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কোন করযোগ্য পণ্য সরবরাহ বাবদ চালানপত্র প্রদানের পর পণ্যের বিক্রয় বাতিল করা হয় এবং পণ্য ফেরত গ্রহণ করা হয়, সে ক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত ফেরত গৃহীত পণ্য সরবরাহের উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক চলতি হিসাব ও পরবর্তী দাখিল পত্রের মাধ্যমে তৎকর্তৃক প্রদেয় উৎপাদ করের বিপরীতে সমন্বয় করিতে পারিবেন৷
উদ্বৃত্ত উপকরণ করের নিষ্পত্তি
১১৷ যে ক্ষেত্রে কোন কর মেয়াদে রেয়াতযোগ্য উপকরণ কর প্রদেয় উৎপাদ করের অতিরিক্ত হয়, সেক্ষেত্রে উক্ত উদ্বৃত্ত উপকরণ কর নিবন্ধিত ব্যক্তি কর্তৃক পরবর্তী কর মেয়াদের চলতি হিসাবে জের টানা হইবে এবং উহা শেষোক্ত কর মেয়াদে উপকরণ কর বলিয়া গণ্য হইবে৷
আইন প্রবর্তনের সময়ে মজুদ বাবদ উপকরণ কর রেয়াত
১২৷ কোন নিবন্ধিত ব্যক্তির নিকট এই আইন প্রবর্তনের তারিখে উক্ত তারিখের পূর্বে তৎকর্তৃক ক্রীত Excises and Salt Act, 1944 (I of 1944) এর অধীনে আব্‌গারী শুল্ক আরোপযোগ্য এবং Sales Tax Ordinance, 1982 (XVIII of 1982) এর অধীনে বিক্রয় কর আরোপযোগ্য উপকরণের অথবা এই আইন প্রবর্তনের পরবর্তী কোন সময়ে নূতনভাবে মূল্য সংযোজন করের আওতায় অন্তর্ভুক্ত কোন পণ্য প্রস্তুতে বা উত্পাদনে ব্যবহৃতব্য মূল্য সংযোজন কর প্রদত্ত উপকরণের মজুদ থাকিলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদনক্রমে বিধি দ্বারা নির্ধারিত কোন মেয়াদে ক্রীত উক্তরূপ উপকরণ বাবদ বিধিতে উল্লিখিত হারে ও পদ্ধতিতে প্রদেয় উত্পাদ করের বিপরীতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন৷
রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উত্পাদনে ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত কর 134[প্রত্যর্পণ]
১৩৷ (১) 135[Customs Act, 1969 (IV of 1969) এর Chapter VI এর বিধানাবলীতে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীনে] যে কোন ব্যক্তি তত্কর্তৃক রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উত্পাদনে বা রপ্তানিকৃত সেবায় বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ উল্লেখিত খাদ্য বা অন্য কোন সামগ্রীতে ব্যবহৃত উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও কর ( 136[আগাম প্রদত্ত আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক] ব্যতীত) প্রত্যর্পণ হিসাবে পাওয়ার অধিকারী হইবেন 137[:
 
 
138[তবে শর্ত থাকে যে, কোন রপ্তানীকৃত বা রপ্তানীকৃত বলিয়া গণ্য পণ্য বা সেবা রপ্তানির তারিখের এবং যেক্ষেত্রে নিশ্চিত ও অপরিবর্তনীয় রপ্তানি ঋণপত্রের অথবা অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র অথবা স্থানীয় বা আন্তর্জাতিক দরপত্রের শর্তমোতাবেক আংশিক জাহাজীকরণের (Partial Shipment) ভিত্তিতে পণ্য রপ্তানি করা হয় সেক্ষেত্রে সর্বশেষ রপ্তানির তারিখের ছয় মাসের মধ্যে প্রত্যর্পণ (Drawback) দাবী করা না হইলে, এই ধারার অধীন প্রত্যর্পণ (Drawback) প্রদেয় হইবে না৷]
 
 
ব্যাখ্যা৷- এই উপ-ধারায়, “রপ্তানির তারিখ” বলিতে যে তারিখে রপ্তানিকৃত পণ্য বা সেবার মালিক Customs Act এর section 131 এর বিধান অনুযায়ী উক্ত পণ্য বা সেবা রপ্তানির বিল অব এক্সপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হস্তান্তর করেন সেই তারিখ বুঝাইবে৷]
 
 
139[(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রপ্তানিকৃত পণ্য প্রস্তুতে বা উত্পাদনে বা রপ্তানিকৃত সেবায় বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় ব্যবহৃত কোন নির্দিষ্ট উপকরণের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর এবং প্রযোজ্য ক্ষেত্রে, অন্যান্য শুল্ক বা কর প্রত্যর্পণের হার নির্ধারণ করিতে পারিবে৷
 
 
(২) কোন রপ্তানিকারক তত্কর্তৃক বাংলাদেশে সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয় উত্পাদ করের বিপরীতে তত্কর্তৃক রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য পণ্যে বা সেবায় বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ উল্লেখিত খাদ্য বা অন্য কোন সামগ্রীতে ব্যবহৃত উপকরণের উপর উপ-ধারা (১) মোতাবেক প্রত্যপর্ণযোগ্য যাবতীয় কর ও শুল্ক সমন্বয় করিতে পারিবেন৷
 
 
140[(৩) ‘‘মহাপরিচালক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর’’, সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, কোন রপ্তানিকারককে প্রকৃত রপ্তানির বিপরীতে চালানভিতিক বা,ক্ষেত্রমত, রপ্তানি পণ্যের উপকরণ-উৎপাদ সম্পর্ক(input-output co-efficient)এর ভিত্তিতে নির্ধারিত সমহার(flat rate) এ রপ্তানিকৃত পণ্যে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত পরিমাণ উপ-ধারা (১) এ উল্লিখিত শুল্ক ও করসমূহ প্রত্যর্পণের নির্দেশ প্রদান করিতে পরিবেন।]
 
 
141[(৪) বোর্ড, সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের জন্য স্থানীয়ভাবে উত্পাদিত কোন পণ্য বা সেবার উপর কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক পরিশোধিত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রত্যর্পণের নির্দেশ প্রদান করিতে পারিবে৷]
অব্যাহতি
১৪৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোন পণ্য বা পণ্য শ্রেণীর আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোন সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷
 
 
142[(১ক) বোর্ড, বিশেষ আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারষ্পরিক ভিত্তিতে (reciprocal basis) বাস্তবায়নের জন্য, যে কোন পণ্যের আমদানী, সরবরাহ গ্রহন বা সেবা গ্রহন-কে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷]
 
 
(২) বোর্ড, বিশেষ আদেশবলে প্রত্যেক ক্ষেত্রে কারণ উল্লেখপূর্বক, করযোগ্য যে কোন পণ্যের আমদানি বা সরবরাহ বা প্রদত্ত সেবাকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷
নিবন্ধন
১৫৷ (১) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা 143[ যে কোন পণ্য বা সেবার আমদানিকারক বা] রপ্তানিকারককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নিবন্ধিত হইতে হইবে৷
 
(২) যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে উক্তরূপ পণ্য সরবরাহ করেন বা সেবা প্রদান করেন বা আমদানি বা রপ্তানির ব্যবসায় পরিচালনা করেন তাহা হইলে তাহাকে প্রতিটি স্থানের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইতে হইবে 144[ :
 
145[ 146[ ***]
 
 
147[ তবে] শর্ত থাকে যে, যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে তাহার করযোগ্য পণ্যের উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান বা আমদানি বা রপ্তানি ব্যবসা পরিচালনা করেন এবং সকল হিসাব-নিকাশ একত্রে সংরক্ষণ করেন, তাহা হইলে তিনি, স্বেচ্ছায়, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হইতে পারিবেন।]]
 
(৩) নিবন্ধনের আবেদনপত্র সর্বতোভাবে যথাযথ বলিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি আবেদনকারীকে নিবন্ধিত করিবেন এবং তাহার ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিয়া তাহাকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন৷
 
148[ ***]
 
(৪) যদি নিবন্ধনযোগ্য কোন ব্যক্তি নিবন্ধনের জন্য আবেদনপত্র পেশ না করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যথাযথ অনুসন্ধানের পর সন্তুষ্ট হন যে উক্ত ব্যক্তির এই ধারার অধীন নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা রহিয়াছে, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে 149[ নিবন্ধিত করিয়া তাহাকে অবহিত করিবেন] এবং যেদিন হইতে উক্ত বাধ্যবাধকতার উদ্ভব হইয়াছে সেই দিন হইতেই উক্ত ব্যক্তি নিবন্ধিত বলিয়া গণ্য হইবেন৷
 
150[ (৫) উপ-ধারা (১) , (২), (৩) ও (৪) এ যাহা কিছুই থাকুক না কেন মূল্য সংযোজন কর ও আয়করের জন্য প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে একটি সমন্বিত (Unified) নিবন্ধন সংখ্যা প্রদান করা যাইবে। তবে শর্ত থাকে যে, বোর্ড, গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সমন্বিত নিবন্ধন সংখ্যা প্রদানের সময় ও পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। ]
নিবন্ধন হইতে অব্যাহতি
১৬৷ (১) সরকার, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, কোন ব্যক্তি বা ব্যক্তিশ্রেণীকে তাহার বা তাহাদের করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদান হইতে প্রাপ্য বা প্রাপ্ত বার্ষিক টার্ণওভার এর ভিত্তিতে ধারা ১৫ এর অধীনে নিবন্ধনের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি দিতে পারিবে:
 
 
তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন অব্যাহতি শুধু এমন ব্যক্তি বা ব্যক্তিশ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে যাহার বা যাহাদের উক্তরূপ প্রাপ্য বা প্রাপ্ত বার্ষিক টার্ণওভার এর পরিমাণ সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, নির্ধারিত অংকের অধিক না হয়৷
 
 
 
 
(২) বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, যে কোন শ্রেণীর আমদানিকারক বা রপ্তানিকারককে নিবন্ধনের আবশ্যকতা হইতে অব্যাহতি দিতে পারিবে৷
স্বেচ্ছা নিবন্ধন
১৭৷ 151[(১)] ধারা ১৬ অনুযায়ী নিবন্ধন হইতে অব্যাহতিপ্রাপ্ত যে কোন ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী হিসাবে স্বেচ্ছায় নিবন্ধনের জন্য বিধি দ্বারা নির্ধারিত 152[ফরমে] ও পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন এবং উক্ত আবেদনপত্র সর্বতোভাবে যথাযথ বলিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি আবেদনকারীকে নিবন্ধিত করিবেন এবং তাহার ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিয়া তাহাকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন৷
 
 
 
 
153[(২) এই আইনে ভিন্নরূপ যাহা কিছু থাকুক না কেন, বাংলাদেশে প্রস্তুতকৃত, উত্পাদিত বা আমদানিকৃত কোন পণ্যের বিক্রেতা, হস্তান্তরকারী বা ইজারা প্রদানকারী অথবা, দ্বিতীয় তফসিলে বর্ণিত 154[***] সেবা প্রদানকারী কোন ব্যক্তি যিনি ধারা ১৫ ও উপ-ধারা (১) এর আওতা-বহির্ভূত তিনি ইচ্ছা করিলে করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী হিসাবে স্বেচ্ছায় নিবন্ধনের জন্য বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিতে পারিবেন এবং উক্ত আবেদনপত্র সর্বতোভাবে যথাযথ বলিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হইলে তিনি আবেদনকারীকে নিবন্ধিত করিবেন এবং তাহার ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিয়া তাহাকে একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন; এবং এইরূপ নিবন্ধিত ব্যক্তি এই আইনের অধীন করদাতা হিসাবে বিবেচিত হইবেন এবং এই আইনের অধীন কর নিরূপণ ও পরিশোধ সম্পর্কিত সংশ্লিষ্ট সকল বিধান তাঁহার ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷]
নিবন্ধন সংক্রান্ত তথ্যের পরিবর্তন
১৮৷ নিবন্ধনের আবেদনপত্রে উল্লিখিত নাম, ঠিকানা বা অন্য কোন তথ্যের 155[পরিবর্তন করার ইচ্ছা করিলে নিবন্ধিত ব্যক্তি উক্ত পরিবর্তনের তারিখের অন্যুন চৌদ্দ দিন পূর্বে] সংশ্লিষ্ট কর্মকর্তাকে উহা অবহিত করিবেন৷
নিবন্ধন বাতিলকরণ
১৯৷ (১) কোন নিবন্ধিত 156[ অথবা তালিকাভূক্ত] ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা করযোগ্য পণ্য আমদানি বা যে কোন পণ্য বা সেবা রপ্তানির ব্যবসায় কার্য পরিচালনা হইতে বিরত হইলে তিনি উক্তরূপ বিরত হওয়ার চৌদ্দ দিনের মধ্যে তত্সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যদি সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক সম্পর্কিত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব নাই তাহা হইলে তিনি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তত্কর্তৃক নিধার্য তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন 157[অথবা তালিকাভূক্তি সংখ্যা] বাতিল করিবেন 158[:
 
 
তবে শর্ত থাকে যে, ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শর্তাংশের আলোকে বোর্ডে নির্দেশ মোতাবেক বিভাগীয় কর্মকর্তা কর্তৃক নিবন্ধন প্রদান করা হইলে উক্তরূপ নিবন্ধান বাতিলের পূর্বে সংশ্লিষ্ট কমিশনার এতদ্সংক্রান্ত সকল তথ্য উল্লেখপূর্বক নিবন্ধন বাতিলের সুপারিশসহ একটি প্রতিবেদন বোর্ডে প্রেরণ করিবেন এবং বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শুনানী গ্রহণপূর্বক নিবন্ধন প্রদান সংক্রান্ত তদ্‌কর্তৃক প্রদত্ত আদেশ বাতিলের সিদ্ধান্ত প্রদান করিলে উক্তরূপ সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তা নিবন্ধন বাতিলের কার্যক্রম গ্রহণ করিবেন।]
 
159[(১ক) সংশ্লিষ্ট কর্মকর্তা যদি তদন্তপূর্বক এই মর্মে নিশ্চিত হন যে, নিবন্ধিত 160[অথবা তালিকাভূক্ত] ব্যক্তি অসত্য তথ্য সরবরাহ করিয়া 161[নিবন্ধন অথবা তালিকাভুক্তি সংখ্যা গ্রহণ করিয়াছেন অথবা ধারা ৩৭ এর উপ-ধারা (৪) এর দফা (ক) অনুসারে নিন্ধন বাতিল করা হইয়াছে] , তাহা হইলে তিনি সংশ্লিষ্ট নিবন্ধিত 162[অথবা তালিকাভূক্ত] ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিয়া উক্ত ব্যক্তির মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সম্পর্কীত কোন অনিষ্পন্ন দায়-দায়িত্ব, যদি থাকে, তাহা নিষ্পত্তি পূর্বক উক্ত ব্যক্তির নিবন্ধন বাতিল করিতে পারিবেন৷]
 
 
(২) যদি কোন নিবন্ধিত ব্যক্তির বার্ষিক টার্ণওভার ধারা ১৬ এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণের কম হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির আর ধারা ১৫ এর অধীন নিবন্ধিত থাকার বাধ্যবাধকতা নাই তাহা হইলে উক্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তত্কর্তৃক নিধার্য তারিখে তাহার নিবন্ধন বাতিল করিবেন৷
 
 
163[(৩) যদি কোন ব্যক্তির নিবন্ধন বাতিল হয় এবং নিবন্ধন বাতিলের তারিখ হইতে কোন কর বা শুল্ক রেয়াত বা চলতি হিসেবে অন্য কোন জের পাওনা থাকে, তাহা হইলে উক্ত রেয়াত বা জের, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ফেরত্ পাওয়ার অধিকারী হইবে, তবে এইক্ষেত্রে ধারা ৬৭ এর উপ-ধারা (১) এর শর্তাংশে বিধৃত ছয় মাসের মধ্যে ফেরত্ প্রদানের দাবী উত্থাপনের শর্ত প্রযোজ্য হইবে না৷]
 
164[(৪) এই ধারার অধীন কোন নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত ব্যক্তির নিকট কোন বকেয়া পাওনা রহিয়াছে তাহা হইলে উক্ত ব্যক্তির নিকট প্রাপ্য বকেয়া ও যাবতীয় পাওনাদি এমনভাবে আদায় করা হইবে যেন তিনি এই আইনের অধীনে একজন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি]
165[নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত] টেন্ডারে অংশগ্রহণে বিধি-নিষেধ, ইত্যাদি
166[১৯ক। 167[নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত] নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তি কোন টেন্ডারে অংশগ্রহণ করিতে পারিবেন না বা তাহার অনুকূলে কোন কার্যাদেশ প্রদান করা যাইবে না।]
মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের নিয়োগ
168[ ২০৷169[(১)] বোর্ড, এই আইন ও বিধি কার্যকর করিবার উদ্দেশ্যে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত যে কোন এলাকার জন্য যে কোন ব্যক্তিকে-
 
 
 
170[(ক) সদস্য, মূল্য সংযোজন কর;]
 
171[(কক) চীফ কমিশনার, মূল্য সংযোজন কর ;
 
(ককক) কমিশনার, মূল্য সংযোজন কর; . ]
 
 
(খ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর;
 
 
(গ) কমিশনার, বৃহত্ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর;
 
 
172[(গগ) মহা-পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল;]
 
 
(ঘ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর;
 
 
(ঙ) মহাপরিচালক, শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, মূল্য সংযোজন কর;
 
 
173[(চ) অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর;
 
 
(ছ) যুগ্ম-কমিশনার, যুগ্ম-পরিচালক (সিআইসি) বা পরিচালক, মূল্য সংযোজন কর;]
 
 
(জ) উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন কর;
 
 
(ঝ) সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর;
 
 
(ঞ) 174[রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর;
 
 
(ট) 175[সহকারী রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর; বা
 
 
(ঠ) অন্য যে কোন পদবীর মূল্য সংযোজন কর কর্মকর্তা,নিয়োগ করিতে পারিবে৷]
 
176[(২) উপ-ধারা (১) এর অধীনে নিয়োগকৃত মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ হিসাবে অভিহিত হইবে।]
ক্ষমতা
২১৷ (১) ধারা ২০ এর অধীন নিযুক্ত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এই আইনের দ্বারা বা অধীনে তাহাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং তাহার উপর অর্পিত কর্তব্য পালন করিবেন; এবং তিনি তাহার অধস্তন যে কোন কর্মকর্তাকে প্রদত্ত বা তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদন করিতে পারিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, এই আইনের বা তদধীনে প্রণীত বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা উক্ত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের উপর উহা যেরূপ উপযুক্ত বিবেচনা করে, সেইরূপ পরিসীমা নির্ধারণ ও শর্ত আরোপ করিতে পারিবে৷
 
 
(২) মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও টার্ণওভার করের পরিমাণ নির্ধারণ ও উহা আদায়সহ তত্সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করিবেন৷
ক্ষমতা অর্পণ
২২। 177[ 178[ (১) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত পরিসীমা ও শর্তাবলি, যদি থাকে, সাপেক্ষে, নাম বা পদবি উল্লেখপূর্বক-
 
(ক) যে কোন কমিশনার বা মহাপরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন চীফ কমিশনার, মূল্য সংযোজন কর,
 
(খ) যে কোন অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন কমিশনার, কমিশনার (আপীল) বা মহাপরিচালক, মূল্য সংযোজন কর,
 
(গ) যে কোন যুগ্ম-কমিশনার বা যুগ্ম পরিচালক (সিআইসি) বা পরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর, বা কমিশনার, কমিশনার (আপীল) বা মহাপরিচালক, মূল্য সংযোজন কর,
 
(ঘ) যে কোন উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন যুগ্ম-কমিশনার, যুগ্ম পরিচালক (সিআইসি) বা পরিচালক, মূল্য সংযোজন কর, বা অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত মহাপরিচালক বা পরিচালক (সিআইসি), মূল্য সংযোজন কর,
 
 
(ঙ) যে কোন সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন করকে এই আইন বা বিধির অধীন উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন কর,
 
(চ) অন্য যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে এই আইন বা বিধির অধীন সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর, এর যে কোন ক্ষমতা প্রয়োগের অধিকার অর্পণ করিতে পারিবে।]
 
(২) কোন ক্ষেত্রে বোর্ড ভিন্নতর নির্দেশ না দিলে, কমিশনার বা মহাপরিচালক তাহার অধস্তন যে কোন কর্মকর্তাকে, তাহার অধিক্ষেত্রের সর্বত্র বা কোন নির্দিষ্ট এলাকায়, এই আইন বা বিধির অধীন কমিশনারের বা মহাপরিচালকের বা এই আইনের অধীন অন্য যে কোন কর্মকর্তার যে কোন ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব দান করিতে পারিবেন৷]
মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের দায়িত্ব অন্য কর্মকর্তাগণের উপর ন্যস্তকরণ
২৩৷ বোর্ড সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, শর্ত সাপেক্ষে বা বিনা শর্তে, এই আইনের অধীন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার যে কোন দায়িত্ব অন্য কোন সরকারী কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবে৷
মূল্য সংযোজন কর কর্মকর্তাকে সহায়তা প্রদান
179[ ২৪৷ 180[ (১) মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ এই আইনের অধীন তাহাদের দায়িত্ব পালনের জন্য নিমণবর্ণিত কর্তৃপক্ষ, কর্মকর্তা বা সদস্যের সহায়তা যাচনা করিতে পারিবে এবং উহারা উক্তরূপ সহায়তা প্রদানে বাধ্য থাকিবে, যথা:-
 
(ক) বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসার বাহিনীর যে কোনো সদস্য;
 
(খ) মূল্য সংযোজন কর, আবগারী শুল্ক, আয়কর ও মাদক দ্রব্য সংক্রামত্ম কর্মকান্ড পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সকল কর্মকর্তা;
 
(গ) গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন বা অনুরূপ সেবা প্রদানকারী সংস্থার সকল কর্মকর্তা;
 
(ঘ) সকল ব্যাংক 181[ , নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, অডিট এন্ড একাউন্টিং ফার্ম এবং ক্রেডিট রেটিং এজেন্সি এর] কর্মকর্তা;
 
(ঙ) ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ; এবং
 
(চ) অন্য যে কোনো সরকারী কর্মকর্তা।]
 
182[ (২) 183[ সহকারী কমিশনার বা সহকারী পরিচালক] পদমর্যাদার নিম্নে নহেন এমন মূল্য সংযোজন কর কর্মকর্তা, তাঁকে সহায়তা বা সহায়তা করার উদ্দেশ্যে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তাকে যে কোন ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব, ব্যাংক একাউন্টের হিসাব বিবরণী, দলিলাদিসহ অন্য যে কোন তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তা চাহিদাকৃত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।]]
মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক সহায়তা প্রদান
184[২৪ক৷ The Customs Act, 1969 (IV of 1969), Gift Tax Act, 1963 (XIV of 1963) কিংবা দান কর আইন, ১৯৯০ (১৯৯০ সনের ২২ নং আইন), Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর 185[উদ্দেশ্য] পূরণকল্পে মূল্য সংযোজন কর সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যাদি উক্ত আইন প্রয়োগ ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ সরবরাহ করিবেন৷]
সমন প্রেরণের ক্ষমতা
২৫৷ (১) পদমর্যাদায় 186[রাজস্ব কর্মকর্তার] নিম্ন নহেন এমন এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা তত্কর্তৃক এই আইনের উদ্দেশ্যে পরিচালিত যে কোন তদন্তে যে ব্যক্তির উপস্থিতি প্রয়োজন আছে বলিয়া বিবেচনা করেন, সাক্ষ্য দেওয়া বা কোন দলিলপত্র বা অন্য কোন বস্তু দাখিল করার জন্য সেই ব্যক্তির উপর, লিখিতভাবে সমন জারীর কারণ উল্লেখসহ, সমন জারী করিতে পারিবেন৷
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন সমনকৃত যে কোন ব্যক্তি কর্মকর্তার নির্দেশ মোতাবেক সশরীরে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হইতে বাধ্য থাকিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এর Sections 132 ও 133 এর অধীনে কোন আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া হইতে অব্যাহতিপ্রাপ্ত কোন ব্যক্তিকে সশরীরে হাজির হওয়ার জন্য তলব করা যাইবে না৷
 
 
(৩) কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক পরিচালিত যে কোন তদন্ত Penal Code, (Act XLV of 1860) এর Sections 193 ও 228 এর অধীন বিচার বিভাগীয় কার্যধারা বলিয়া গণ্য হইবে৷
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণের ঘরবাড়ীতে প্রবেশ, মজুদ পণ্য পরিদর্শন এবং হিসাব ও নথিপত্র পরীক্ষা করার অধিকার
187[২৬৷ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, 188[সহকারী কমিশনার বা সহকারী পরিচালক] পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত-
 
 
(ক) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানের স্থল বা ব্যবসায়স্থল বা সংশ্লিষ্ট অন্য কোন ঘরবাড়ী বা অঙ্গনে প্রবেশের অধিকার থাকিবে;
 
 
(খ) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদন প্রক্রিয়া, মজুদ পণ্য, সেবা ও উপকরণ পরিদর্শন ও তদসংক্রান্ত হিসাব পরীক্ষা করিতে পারিবেন; এবং
 
 
(গ) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা যে কোন সময় নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির মূল্য সংযোজন কর সংক্রান্ত পুস্তক, নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদিসহ ব্যবসা সংক্রান্ত সকল দলিলাদি পরীক্ষা করিতে, উহা দাখিল করিবার নির্দেশ প্রদান করিতে বা 189[উক্ত দলিলাদি ও ক্ষেত্রমত, পণ্য আটক করিতে বা আটককৃত পণ্য হেফাজত বা সংরক্ষণের উদ্দেশ্যে উৎপাদনস্থল, সরবরাহস্থল বা ব্যবসায়স্থলে, 190[সহকারী কমিশনার বা সহকারী পরিচালক] পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর্মকর্তা, তালাবদ্ধ করিতে] আটক করিতে বা এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য কার্য করিতে পারিবেন৷
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত স্থান কাহারো আবাসস্থল হইলে উক্ত কর্মকর্তা, উক্ত আবাসস্থলের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারীকে যথাযথ নোটিশ প্রদান ব্যতিরেকে, উহাতে প্রবেশ করিতে পারিবেন না, তবে ধারা ৪৮ক এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে অনুরূপ নোটিশ প্রদানের প্রয়োজন হইবে না৷
 
 
(৩) এই আইনের অধীন কোন দায়িত্ব পালনের প্রয়োজনে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা উপ-ধারা (১) এ উল্লিখিত কোন স্থানে প্রবেশ করিলে উক্ত স্থানের স্বত্বাধিকারী, তত্ত্বাবধানকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত কর্মকর্তার চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য, দলিলাদি বা নমুনা সরবরাহসহ অন্যান্য সকল যুক্তিসঙ্গত সহায়তা প্রদান করিবেন৷
 
 
(৪) এই ধারার অধীন কোন তথ্য, দলিলাদি বা নমুনা প্রাপ্তির পর যদি দেখা যায় যে, সংশ্লিষ্ট নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কোন 191[কর] ফাঁকি দিয়াছেন বা কোন অনিয়ম করিয়াছেন তাহা হইলে তদসম্পর্কে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা192[ নির্ধারিত সময়ের জন্য, সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (freeze) করাসহ ] এই আইনের অধীন যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন৷
 
 
 
(৫) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর কার্যালয়ের 193[রাজস্ব কর্তকর্তা ]তাঁহার এখতিয়ারাধীন এলাকায় কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানস্থল বা ব্যবসায়স্থল পরিদর্শন এবং মজুদ পণ্য, সেবা, উপকরণ ও হিসাব পরীক্ষা করিতে পারিবেন৷
 
 
(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, টার্ণওভার করের আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য প্রতিষ্ঠান এবং কুটির শিল্পের সুবিধাপ্রাপ্ত বা সুবিধা দাবীকারী প্রতিষ্ঠানও নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবে৷]
করদাতার কর সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান
194[২৬ক। (১) যুগ্ম- কমিশনার বা যুগ্ম-পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা, এই আইনের অধীন প্রদেয় করের যথার্থতা নিরূপণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষা বা অনুসন্ধানের জন্য যে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে নির্বাচন করিতে পারিবেন।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনায় রাখিতে হইবে, যথা:
 
 
(ক) এই আইন বা সংশ্লিষ্ট অন্য কোন আইনের অধীন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির অতীত কার্যক্রম ;
 
 
(খ) নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক পরিচালিত পণের বিনিময়ে অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি বা ধরন ; এবং
 
 
(গ) এই আইনের অধীন প্রদেয় কর নিরূপন ও আদায় নিশ্চিতকরণকল্পে প্রাসঙ্গিক অন্য কোন বিষয়।
 
 
 
 
(৩) এই ধারার অধীন নিরীক্ষা বা অনুসন্ধান কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বোর্ড এই আইন এবং বিধির বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ রীতি ও পদ্ধতি নির্ধারণকল্পে প্রয়োজনীয় আদেশ বা নির্দেশনা জারী করিতে পারিবে এবং উক্তরূপে কোন আদেশ বা নির্দেশনা জারী করা হইলে উহা মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক অনুসৃত হইবে।
 
 
(৪) এই ধারার অধীন নিরীক্ষা বা অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য আদেশপ্রাপ্ত কর্মকর্তা উপ-ধারা (৩) এর অধীন জারিকৃত আদেশ বা নির্দেশনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বা অনুসন্ধান সম্পন্ন করিয়া আদেশদানকারী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিল করিবেন।
 
 
 
 
(৫) উপ-ধারা (৪) এ উল্লিখিত নিরীক্ষা প্রতিবেদন প্রাপ্তির পর নিরীক্ষিত কর মেয়াদে এই আইনের অধীন করদাতার প্রদেয় করের দায়-দায়িত্ব উদঘাটিত হইলে, যথাযথভাবে করদায়িতা নির্ধারণ, নির্ধারিত করদায়িতার মধ্যে অপরিশোধিত করের উপর প্রযোজ্য সুদসহ উক্ত অপরিশোধিত কর আদায়, নিরীক্ষা বা অনুসন্ধানে উদঘাটিত কর ফাঁকি সংক্রান্ত অপরাধ বা অন্যান্য অনিয়ম সম্পর্কে যথাযথ দন্ড আরোপের জন্য উহা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।
 
 
(৬) পুনঃ নিরীক্ষা ও পুনঃ অনুসন্ধান করিবার যুক্তিযুক্ত কারণ থাকিলে কোন ব্যক্তির কোন কর মেয়াদ সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষিত বা অনুসন্ধানকৃত হওয়া সত্ত্বেও, উক্ত করদাতার অন্য কোন কর মেয়াদ সংশ্লিষ্ট কার্যক্রম পুনঃনিরীক্ষা এবং পুনঃ অনুসন্ধান করার ক্ষেত্রে কোন বাধা থাকিবে না ।
 
 
(৭) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির মজুদ পণ্য পরিদর্শন ও হিসাব পরীক্ষা করিবার জন্য বোর্ড, আদেশ দ্বারা, যুক্তিসঙ্গত পারিশ্রমিক নির্ধারণ ও শর্তাদি স্থিরক্রমে কোন নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে।
 
 
(৮) উপ-ধারা (৭) এর অধীন নিয়োগপ্রাপ্ত নিরীক্ষক এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, একজন মূল্য সংযোজন কর কর্মকর্তা হিসাবে গণ্য হইবেন।
 
 
(৯) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য প্রতিষ্ঠান এবং কুটির শিল্পের সুবিধাপ্রাপ্ত বা সুবিধা দাবীকারী প্রতিষ্ঠানও এই আইনের অধীন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবে।]
তত্ত্বাবধানাধীন সরবরাহ (Supervised Supply), পর্যবেক্ষণ ও নজরদারী সংক্রান্ত বিধান
২৬খ৷ (১) এই আইনের ধারা ৬ এর উপ-ধারা (৪ক) এর উদ্দেশ্য পূরণকল্পে কমিশনার কোন নিবন্ধিত ব্যক্তির উত্পাদনস্থল, সরবরাহস্থল, সেবা প্রদানস্থল বা ব্যবসায়স্থল পর্যবেক্ষণ, নজরদারী ও তত্ত্বাবধানাধীন সরবরাহ নিশ্চিত করার জন্য এক বা একাধিক মূল্য সংযোজন কর কর্মকর্তা নিয়োগ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবেন৷
 
(২) কমিশনারের যদি বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকে যে, কোন করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারী পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্য পণ ও করের হিসাব সঠিকভাবে মূল্য সংযোজন কর সংক্রান্ত পুস্তক ও বাণিজ্যিক দলিলাদিতে উল্লেখ বা দাখিলপত্রে ঘোষণা প্রদান করেন না, অথবা পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে চালানপত্র ইস্যু করেন না বা চালানপত্র ইস্যু করিলেও আইনানুগভাবে ইস্যু করেন না অথবা কর প্রদানের দায়-দায়িত্ব পরিহারের উদ্দেশ্যে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষকে করযোগ্য পণ্য ও সেবার লেনদেন বা বিক্রয় সংক্রান্ত তথ্য প্রদান করেন না অথবা অসত্য তথ্য প্রদান করেন, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তির প্রকৃত করের দায়-দায়িত্ব নিরূপণের লক্ষ্যে, তিনি যেই সময় পর্যন্ত যুক্তিযুক্ত মনে করেন সেই সময় পর্যন্ত উক্ত ব্যক্তির পণ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে এক বা একাধিক মূল্য সংযোজন কর কর্মকর্তা নিয়োগ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিতে পারিবেন৷
 
(৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা উল্লিখিত করদাতার পণ্য সরবরাহ অথবা সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ, নজরদারী ও তত্ত্বাবধান করিতে পারিবেন এবং এইরূপ পর্যবেক্ষণ বা নজরদারী বা তত্ত্বাবধানের মাধ্যমে প্রাপ্ত করযোগ্য পণ্য বা সেবার লেনদেন বা বিক্রয় বা প্রযোজ্য কর সংক্রান্ত তথ্য কমিশনারের নিকট উপস্থাপন করিবেন, যাহার ভিত্তিতে কমিশনার উক্ত করদাতার সংশ্লিষ্ট করমেয়াদ বা অন্য যে কোন করমেয়াদের কর নির্ধারণ করিতে পারিবেন৷
 
(৪) যদি কমিশনারের বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, কোন করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারী ধারা ৩২ অনুযায়ী চালানপত্র প্রদান করেন না বা অসত্য চালানপত্র প্রদান করেন অথবা ধারা ৩১ মোতাবেক রক্ষিত হিসাবপত্রে বা ধারা ৩৫ এর অধীনে প্রদত্ত কোন কর মেয়াদের দাখিলপত্রে বিক্রয় মূল্য বা সর্বমোট প্রাপ্তি সঠিকভাবে প্রদর্শন করেন না, সেই ক্ষেত্রে তিনি উক্ত করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারীর সহিত তুলনীয় অভিন্ন অবস্থান, পরিবেশ ও পরিস্থিতিসম্পন্ন অনুরূপ করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারীর বিক্রয় মূল্য বা সর্বমোট প্রাপ্তি বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি বিবেচনাপূর্বক প্রথম লব্ধ ধারণার ভিত্তিতে বিবেচ্য করযোগ্য পণ্যের সরবরাহকারী বা সেবা প্রদানকারীর জন্য প্রতি করমেয়াদে ন্যুনতম বিক্রয়ের পরিমাণ, মূল্য সংযোজনের পরিমাণ, প্রদেয় করের ভিত্তিমূল্য বা প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন৷
 
(৫) 195[ উপ-ধারা (৩) ও (৪) এর অধীন কর নির্ধারণের] ক্ষেত্রে করদাতার অনুকূলে শুনানীর সুযোগদান সংক্রান্ত আইনের অন্যান্য বিধানাবলী অনুসরণ করিতে হইবে৷]
বাজেয়াপ্তযোগ্য পণ্য আটক
২৭৷ (১) 196[197[সহকারী কমিশনার বা সহকারী পরিচালক] এর পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ মূল্য সংযোজন কর কর্মকর্তার] নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বাজেয়াপ্তযোগ্য যে কোন পণ্য আটক করিতে পারিবেন এবং যে ক্ষেত্রে উক্ত পণ্য আটক করা সম্ভব নহে, সে ক্ষেত্রে তিনি উক্ত পণ্যের মালিক বা উক্ত পণ্য যে ব্যক্তির দখলে বা তত্ত্বাবধানে রহিয়াছে সে ব্যক্তিকে উক্ত কর্মকর্তার প্রাক-অনুমতি ব্যতীত উক্ত পণ্য অপসারণ, হস্তান্তর বা প্রকারান্তরে বিলিবন্দেজ না করার নির্দেশ দান করিতে পারিবেন 198[:
 
 
199[তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন কোন নিবন্ধিত ব্যক্তির পণ্য আটক করা হইলে,উক্ত পণ্যের ন্যায়-নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায় (Pending adjudication), বিধিতে উল্লিখিত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও শর্তাধীনে আটককৃত পণ্য উক্ত নিবন্ধিত ব্যক্তি বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুকূলে অন্তর্বর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন৷]]
 
 
(২) উপ-ধারা (১) এর অধীনে আটককৃত পণ্যের প্রস্তাবিত বাজেয়াপ্তকরণের কারণ উল্লেখ করিয়া পণ্য আটককরণের তারিখ হইতে দুই মাসের মধ্যে পণ্যের মালিকের উপর কারণ দর্শাও নোটিশ জারী করিতে হইবে এবং তাহাকে আনীত অভিযোগের বিরুদ্ধে লিখিত জবাব দাখিল করার সুযোগ এবং যদি তিনি ইচ্ছা প্রকাশ করেন তাহা হইলে ব্যক্তিগতভাবে বা তাহার মনোনীত কৌসুলীর মাধ্যমে শুনানীর সুযোগ প্রদান করিতে হইবে:
 
 
তবে শর্ত থাকে যে, কালেক্টর, কারণ লিপিবদ্ধ করিয়া, উপরি-উক্ত দুই মাস মেয়াদ অনধিক দুই মাসের জন্য বর্ধিত করিতে পারিবেন:
 
 
আরও শর্ত থাকে যে,যেক্ষেত্রে পণ্যের মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধ স্বীকারোক্তিমূলক লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পণ্য বাজেয়াপ্তির বা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয় এবং উক্ত মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি কারণ দর্শাও নোটিশ ব্যতিরেকে প্রদত্ত উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করার অধিকার ক্ষুন্ন না করিয়া, আদেশটি পালন করিতে লিখিতভাবে সম্মতি জ্ঞাপন করেন, সেক্ষেত্রে উক্ত আদেশের প্রতি এই উপ-ধারার বিধান প্রযোজ্য হইবে না৷
 
 
(৩) যেক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন আটককৃত কোন পণ্যের মালিকের উপর পণ্য আটকের দুই মাসের মধ্যে অথবা, ক্ষেত্রমত, কালেক্টর কর্তৃক বর্ধিত সময়ের মধ্যে উপ-ধারা (২) অনুযায়ী কারণ দর্শাও নোটিশ জারী করা না হয় সেক্ষেত্রে উক্ত পণ্য যে ব্যক্তির দখল হইতে আটক করা হইয়াছিল সেই ব্যক্তিকে ফেরত দিতে হইবে৷
আটককৃত পণ্যের ব্যবস্থাপনা
২৮৷ ধারা ২৭ এর অধীন আটককৃত যাবতীয় পণ্যের সংরক্ষণ, নিষ্পত্তি বা প্রকারান্তরে ব্যবস্থাপনার ক্ষেত্রে Customs Act এর Section 169 এর বিধানাবলী, প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে, প্রযোজ্য হইবে৷
পণ্য বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলিবন্দেজ
২৯৷ এই আইনের অধীন কোন পণ্য, বাজেয়াপ্তকৃত পণ্য ব্যতীত, বিক্রয় এবং উহার বিক্রয়লব্ধ অর্থের বিলিবন্দেজ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে Customs Act এর Section 201 এর বিধান, প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে, প্রযোজ্য হইবে৷
বাজেয়াপ্তকৃত পণ্যের ব্যবস্থাপনা
৩০৷ সরকারের অনুকূলে নিরংকুশভাবে বাজেয়াপ্তকৃত পণ্য বোর্ড, বিধি সাপেক্ষে, যেভাবে চাহিবে সেভাবে ব্যবস্থাপনা করিতে পারিবে৷
হিসাব রক্ষণ
(১)৩১৷ প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে, কোন নির্দিষ্ট করমেয়াদে, তাহার করদায়িতা নিরূপণের সুবিধার্থে তত্কর্তৃক বা তাহার পক্ষে তাহার কোন এজেন্ট কর্তৃক ক্রীত বা সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবা সম্পর্কিত নিম্নলিখিত 200[পুস্তক ও নথিপত্র] বিধি দ্বারা নির্ধারিত 201[ফরম] ও পদ্ধতিতে সংরক্ষণ করিতে হইবে এবং তাহার ব্যবসায় স্থলে মজুদ রাখিতে হইবে:-
 
 
(ক) করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা ক্রয়ের বিবরণী এবং তত্সংশ্লিষ্ট চালানপত্র;
 
 
(খ) করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বা উক্ত পণ্য বা সেবা রপ্তানির বিবরণী এবং তত্সংশ্লিষ্ট চালানপত্র;
 
 
(গ) চলতি হিসাব;
 
 
(ঘ) মূল্য সংযোজন কর প্রদানের উদ্দেশ্যে চালানের মাধ্যমে ট্রেজারীতে বা এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোন ব্যাংকে জমাকৃত অর্থের হিসাব বিবরণী;
 
 
(ঙ) উপকরণ ও প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের মজুদের বিবরণী; এবং
 
 
202[(ঙঙ) করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত পণ্য অথবা সেবা প্রদান সংক্রান্ত বাণিজ্যিক দলিলাদি;]
 
 
(চ) বিধি দ্বারা নির্ধারিত হইতে পারে এমন 203[পুস্তক ও নথিপত্র]:
 
 
204[তবে শর্ত থাকে যে, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিবন্ধিত কোন ব্যক্তি কোন পদ্ধতিতে এবং কি ধরনের পুস্তক ও নথিপত্র সংরক্ষণ করিবেন উহা নির্ধারণ করিতে পারিবে৷]
 
205[(২) কোন নিবন্ধিত ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত হিসাব পুস্তকের অতিরিক্ত বাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষিত সকল বাণিজ্যিক দলিল বা হিসাব পুস্তকের নাম ও বিবরণ (ফরমেটসহ) সংক্রান্ত ঘোষণা সংশ্লিষ্ট স্থানীয় মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট দাখিল করিবেন।]
কর চালানপত্র
৩২৷ প্রত্যেক নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান বা পণ্য বা সেবা রপ্তানি বা করযোগ্য আমদানিকৃত পণ্য বিক্রয়কালে বিধি দ্বারা 206[নির্ধারিত পদ্ধতি ও ফরমে অথবা বোর্ড কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এতদুদ্দেশ্যে অনুমোদিত অন্য কোন 207[পদ্ধতিতে ও] ফরমে] একটি সংখ্যানুক্রমিক চালানপত্র প্রদান করিবেন:
 
 
তবে শর্ত থাকে যে,
 
 
(ক) করযোগ্য পণ্যের প্রতিটি সরবরাহ বা করযোগ্য আমদানিকৃত পণ্যের প্রতিটি বিক্রয় বা করযোগ্য সেবা প্রদান বা পণ্য বা সেবা রপ্তানির প্রতিটি ক্ষেত্রে একাধিক চালানপত্র প্রদান করা যাইবে না;
 
 
(খ) যে ক্ষেত্রে কোন ব্যক্তি মূল কর চালানপত্র হারাইয়াছে বলিয়া দাবী করেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্য সরবরাহকারী বা সেবা প্রদানকারী উক্ত ব্যক্তিকে স্পষ্টভাবে “অনুলিপি মাত্র” চিহ্ন সম্বলিত একটি অনুলিপি প্রদান করিতে পারিবেন৷
নথিপত্র সংরক্ষণের মেয়াদ
208[ ৩৩৷209[(১)] যে নিবন্ধিত ব্যক্তির ধারা ৩১ এর অধীন কোন নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা রহিয়াছে, তাহাকে উক্ত নথিপত্র যে করমেয়াদ সম্পর্কিত সেই করমেয়াদ সমাপ্তির পরবর্তী অন্যুন 210[৬(ছয়)] বছর উহা বাংলাদেশে সংরক্ষণ করিতে হইবে; তবে, নিবন্ধিত ব্যক্তির বিরুদ্ধে 211[এই আইনের অধীন উদ্ভূত কোন বিরোধ বা তদন্ত বা মামলা অনিষ্পন্ন থাকিলে, উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিরোধ বা তদন্ত বা] মামলা সংশ্লিষ্ট কর মেয়াদের নথিপত্র সংরক্ষণ করিতে হইবে৷]
 
212[(২) উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারীকে বিধিতে উল্লিখিত দলিলাদি অন্যূন ৬(ছয়) বছর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে৷]]
নথিপত্র ইত্যাদি পেশকরণ
৩৪৷ যে কোন সময় কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এতদুদ্দেশ্যে নির্দেশ দান করিলে কোন নিবন্ধিত ব্যক্তি তাহার অধিকার বা নিয়ন্ত্রণাধীন 213[নথিপত্র, বাণিজ্যিক দলিলাদি, ইত্যাদি] নথিপত্র উক্ত কর্মকর্তার নিকট পেশ করিতে বাধ্য থাকিবেন৷
মূল্য সংযোজন কর সংক্রান্ত দলিলপত্রের প্রত্যায়িত প্রতিলিপি প্রদান
214[৩৪ক৷ পদমর্যাদায় সহকারী কমিশনার, মূল্য সংযোজন কর এর নিম্নে নহেন এমন কোনো মূল্য সংযোজন কর কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, আবেদনকারী ব্যক্তি কোন প্রতারণা করেন নাই অথবা তাহার কোনো প্রতারণা করিবার অভিপ্রায় নাই এবং মূল্য সংযোজন কর সংক্রান্ত কাঙ্খিত দলিলপত্র আবেদনে বর্ণিত উদ্দেশ্যের সহিত সংশ্লিষ্ট, তাহা হইলে উক্ত কর্মকর্তা, কোন ব্যক্তির আবেদনক্রমে, বোর্ড কর্তৃক, সময় সময়, আদেশ দ্বারা নির্ধারিত হারে ফিস গ্রহণ করিয়া উক্ত দলিলপত্রের প্রত্যায়িত প্রতিলিপি সরবরাহ করিতে পারিবেন৷]
দাখিলপত্র পেশকরণ
৩৫৷ প্রত্যেক করযোগ্য পণ্য 215[প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী] বা করযোগ্য সেবা প্রদানকারী বিধি দ্বারা নির্ধারিত 216[ফরম] ও পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত তারিখের মধ্যে প্রতিটি করমেয়াদের জন্য এই আইনের অধীনে তাহার সকল করদায়িতার বিবরণ সম্বলিত দাখিলপত্র পেশ করিবেন৷
দাখিলপত্রের পরীক্ষা
৩৬৷ (১) সংশ্লিষ্ট কর্মকর্তা কোন ব্যক্তি কর্তৃক ধারা ৩৫ এর অধীন পেশকৃত দাখিলপত্র বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যথাশীঘ্র সম্ভব পরীক্ষা করিবেন এবং পরীক্ষান্তে যদি প্রমাণিত হয় যে, উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিত 217[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] তত্কর্তৃক এই আইনের অধীন প্রদেয় 218[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] অপেক্ষা কম, তাহা হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা 219[প্রদেয় কর নির্ধারণ করিবেন এবং] উক্ত ব্যক্তিকে আদেশ দ্বারা, আদেশ প্রাপ্তির সাত দিনের মধ্যে-
 
 
(ক) পণ্য সরবরাহের ক্ষেত্রে, চলতি হিসাবে সমন্বয়ের মাধ্যমে; এবং
 
 
(খ) সেবা প্রদানের ক্ষেত্রে, তত্কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত পন্থায়, অপরিশোধিত পরিমাণ 220[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] পরিশোধ করার নির্দেশ দান করিবেন৷
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন পরীক্ষান্তে যদি প্রমাণিত হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি তত্কর্তৃক এই আইনের অধীন প্রদেয় 221[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] অপেক্ষা অধিক পরিমাণ 222[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] পরিশোধ করিয়াছেন, তাহা হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত ব্যক্তিকে, আদেশ দ্বারা, উক্ত অধিক পরিমাণ পরিশোধিত 223[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] তত্কর্তৃক পরবর্তী 224[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] মেয়াদে প্রদেয় 225[মূল্য সংযোজন করের বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের] বিপরীতে সমন্বয় সাধনের সুযোগ দান করিবেন৷
 
 
(৩) ধারা ৩৫ এর অধীন পেশকৃত দাখিলপত্র পরীক্ষাকালে যদি সংশ্লিষ্ট কর্মকর্তা কোন করযোগ্য পণ্যের যথাযথ উপকরণ-উত্পাদ সম্পর্ক নির্ধারণের প্রয়োজন আছে বলিয়া মনে করেন অথবা কোন সরবরাহকৃত করযোগ্য পণ্য বা প্রদত্ত করযোগ্য সেবা এবং উহা হইতে প্রাপ্ত অর্থের পরিমাণ কম দেখানো হইয়াছে বলিয়া মনে করেন তাহা হইলে তিনি উক্ত পণ্যের যথাযথ উপকরণ-উত্পাদ সম্পর্ক নির্ধারণ অথবা, ক্ষেত্রমত, উক্ত পণ্য বা সেবার পরিমাণ ও উহা হইতে প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সমীক্ষার ব্যবস্থা করিতে পারিবেন৷
 
 
(৪) যে ক্ষেত্রে কোন নিবন্ধিত ব্যক্তি ধারা ৩৫ এর অধীন দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হন অথবা উক্ত ধারার অধীন পেশকৃত দাখিলপত্রে কোন ভুল বা ভুল বলিয়া তাহার বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ রহিয়াছে এমন কোন তথ্য সরবরাহ করেন যাহার ফলে পরিশোধিত 226[মূল্য সংযোজন করের বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের] পরিমাণ কম হয়, বা রপ্তানির ক্ষেত্রে, যথাযথ পরিমাণের চেয়ে অধিক পরিমাণ অর্থ প্রত্যর্পণযোগ্য বলিয়া দাবী করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা এই আইন বা বিধির অধীন কোন দণ্ডের বিধান ক্ষুন্ন না করিয়া, উক্ত ব্যক্তিকে যুক্তিসংগত শুনানির সুযোগ দান করার পর, কোন মূল্য সংযোজন 227[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] কর্মকর্তা কর্তৃক সংগৃহীত তথ্যের বা উপ-ধারা (৩) এর অধীনে কৃত সমীক্ষার ভিত্তিতে প্রদেয় সঠিক মূল্য সংযোজন 228[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক] বা প্রত্যর্পণযোগ্য অর্থের পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন এবং উক্তরূপ নির্ধারিত কর প্রদান বা নির্ণীত প্রত্যর্পণ উক্ত ব্যক্তির জন্য বাধ্যতামূলক হইবে৷
 
229[(৫) যদি কোন নিবন্ধিত ব্যক্তি উপ-ধারা (১) এবং (৪) এর অধীন ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন বা ইচ্ছাকৃতভাবে ব্যবস্থা গ্রহণ করিতে নিজেকে বিরত রাখেন তাহা হইলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারা ৩৭ এর অধীন আইনগত কার্যধারা গ্রহণ করিতে পারিবেন।]
মুল্য সংযোজন কর সম্মাননাপত্র
230[৩৬ক। (১) পূর্ববর্তী অর্থ বৎসরের সকল দাখিলপত্র পেশকারী ব্যক্তি মূল্য সংযোজন কর সম্মাননাপত্র লাভের অধিকারী হইবেন;
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত ব্যক্তি সংশ্লিষ্ট অর্থ বৎসরের জন্য কমিশনার এর নিকট হইতে সরাসরি, বা প্রযোজ্য, ক্ষেত্রে অনলাইনে সম্মাননাপত্রের জন্য আবেদন করিতে পারিবেন;
 
 
 
 
(৩) বোর্ড, বিধি দ্বারা সম্মাননাপত্র প্রদানের পদ্ধতি, শর্ত ও উপযোগিতা নির্ধারণ করিতে পারিবে।]
অপরাধ ও দণ্ডসমূহ
231[৩৭ । (১) নিম্নে টেবিলে উল্লিখিত বিধানাবলী লংঘন বা উহাতে উল্লিখিত নির্দেশ অমান্যকরণ বা অন্যান্য কার্যাবলীর জন্য উহার বিপরীতে উল্লিখিত দন্ড আরোপনীয় হইবে, যথা:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
টেবিল

ক্রমিক নং

অপরাধের বর্ণনা

আরোপনীয় দন্ড

(১)

(২)

(৩)

১।

এই আইনের অধীন নিবন্ধনের জন্য আবেদন করার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও নিবন্ধনের জন্য আবেদন করিতে ব্যর্থ হওয়া

অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব বিশ হাজার টাকা।

২।

নির্ধারিত তারিখের মধ্যে কোন দাখিলপত্র পেশ করিতে ব্যর্থ হওয়া

অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব বিশ হাজার টাকা।

৩।

নিবন্ধন সম্পর্কিত তথ্যের কোন পরিবর্তন সম্পর্কে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে অবহিত করিতে ব্যর্থ হওয়া

অন্যূন পাঁচ হাজার টাকা এবং অনূর্ধ্ব দশ হাজার টাকা।

৪।

ধারা ২৫ এর অধীন কোন সমনের নির্দেশ পালনে ব্যর্থ হওয়া

অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব ত্রিশ হাজার টাকা।

৫।

উপ-ধারা (২) এর দফা (জ) তে উল্লিখিত নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার বা Point of Sales (POS) Software বা কম্পিউটার সংরক্ষণে ব্যর্থ হওয়া

অন্যূন বিশ হাজার টাকা এবং অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকা।

৬।

এই আইনের অন্য কোনো বিধান লংঘন করা

অন্যূন দশ হাজার টাকা এবং অনূর্ধ্ব ত্রিশ হাজার টাকা।

 
(২) যদি কোনো ব্যক্তি-
 
 
(ক) কর চালানপত্র প্রদান না করেন অথবা গুরুত্বপূর্ণ তথ্যের দিক হইতে অসত্য কর চালানপত্র প্রদান করেন, অথবা
 
 
232[(কক) নিবন্ধিত হওয়া সত্ত্বেও কর চালানপত্র ব্যতীত পণ্য বা সেবা গ্রহণ করেন, অথবা]
 
 
(খ) তৎকর্তৃক সরবরাহকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক দুইবার নির্দেশিত হওয়া সত্ত্বেও, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রদান করিতে অথবা কোন কর মেয়াদে দাখিলপত্র প্রদানের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হইয়া গেলেও উহা দাখিল করিতে ব্যর্থ হন, অথবা
 
 
(গ) গুরুত্বপূর্ণ তথ্যের দিক হইতে অসত্য দাখিলপত্র প্রদান করেন, অথবা
 
 
(ঘ) বিক্রয় হিসাব পুস্তকে বিক্রয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ না করিয়া এবং চলতি হিসাব পুস্তকে প্রদেয় মূল্য সংযোজন কর লিপিবদ্ধ না করিয়া পণ্য সরবরাহপুর্বক মূল্য সংযোজন কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, অথবা
 
 
(ঙ) ক্রয় হিসাব পুস্তকে 233[৪৮ ঘন্টার মধ্যে] লিপিবদ্ধ না করিয়া মূল্য সংযোজন কর ফাঁকি দেয়ার চেষ্টা করেন, অথবা
 
 
(চ) মূল্য সংযোজন কর কর্মকর্তাকে কোন জাল বা মিথ্যা দলিলপত্র প্রদান করিয়া উহার মাধ্যমে কর ফাঁকি দেন বা দেওয়ার চেষ্টা করেন বা প্রত্যর্পণ গ্রহণ করেন বা গ্রহণের চেষ্টা করেন, অথবা
 
 
(ছ) সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হওয়া সত্ত্বেও, কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কোন তথ্য বা দলিলাদি সরবরাহ করিতে ব্যর্থ হন, অথবা
 
 
(জ) এই আইন বা বিধি অনুযায়ী সংরক্ষণ করা প্রয়োজন এইরূপ কোন নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার বা Point of Sales (POS) Software এ কম্পিউটারে হিসাব সংরক্ষণ না করেন অথবা অনুরূপ কোন নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার বা POS Software এ কম্পিউটারে সংরক্ষিত হিসাব ধ্বংস বা পরিবর্তন করেন বা উহার অঙ্গচ্ছেদ করেন বা উহাকে মিথ্যা প্রতিপন্ন করেন অথবা উক্ত নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার বা POS Software এ কম্পিউটারে হিসাব এই আইনের প্রয়োজন মোতাবেক সংরক্ষণ না করেন, অথবা
 
 
(ঝ) সজ্ঞানে মিথ্যা বিবরণ বা মিথ্যা ঘোষণা প্রদান করেন, অথবা
 
 
(ঞ) মূল্য সংযোজন কর সংক্রান্ত কোন নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার বা POS Software বা কম্পিউটার বহি বা অন্য কোন দলিলপত্র পরিদর্শন বা আটক করার জন্য এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তাহার ব্যবসার স্থলে প্রবেশকালে বাধা প্রদান করেন বা প্রবেশ করা হইতে বিরত করেন, অথবা
 
 
(ট) কোনো পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ফাঁকি দেওয়া হইয়াছে বলিয়া জানা বা বিশ্বাস করার মত কারণ থাকা সত্ত্বেও উক্ত পণ্য গ্রহণে বা উহার দখল অর্জনে বা লেনদেনে লিপ্ত হন, অথবা
 
 
(ঠ) জাল বা ভূয়া চালানপত্রের মাধ্যমে উপকরণ কর রেয়াত গ্রহণ করেন, অথবা
 
 
(ড) অন্য যে কোনো উপায়ে মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক ফাঁকি দেন বা দেওয়ার চেষ্টা করেন, অথবা
 
 
(ঢ) নিবন্ধিত ব্যক্তি না হইয়াও এইরূপ কোন কর চালানপত্র প্রদান করেন যাহাতে মূল্য সংযোজন করের পরিমাণ উল্লেখ করা থাকে, অথবা
 
 
(ণ) ধারা ৬ এর উপ-ধারা (৪ক) এর বিধান অনুযায়ী করণীয় কোন কিছু না করিলে বা করণীয় নয় এমন কিছু করেন, অথবা
 
 
(ত) এই আইন বা বিধির অধীন কোন পণ্য অপসারণ বা সেবা প্রদানের ক্ষেত্রে চলতি হিসাবে যে পরিমাণ, যাহা দ্বারা জমাকৃত অর্থের এবং প্রদত্ত উপকরণ কর বাবদ প্রাপ্য রেয়াতের সমষ্টির দ্বারা প্রদেয় উৎপাদ কর পরিশোধ বা সমন্বয় করা যায়, জের রাখা প্রয়োজন কিন্তু সেই পরিমাণ জের না রাখিয়া পণ্য অপসারণ বা সেবা প্রদান করেন, অথবা
 
 
(থ) দফা (ক) হইতে দফা (ত) এ বর্ণিত যে কোন কার্য করে বা করিতে সহায়তা করেন, তাহা হইলে তাহার উক্ত কাজ হইবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের কারণে যদি -
 
 
(অ) কর ফাঁকি সংঘটিত হয়, তাহা হইলে তিনি উক্ত কর ফাঁকি জনিত অপরাধের জন্য সংশ্লিষ্ট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের উপর প্রদেয় করের অন্যূন অর্ধেক পরিমাণ এবং অনূর্ধ্ব সমপরিমাণ অর্থদন্ডে দন্ডনীয় হইবেন;
 
 
(আ) উক্ত অপরাধ কর ফাঁকি ব্যতীত অন্যান্য অনিয়ম সংক্রান্ত হয়, তাহা হইলে তিনি অন্যূন ২০ (বিশ) হাজার টাকা এবং অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।
 
 
(২ক) উপ-ধারা (১) ও (২) এর অধীন কোন অপরাধের কারণে কোন ব্যক্তি দন্ডিত হইলেও তিনি ধারা ৫৫ এর বিধান অনুযায়ী অনাদায়ী বা কম পরিশোধিত বা বেশী প্রত্যর্পিত বা ফেরত প্রদত্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, সুদসহ, প্রদান বা পরিশোধে বা ফেরত প্রদানে বাধ্য থাকিবেন।
 
 
 
 
(২খ) কোন ব্যক্তি ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ না করিলে বা অনাদায়ী থাকিলে বা প্রত্যর্পণ বা ফেরত নিলে তিনি ধারা ৫৫ ও উপ-ধারা (৩) এর বিধান অনুযায়ী উক্ত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা অন্যান্য শুল্ক ও কর সুদসহ পরিশোধ করিবেন; এবং উক্ত ক্ষেত্রে তাহার উপর এই আইনের অধীন কোন দন্ড আরোপ করা যাইবে না।]
 
234[(৩) কোন নিবন্ধিত ব্যক্তি বা উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী এই আইনের অধীন প্রদেয় বা উৎসে কর্তিত কর অথবা আরোপিত অর্থদন্ড অথবা অন্য কোন পাওনা নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ বা সরকারী কোষাগারে জমা প্রদান করিতে ব্যর্থ হইলে, তাহাকে নির্ধারিত তারিখের পরবর্তী দিবস হইতে অপরিশোধিত পরিমাণের উপর, ধারা ৪১ঝ এর ক্ষেত্র ব্যতিত, মাসিক ২ (দুই) শতাংশ হারে সুদ প্রদান করিতে হইবে।]
 
 
235[(৩ক) উপ-ধারা (৩) এর অধীন মাসিক দুই শতাংশ হারে 236[সুদসহ] মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধের কারণে এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীন সংঘটিত কোন অপরাধের দণ্ড সম্পর্কিত কোন বিধানের কার্যকরতা ক্ষুণ্ন হইবে না৷
 
237[(৩খ) ধারা ৬ এর উপ-ধারা (৪কক) এবং (৪খ) এর বিধান অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর কর্তন এবং জমা প্রদানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী উক্ত ধারাসমূহের অধীন উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও জমা প্রদানে ব্যর্থ হইলে-
 
(ক) উপ-ধারা (৩) অনুযায়ী আরোপিত সুদসহ উক্ত মূল্য সংযোজন কর তাহার নিকট হইতে এইরূপে আদায় করা হইবে যেন তিনি উক্ত ধারাসমূহের অধীন একজন পণ্য বা সেবা সরবরাহকারী;
 
(খ) দফা (ক) এর বিধানবলী ক্ষুন্ন না করিয়া উৎসে কর্তিত মূল্য সংযোজন কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানে ব্যর্থ হইলে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি, কর্তিত মূল্য সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট কমিশনার অনধিক ২৫,০০০(পঁচিশ হাজার) টাকা ব্যক্তিগত জরিমানা করিতে পারিবেন।]
 
 
(৪) এই আইনের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন নিবন্ধিত ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হইতে দুইবার এতদুদ্দেশ্যে নোটিশ প্রাপ্তি সত্বেও, কর মেয়াদ সমাপ্তির তিন মাসের মধ্যে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রদানে ব্যর্থ হন, অথবা উপ-ধারা (২) এবং ধারা ৩৮ এ বর্ণিত যে কোন অপরাধ, যে কোন ১২ মাস সময়ে অন্ততঃ দুইবার করেন অথবা যদি কোন নিবন্ধনযোগ্য ব্যক্তি ধারা ১৫ এর উপ-ধারা (৪) অনুযায়ী বাধ্যতামূলক নিবন্ধনের জন্য আদিষ্ট হওয়া সত্বেও আদেশ প্রাপ্তির এক মাসের মধ্যে নিবন্ধিত হইতে ব্যর্থ হন, 238[তাহা হইলে,-
 
 
(ক) নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে, তাহার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিয়া দেওয়া যাইবে এবং তাহার নিবন্ধনও বাতিল করা যাইবে; এবং
 
 
(খ) নিবন্ধনযোগ্য ব্যক্তির ক্ষেত্রে, তাহার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিয়া দেওয়া যাইবে৷]
 
239[ (৫) সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ (সংশ্লিষ্ট ব্যক্তি ইচ্ছা করিলে ব্যক্তিগতভাবে বা তাহার মনোনীত কৌশলীর মাধ্যমে শুনানীর সুযোগসহ) প্রদান না করিয়া তাহার উপর এই ধারার অধীন কোন অর্থদন্ড, কোন 240[স্পেশাল জজের আদালত] কর্তৃক দণ্ডারোপ ব্যতীত, আরোপ করা যাইবে না বা তাহার ব্যবসায় অঙ্গন241[ তালাবদ্ধ করা যাইবে না বা তাহার নিবন্ধন বাতিল করা যাইবে না]৷]
 
242[(৬) এই আইনের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এ বর্ণিত অপরাধসমূহের ক্ষেত্রে কোন ব্যক্তি স্পেশাল জজের আদালতে দোষী সাব্যস্ত হইলে অন্যুন ৩(তিন) মাস এবং অনূর্ধ্ব ২(দুই) বৎসর কারাদণ্ডে বা মূল্য সংযোজন করা বা ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের 243[অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ] পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে।]
 
স্পেশাল জজ কর্তৃক বিচারকার্য পরিচালনা
244[৩৭ক।(১) Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) অথবা অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের ধারা ৩৭ এর উপ-ধারা (২) এ বর্ণিত অপরাধসমূহের জন্য স্পেশাল জজ কর্তৃক দণ্ডারোপ করার ক্ষেত্রে তদ্কর্তৃক উহা এমনভাবে বিচার্য হইবে যেন উক্ত অপরাধসমূহ Criminal Law Amendment Act, 1958 (Act No. XL of 1858) এর তফসিলভুক্ত কোন অপরাধ।
 
(২) স্পেশাল জজ, সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন পদমর্যাদার কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট হইতে, বোর্ডের পূর্বানুমোদন সাপেক্ষে, লিখিত অভিযোগ ব্যতীত, এই আইনের অধীন কোর অপরাধ বিচারার্থ গ্রহণ করিবেন না।
 
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত মূল্য সংযোজন কর কর্মকর্তার দপ্তর বা এখতিয়ারাধীন এলাকা বিচারকার্য পরিচালনাধীন স্পেশাল জজের এখতিয়ারাধীন এলাকার অন্তর্ভুক্ত হইবে।]
স্পেশাল জজ এর বিশেষ এখতিযার
245[৩৭খ। (১) স্পেশাল জজ এই আইনের অধীন অপরাধের জন্য নির্ধারিত দণ্ড আরোপ এবং, ক্ষেত্রমত, অধিকতর তদন্ত, সম্পত্তি অবরুদ্ধকরণ,ক্রোক, বাজেয়াপ্তকরণ আদেশসহ আবশ্যক অন্য যে কোন আদেশ প্রদান করিতে পারিবেন।
 
 
(২) স্পেশাল জজ এই আইনের অধীন দায়েরকৃত কোন মামলায় অধিকতর তদন্তের আদেশ প্রদান করিলে উক্তরূপ আদেশে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একটি সময়সীমা নির্দিষ্ট করিয়া দিবেন, যাহা ৬(ছয়) মাসের অধিক হইবে না।]
বাজেয়াপ্তকরণ
৩৮৷ যদি-
 
 
(১) কোন নিবন্ধনযোগ্য ব্যক্তি নিবন্ধিত হওয়ার পূর্বে কোন করযোগ্য পণ্য 246[প্রস্তুত বা উত্পাদন করেন বা করযোগ্য পণ্যের ব্যবসায়ে নিয়োজিত হন], তাহা হইলে উক্ত পণ্য বাজেয়াপ্তযোগ্য হইবে; অথবা
 
 
247[(২) কোন নিবন্ধিত ব্যক্তি-
 
 
(ক) কোন করযোগ্য পণ্য চালানপত্র ব্যতিরেকে ব্যবসায় অঙ্গন হইতে অপসারণ করেন, বা
 
 
248[(কক) চালানপত্রে প্রদর্শিত কর অথবা সংশ্লিষ্ট পণ্য বা সেবার উপর প্রযোজ্য কর পরিশোধ ব্যতীত পণ্য সরবরাহ বা সেবা প্রদান করেন; বা]
 
 
(খ) করযোগ্য এইরূপ কোন পণ্য চালানপত্র সহ ব্যবসায় অঙ্গন হইতে অপসারণ করেন যাহার গন্তব্য স্থান পর্যন্ত উক্ত চালানপত্র উহার সহিত না থাকে, বা
 
 
(গ) ধারা ৬ এর উপ-ধারা (৪ক) এ বর্ণিত বিধান প্রতিপালনে ব্যর্থ হন,
 
 
তাহা হইলে উক্ত পণ্য বাজেয়াপ্তযোগ্য হইবে এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি, তাহার প্রতিনিধি বা উক্তরূপ কর্মকাণ্ডের সহিত জড়িত যে কোন ব্যক্তিকে উক্ত পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের 249[অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ] অর্থ প্রদান করিতে হইবে৷]
বাজেয়াপ্তির সীমা
৩৯৷ (১) এই আইনের অধীন কোন পণ্য বাজেয়াপ্তকরণ বলিতে উক্ত পণ্য যে মোড়কে পাওয়া যায় সেই মোড়ক এবং উহাতে প্রাপ্ত সকল বস্তুও অন্তর্ভুক্ত হইবে৷
 
 
(২) এই আইনের অধীনে বাজেয়াপ্তযোগ্য পণ্য পরিবহনে ব্যবহৃত যে কোন প্রকার যানবাহনও বাজেয়াপ্তযোগ্য হইবে:
 
 
250[তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন বাজেয়াপ্তযোগ্য যানবাহন আটক করা হইলে বিধিতে উল্লিখিত কর্মকর্তা উহার এবং উহাতে পরিবহনকৃত পণ্যের ন্যায় নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায় (Pending adjudication), 251[***] বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্তবর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন৷]
 
 
(৩) যে কোন জলযানের বাজেয়াপ্তকরণ বলিতে উহার ট্যাকল, সাজসজ্জা ও আসবাবপত্রও অন্তর্ভুক্ত হইবে৷
ন্যায় নির্ণয়নের ক্ষমতা
252[৪০।এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধির অধীনে বাজেয়াপ্তকরণ এবং অর্থদণ্ড 253[ বা অর্থদন্ড] আরোপকরণ সংক্রান্ত মামলাসমূহের ন্যায় নির্ণয়ন করা হইবে, -] ]
 
 
(ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে Customs Act,1969 এর Section 179 এর বিধান অনুযায়ী; এবং
 
 
254[(খ) পণ্য সরবরাহ বা সেবা প্রদানের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ কর্তৃক নিম্নবর্ণিত টেবিল অনুযায়ী-
 
[টেবিল
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ন্যায় নির্ণয়নের ধরণ

 
 

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা

 
 

ক্ষমতা

 
 

(অ) পণ্য বা সেবা বাজেয়াপ্তকরণ এবং কর ফাঁকি অথবা বাজেয়াপ্তকরণ বা কর ফাঁকি সংশ্লিষ্ট অর্থদন্ড আরোপ

 
 

কমিশনার

 
 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য ৪০ (চল্লিশ) লক্ষ টাকার অধিক হইলে;

 
 

অতিরিক্ত কমিশনার

 
 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৪০ (চল্লিশ) লক্ষ টাকা হইলে;

 
 

যুগ্ম-কমিশনার

 
 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৩০ (ত্রিশ) লক্ষ টাকা হইলে;

 
 

উপ-কমিশনার

 
 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা হইলে;

 
 

সহকারী কমিশনার

 
 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা হইলে;

 
 

রাজস্ব কর্মকর্তা

 
 

পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য অনধিক ৪ (চার) লক্ষ টাকা হইলে;

 
 

(আ) দফা (অ) তে বর্ণিত কর ফাঁকি ব্যতীত অন্যান্য অনিয়মের ক্ষেত্রে অর্থদন্ড আরোপ

 
 

বিভাগীয় কর্মকর্তা

 
 

পূর্ণ ক্ষমতা।"

 
বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা আরোপ
৪১৷ যখন এই আইন বা বিধি অনুযায়ী কোন পণ্য বাজেয়াপ্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন ন্যায়-নির্ণয়নকারী কর্মকর্তা পণ্যের মালিককে বাজেয়াপ্তির বিকল্প হিসাবে উক্ত পণ্যের উপর প্রদেয় কর, অন্যান্য সরকারী পাওনা, অর্থদণ্ড এবং উক্ত কর্মকর্তার বিবেচনায় 255[ফাঁকিকৃত করের সর্বনিম্ন এক চতুর্থাংশ হইতে সর্বোচ্চ অর্ধাংশ পর্যন্ত জরিমানা আরোপণপূর্বক] উক্ত পণ্য বিমোচনের সুযোগ দিতে পারিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, কোন আইন দ্বারা বা উহার অধীনে যে পণ্যের আমদানি নিষিদ্ধ করা হইয়াছে সেই পণ্যের ক্ষেত্রে এই ধারার কোন কিছু প্রযোজ্য হইবে না৷
বিকল্প বিরোধ-নিষ্পত্তি
256[৪১ক। (১) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ বা শুল্ক ও মূল্য সংযোজন কর আপীল কর্তৃপক্ষের নিকট নিম্পন্নাধীন রহিয়াছে, এইরূপ ন্যায়নির্ণয়ন অথবা ধারা ৪১গ এ বর্ণিত কোন বিরোধের ক্ষেত্রে, কোন ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তিনি এই আইন ও বিধিতে বর্ণিত পদ্ধতি অনুযায়ী বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সহায়তাকারীর নিকট আবেদন করিতে পারিবেন।
 
 
 
 
(২) ন্যায়নির্ণয়ন বা আপীল চূড়ান্ত হইবার পূর্বে এই ধারার অধীন বিকল্প বিরোধনিষ্পত্তি প্রক্রিয়ার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
 
 
বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ার প্রয়োগ ও প্রবর্তন
৪১খ। বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ যেই কমিশনারেটে বিকল্প বিরোধ-নিষ্পত্তির বিধান কার্যকর করিবার জন্য নির্ধারণ করিবে, সেই তারিখে সেই কমিশনারেটে উহা কার্যকর হইবে।
 
 
 
 
 
 
বিকল্প বিরোধ-নিষ্পত্তির আওতা ও পরিধি
257[৪১গ। বিকল্প বিরোধ-নিষ্পত্তির আওতা ও পরিধি।- (১) ধারা (২) এর দফা (ণণ) এর অধীন অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য মূল্য, ধারা ৫ এর অধীন কর ধার্যের জন্য মূল্য নিরূপন এবং ধারা ৮ এর অধীন টার্ণওভার কর নির্ধারণ ও পরিশোধ এবং তদসংক্রান্ত বিধি বা আদেশ বিষয়ে-
 
 
(ক) ধারা ৯ এর অধীন কর রেয়াত গ্রহণ,
 
 
(খ) ধারা ২৬ক এর অধীন নিরীক্ষা ও অনুসন্ধান,
 
 
(গ) ধারা ৩১ এর অধীন হিসাব রক্ষণ,
 
 
(ঘ) ধারা ৩৬ এর অধীন দাখিলপত্র পরীক্ষা,
 
 
(ঙ) ধারা ৩৭ এর অধীন দন্ড আরোপ,
 
 
(চ) ধারা ৫৫ এর অধীন দাবীনামা জারি,
 
 
(ছ) ধারা ৬৭ এর অধীন কর ফেরত প্রদান,
 
 
সংক্রান্ত বিধানের আওতায় সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ কর্তৃক গৃহিত কোন কার্যক্রম বা প্রদত্ত কোন আদেশ বা সিদ্ধান্তের কারণে উদ্ভূত বিরোধ, অথবা এই আইনের অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান প্রবর্তনের পূর্বে বা পরে উদ্ভূত উক্তরূপ কোন বিরোধ, যাহা সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ বা আপীল কর্তৃপক্ষ বা সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগে বিচারাধীন রহিয়াছে, বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য উপযুক্ত বলিয়া বিবেচিত হইবে।
 
 
258[(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, জালিয়াতি বা ফৌজদারি অপরধ সংক্রান্ত মামলা এবং জনস্বার্থে সাধারণ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এইরূপ গুরুত্বপূর্ণ আইনগত বিষয় বা উহার ব্যাখ্যা সম্পর্কিত বিরোধসমূহ এই আইনের অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার আওতা বহির্ভূত হইবে।]]
বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ায় সহায়তাকারী(Facilitator)নিয়োগ এবং সংশ্লিষ্ট পক্ষসমুহের দায়-দায়িত্ব
৪১ঘ।বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ার জন্য সহায়তাকারী(Facilitator)নির্বাচন(selection)বা 259[নিয়োগ ও তাহাকে প্রদেয় ফি,] সংক্ষুব্ধ আবেদনকারী ব্যক্তির কর্তব্য ও দায়িত্ব এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সমঝোতার(Negotiation)জন্য মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের প্রতিনিধি নির্বাচন এবং তাহাদের দায়-দায়িত্ব বিধি দ্বারা নির্ধারিত হইবে।
 
 
 
বিকল্প বিরোধ-নিষ্পত্তির জন্য আবেদনপত্র দাখিল
৪১ঙ। (১) ধারা ৪১গ এ বর্ণিত কোন বিকল্প বিরোধ-নিষ্পত্তির জন্য সংক্ষুব্ধ ব্যক্তি বিকল্প বিরোধ-নিষ্পত্তি ব্যবস্থা প্রবর্তনের পূর্বে উদ্ভূত এবং নিষ্পন্নাধীন বিরোধসমূহের ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা মূল্য সংযোজন কর কমিশনার, ন্যায়নির্ণয়কারী কর্তৃপক্ষ বা, ক্ষেত্রমত, আপীলাত কর্তৃপক্ষের নিকট 260[,বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে,] আবেদন করিতে পারিবেন।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন দাখিলের সময় সংক্ষুব্ধ আবেদনকারী এইমর্মে অঙ্গীকারনামা দাখিল করিবেন যে, সংশ্লিষ্ট বিরোধের ক্ষেত্রে এই আইনের অধীন ন্যায়নির্ণয়ন সম্প্ন্ন বা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় নাই।
 
 
(৩) বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়া প্রবর্তনের পর এই আইনের ধারা ৩৭, ৪২ ও ৫৫ এর অধীন সংশ্লিষ্ট ন্যায়নির্ণয়কারী কর্মকর্তা বা আপীলাত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কারণ দর্শানো নোটিশ, দাবীনামা সংক্রান্ত নোটিশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নির্ধারণ সংক্রান্ত নোটিশ বা ধারা ৫ এর অধীন মূল্য অনুমোদন সংক্রান্ত কোন সিদ্ধান্ত বা এতদ্সংক্রান্ত অন্য যে কোন নোটিশ হইতে উদ্ভূত কোন বিরোধের ক্ষেত্রে উক্তরূপ নোটিশ জারীর 261[২০ (বিশ)] কার্যদিবসের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তিকে বিকল্প বিরোধ-নিষ্পত্তির জন্য আবেদন করিতে হইবে।
 
 
262[(৪) বিকল্প বিরোধ-নিষ্পত্তিযোগ্য কোন মামলা, যাহা সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগে বিচারাধীন রহিয়াছে, উহা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে অথবা সংশ্লিষ্ট বিভাগ স্বতঃপ্রবৃত্ত হইয়া, যথাযথ কর্তৃপক্ষের নিকট বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রেরণ করিতে পারিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কোন মামলা বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির প্রয়োজন হইবে।]
 
 
(৫) হাইকোর্ট বিভাগ বা আপীল বিভাগ কতৃর্ক বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ার জন্য অনুমতি প্রদানের পর বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়া সম্প্ন্ন হওয়ার মেয়াদকাল পর্যন্ত, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট আদালতে মামলাটি স্থগিত (Stay)থাকিবে। (৬) যদি হাইকোর্ট বিভাগ বা আপীল বিভাগ উপ-ধারা (৪) এর অধীন কোন আবেদনের ক্ষেত্রে বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পন্নের জন্য সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদানসহ আবেদনপত্রটি মঞ্জুর করেন, তাহা হইলে নির্দেশিত কর্তৃপক্ষ, আইন দ্বারা বারিত না হইলে, উক্তরূপ নির্দেশিত পন্থায় মামলাটি নিষ্পত্তি করিবেন।
বিকল্প বিরোধ-নিষ্পত্তির জন্য আবেদনসমুহ প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি
৪১চ। এই আইনের অধীন বিকল্প বিরোধ-নিষ্পত্তির ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনপত্র 263[, ইহার যাচাই ও প্রক্রিয়াকরণ] বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তি করিতে হইবে।
সমঝোতা (Negotiation) এবং নিষ্পত্তির সময়সীমা
৪১ছ। (১) বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াধীন কোন আবেদনপত্র যেই মূল্য সংযোজন কর কমিশনারেটে দাখিল করা হইয়াছে, সেই একই কমিশনারেটে উক্ত বিরোধের উদ্ভব হইয়া থাকিলে, তাহা নিষ্পত্তি সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা বা সমঝোতা, মতৈক্য বা মতানৈক্য বা নিষ্পত্তি উক্ত আবেদনপত্র দাখিলের সর্বোচ্চ ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সম্প্ন্ন করিতে হইবে।
 
 
(২) বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ায় দাখিলকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট কমিশনার (আপীল), আপীলাত ট্রাইব্যুনাল অথবা অন্য কোন আদালত যেখানে উহা নিষ্পন্নাধীন রহিয়াছে, তাহা আবেদনপত্র দাখিলের সর্বোচ্চ 264[৫০ (পঞ্চাশ)] কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করিতে হইবে।
 
 
বিকল্প বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত
৪১জ।(১) যেই ক্ষেত্রে উভয় পক্ষ বিরোধ সংক্রান্ত কোন ঘটনা বা আইন(Fact or law) সম্পর্কে ঐক্যমত পোষণ করেন, সেই ক্ষেত্রে বিরোধীয় বিষয়ে মতৈক্যের ভিত্তিতে(By agreement) আংশিক অথবা সম্পূর্ণভাবে উহা বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যাইবে।
 
 
(২) যেই ক্ষেত্রে সংক্ষুব্ধ আবেদনকারী ব্যক্তি এবং মূল্য সংযোজন কর কমিশনারের প্রতিনিধির মধ্যে আংশিক বা সম্পূর্ণ মতৈক্যের ভিত্তিতে কোন বিরোধ নিষ্পত্তি হইবে, সেই ক্ষেত্রে সহায়তাকারী(Facilitator), পক্ষদ্বয়ের মধ্যে উপনীত মতৈক্যের বিষয়াদি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করিবেন এবং উহা সংক্ষুব্ধ আবেদনকারী ব্যক্তি, সংশ্লিষ্ট কমিশনার এবং বোর্ডকে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে অবহিত করিবেন।
 
 
265[(৩) মতৈক্যের ভিত্তিতে কোন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, অর্থদন্ড, জরিমানা ও আরোপিত সুদ, যদি থাকে, পরিশোধ করা বা ফেরত প্রদান বা এতদসংশ্লিষ্ট বিষয়ে মতৈক্যের শর্তসমুহ সুষ্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উল্লেখ করিতে হইবে যেন উহা মতৈক্যের সময় প্রতিশ্রুত সময়সীমার মধ্যে বাস্তবায়ন করা যায়।]
 
 
(৪) মতৈক্যের(Agreement)বিষয়টি আবেদনকারী, মূল্য সংযোজন কর কমিশনারের প্রতিনিধি এবং সহায়তাকারী কর্তৃক সীলমোহরকৃত এবং স্বাক্ষরিত হইতে হইবে।
 
 
 
 
(৫) যেই ক্ষেত্রে পরবর্তীকালে এই মর্মে তথ্য উদ্ঘাটিত হইবে যে, আবেদনকারী কর্তৃক জালিয়াতি বা অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে উপ-ধারা (১) এর অধীন মতৈক্যটি(Agreement)গৃহীত হইয়াছে, তাহা হইলে উক্তরূপে উপনীত মতৈক্যের বিষয়টি শুরু হইতে বাতিল(Void ab initio)বলিয়া গণ্য হইবে।
 
 
 
 
(৬) যেই ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণরূপে কোন মতৈক্যে পৌঁছানো সম্ভবপর হয় নাই, সেই ক্ষেত্রে সহায়তাকারী উক্তরূপ ব্যর্থ বিকল্প বিরোধ-নিষ্পত্তির বিষয়টি লিখিতভাবে আবেদনকারী, সংশ্লিষ্ট কমিশনার, বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর বা আদালতকে যথাশীঘ্র সম্ভব অবহিত করিবেন।
 
 
 
 
(৭) যেই ক্ষেত্রে মতৈক্যের ভিত্তিতে বিরোধ-নিষ্পত্তি করা হইয়াছে এবং তাহা সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হইয়াছে, সেইক্ষেত্রে সরকার পক্ষ কোন পাওনা আদায় অথবা ফেরত প্রদানের বিষয়সহ অন্যান্য বিষয়ে যথাযথ আইনানুগ কার্যক্রম গ্রহণ করিতে হইবে।
 
 
266[(৮) এই ধারার অধীন মতৈক্য, বা ব্যর্থ বিকল্প বিরোধ নিষ্পত্তি, লিপিবদ্ধ করণের ফরম বিধি দ্বারা নির্ধারিত হইবে। ]
বিকল্প বিরোধ-নিষ্পত্তির মাধ্যমে সিদ্ধান্তেত্ম উপনীত না হওয়ার ক্ষেত্রে আপীলের বিধান
৪১ঞ। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, যেই সকল বিরোধের ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণভাবে মতৈক্যের ভিত্তিতে বিকল্প বিরোধ-নিষ্পত্তি সম্ভবপর হয় নাই, সেই ক্ষেত্রে আবেদনকারী স্ব স্ব আপীল আদালত অথবা ট্রাইব্যুনালে যথানিয়মে আপীল করিতে পারিবেন।
 
 
(২) কোন আবেদনাধীন বিরোধের বিষয়ে ধারা ৪১ছ এ বর্ণিত সময়ের মধ্যে মতৈক্যের ভিত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পন্ন না হইয়া থাকিলে অথবা সমঝোতা ব্যর্থ হইলে, বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বাতিল হইবে এবং সেই ক্ষেত্রে মূল মামলাটি সংশ্লিষ্ট আপীল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্তৃপক্ষসহ অন্য কোন যথাযথ আদালতে, উক্তরূপ বাতিলের তারিখ হইতে সচল হইয়াছে মর্মে গণ্য হইবে এবং এই ক্ষেত্রে আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করিতে হইবে।
 
 
(৩) বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদনকারী ব্যক্তির আবেদনপত্র দাখিলের তারিখ হইতে সহায়তাকারী কর্তৃক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় ব্যয়িত সময়সহ তৎসম্পর্কিত ফলাফল সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের সময়কাল, আপীল দাখিলের সময় গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না।
 
মতৈক্যের ভিত্তিতে বিরোধ-নিষ্পত্তির ফলাফল
৪১ঝ। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, বিকল্প বিরোধ-নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে কোন বিরোধ মতৈক্যের ভিত্তিতে নিষ্পত্তি করা হইলে উক্তরূপ গৃহীত সিদ্ধান্ত উভয় পক্ষের মধ্যে বাধ্যতামূলক হইবে।
 
 
 
 
(২) বিকল্প বিরোধ-নিষ্পত্তির মাধ্যমে আবেদনকারী ব্যক্তি বা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত মতৈক্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল কর্তৃপক্ষ বা অন্য কোন আদালতে কোনরূপ আপত্তি উত্থাপন করা যাইবে না।
 
 
 
 
(৩) এই আইনের অধীন মতৈক্যের ভিত্তিতে নিষ্পত্তিকৃত প্রতিটি আদেশ, আদেশে বর্ণিত প্রতিটি বিষয় চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ গৃহীত চূড়ান্ত সিদ্ধান্তসমূহ ব্যতীত বিরোধের যে অংশ উক্ত সিদ্ধান্তের অন্তভুর্ক্ত থাকিবে না, তাহা এই আইনের আওতায় অথবা বলবৎযোগ্য অন্য যে কোন আইনের আওতায় কার্যক্রম গ্রহণের জন্য উন্মুক্ত থাকিবে।
 
 
 
 
267[(৪) ধারা ৪১জ এর উপ-ধারা (৩) অনুযায়ী কোন পক্ষ প্রতিশ্রুত সময়সীমার মধ্যে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, অর্থদন্ড বা জরিমানা পরিশোধ বা ফেরত প্রদানে ব্যর্থ হইলে, উক্ত সময়সীমা উত্তীর্ণের পর সংশ্লিষ্ট পক্ষ পরিশোধযোগ্য বা ফেরতযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, অর্থদন্ড, জরিমানার উপর মাসিক ৩ (তিন) শতাংশ হারে সুদ প্রদান করিবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ধারা ৫৬ বা ধারা ৬৭ এর বিধান অনুযায়ী উহা আদায় বা, ক্ষেত্রমত, ফেরত প্রদান করা যাইবে।]
 
অধিকার সংরক্ষণ
268[৪১ট। বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকৃত কোনো ব্যক্তি বা সহায়তাকারীকে কোনো আদালতে উপস্থিত হইয়া সংশ্লিষ্ট বিষয়ে সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদানের জন্য লিখিত আদেশ বা নোটিশ ইস্যু করা যাইবে না বা বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় উপস্থাপিত কোন দলিলাদি সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য বাধ্য করা যাইবে না বা এই বিষয়ে কোন আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট দেওয়ানী বা ফৌজদারি মামলা দায়ের করা যাইবে না।]
আপীল
 
৪২৷ 269[ (১) যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা যে কোন ব্যক্তি কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার এই আইন বা কোন বিধির অধীন প্রদত্ত কোন সিদ্ধান্ত বা আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি উক্ত সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে, পণ্যের সরবরাহ বা প্রদত্ত সেবার ক্ষেত্রে ধারা ৫৬ এর অধীন প্রদত্ত কোন আটক বা বিক্রয় আদেশ অথবা পণ্য আমদানির ক্ষেত্রে Customs Act এর section 82 বা section 98 এর অধীন কোন আদেশ ব্যতীত, উক্ত সিদ্ধান্ত বা 270[ আদেশ প্রদানের বা, ক্ষেত্রমত, আদেশ জারীর ] 271[ নব্বই দিনের] মধ্যে,-
 
(ক) উক্ত সিদ্ধান্ত বা আদেশ অতিরিক্ত কমিশনার বা তন্মিম্নের কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হইয়া থাকিলে, কমিশনার (আপীল) এর নিকট; 272[ ***]
 
(খ) উক্ত সিদ্ধান্ত বা আদেশ কমিশনার, কমিশনার (আপীল) বা তাঁহার সমমর্যাদার কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হইয়া থাকিলে, Customs Act এর section 196 এর অধীন গঠিত 273[ Customs, Excise and মূল্য সংযোজন কর Appellate Tribunal অতঃপর, Appellate Tribunal,বলিয়া উল্লিখিত, এর নিকট; এবং]
 
274[ (গ) উক্ত সিদ্ধান্ত বা আদেশ Appellate Tribunal কর্তৃক প্রদত্ত হইয়া থাকিলে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নিকট;]
 
আপীল করিতে পারিবেন।
 
(১ক) উপ-ধারা (১) এর অধীন আপীল গ্রহণের পর,-
 
(ক) আপীলটি কমিশনার (আপীল) এর নিকট করা হইলে, কমিশনার (আপীল) আপীলটি সম্পর্কে তাঁহার বিবেচনায় প্রয়োজনীয় তদন্ত অনুষ্ঠান বা তথ্য সংগ্রহ করিতে পারিবেন এবং আপীলকারীকে শুনানীর যুক্তিসঙ্গত সুযোগদান করিয়া যে সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে আপীল করা হইয়াছে উহা বহাল রাখিতে বা উহাতে কোন পরিবর্তন করিতে বা উহা বাতিল করিতে বা তাঁহার বিবেচনায় সঙ্গত কোন নূতন সিদ্ধান্ত বা আদেশ প্রদান করিতে পারিবেন :
 
তবে শর্ত থাকে যে, যদি কমিশনার (আপীল) এই মর্মে সন্তুষ্ট হন যে, আপীলকারী যথেষ্ট কারণবশতঃ উপরি-উক্ত 275[ নব্বই দিন ] মেয়াদের মধ্যে আপীল দায়ের করিতে সক্ষম হন নাই, তাহা হইলে তিনি আপীলকারীকে উক্ত মেয়াদের পরবর্তী 276[ ষাট দিনের] মধ্যে আপীল দায়ের করার অনুমতি দিতে পারিবেন; এবং
 
(খ) আপীলটি Appellate Tribunal এর নিকট করা হইলে, Appellate Tribunal এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, যতদূর সম্ভব, Customs Act এর উক্ত Tribunal সংক্রান্ত বিধানাবলী অনুযায়ী আপীলটির নিষ্পত্তি করিবে৷]
 
(২) যদি কোন ব্যক্তি 277[ ***] কোন পণ্য বা সেবার উপর প্রদেয় মূল্য সংযোজন করের দাবী সম্পর্কিত অথবা এই আইনের অধীন আরোপিত কোন অর্থদণ্ড সম্পর্কিত কোন সিদ্ধান্ত বা আদেশের বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন আপীল করার ইচ্ছা করেন তাহা হইলে তাহাকে তাহার আপীল দায়ের করার কালে 278[ আপীলটি-
 
279[ (ক) কমিশনার (আপীল) এর নিকট দায়ের করা হইলে, দাবীকৃত কর এর দশ শতাংশ বা দাবীকৃত কর না থাকিলে আরোপিত অর্থদণ্ডের দশ শতাংশ; 280[ এবং]]
 
281[ (খ) কমিশনার বা তাঁহার সমমর্যাদার কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার আদেশের বিরুদ্ধে Appellate Tribunal এ দায়ের করা হইলে, 282[ দাবীকৃত কর এর দশ শতাংশ বা দাবীকৃত কর না থাকিলে আরোপিত অর্থ দণ্ডের দশ শতাংশ]; 283[ ***]
 
284[ ***]]
 
সরকারী ট্রেজারী বা সরকারের নিকট হইতে এতদুদ্দেশে ক্ষমতাপ্রাপ্ত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট জমা করিতে হইবে৷]
 
285[ ***]
 
286[ (২খ) উপ-ধারা (২) এর দফা (ক) অনুযায়ী কমিশনার (আপীল) কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে Appellate Tribunal এ আপীল দায়ের করা হইলে সংক্ষুব্ধ ব্যক্তিকে উহার উপর দাবিকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের কোন অংশ জমা প্রদান করিতে হইবে না।]
 
(৩) কোন সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে বোর্ড কর্তৃক ধারা ৪৩ এর অধীন কোন কার্যধারা শুরু করার পর সেই সিদ্ধান্ত বা আদেশের ক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন আপীল করা যাইবে না।
 
287[ (৪) উপ-ধারা (১) বা, ক্ষেত্রমত,উপ-ধারা(১ক) এর অধীন আপিল দাযের হইবার পর 288[ ১ (এক) বৎসরের মধ্যে] কমিশনার (আপিল) বা, ক্ষেত্রমত, 289[ ২(দুই) বৎসরের মধ্যে] Appellate Tribunal কর্তৃক আপীল নিষ্পত্তি করিতে হইবেঃ
 
তবে শর্ত থাকে যে, উক্ত সময়সীমার মধ্যে আপিলটি নিষ্পত্তিক্রমে সিদ্ধান্ত প্রদান করা না হইলে উহা কমিশনার (আপিল) বা, ক্ষেত্রমত, Appellate Tribunal কর্তৃক মঞ্জুর করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।]
 
(৫) নির্ধারিত তারিখের অব্যবহিত পূর্বে বিদ্যমান ধারা ৪২ এর অধীন বোর্ডের নিকট পেশকৃত কোন আপীল অথবা বোর্ড কর্তৃক প্রদত্ত কোন আপীল আদেশ অথবা উক্তরূপ কোন আপীল হইতে উদ্ভূত বা তৎসম্পর্কিত কোন বিষয় উক্ত তারিখের অব্যবহিত পূর্বে অনিষ্পন্ন বা, ক্ষেত্রমত, বাস্তবায়নাধীন থাকিলে উহা নির্ধারিত তারিখে Appellate Tribunal এর নিকট হস্তান্তরিত হইবে এবং যতদূর সম্ভব, Customs Act এর section 196J তে বর্ণিত পদ্ধতিতে Appellate Tribunal কর্তৃক নিষ্পত্তিযোগ্য হইবে৷
 
ব্যাখ্যা৷- এই ধারায়, “নির্ধারিত তারিখ” বলিতে ১লা অক্টোবর, ১৯৯৫ বুঝাইবে৷]
বোর্ডের নথিপত্র, ইত্যাদি তলব ও পরীক্ষার ক্ষমতা
৪৩৷ (১) বোর্ড স্বতঃপ্রবৃত্ত হইয়া এই আইনের অধীন কোন কার্যধারার নথিপত্র, উহাতে বোর্ডের অধস্তন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত আদেশ বা সিদ্ধান্তের বৈধতা বা ন্যায্যতা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে, তলব ও পরীক্ষা করিতে পারিবে এবং উহা তত্সম্পর্কে যেরূপ বিবেচনা করে সেইরূপ আদেশ দান করিতে পারিবে:
 
 
তবে শর্ত থাকে যে, অধিকতর মূল্যের পণ্য 290[বাজেয়াপ্তকরণের] কোন আদেশ, বা বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা বৃদ্ধির কোন আদেশ, বা কোন অর্থদণ্ড আরোপের কোন আদেশ, বা আরোপিত হয় নাই বা কম আরোপিত হইয়াছে এইরূপ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের আদেশ, উহা দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন এইরূপ ব্যক্তিকে উহার বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দান না করিয়া এবং ব্যক্তিগতভাবে বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কৌসুলী বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে শুনানির সুযোগ দান না করিয়া, প্রদান করা যাইবে না৷
 
 
(২) কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত সম্পর্কিত কোন কার্যধারার নথিপত্র উক্ত আদেশ বা সিদ্ধান্ত প্রদানের দুই বত্সর অতিবাহিত হওয়ার পর উপ-ধারা (১) এর অধীন তলব এবং পরীক্ষা করা যাইবে না৷
 
 
(৩) যে ক্ষেত্রে ধারা ৪২ এর উপ-ধারা (১) এর অধীন কোন আপীল বিবেচনাধীন রহিয়াছে সে ক্ষেত্রে উক্ত আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপ-ধারা (১) এর অধীন কোন কার্যধারা শুরু করা যাইবে না৷
বোর্ডের ভুল, ইত্যাদি সংশোধনের ক্ষমতা
৪৪৷ (১) বোর্ড এই আইন বা বিধির কোন বিধান অনুযায়ী প্রদত্ত কোন আদেশের নথিপত্র হইতে আপাত কোন ভুল বা অশুদ্ধতা স্বতঃপ্রবৃত্ত হইয়া, বা উক্ত আদেশ প্রদানের এক বত্সরের মধ্যে কোন ব্যক্তির আবেদনক্রমে, সংশোধন করিতে পারিবে:
 
 
তবে শর্ত থাকে যে, কোন জরিমানা বৃদ্ধি করিতে বা অধিকতর মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক প্রদানে বাধ্য করিতে পারে এইরূপ কোন সংশোধন, উক্ত সংশোধন দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন এমন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কৌসুলী বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে শুনানির সুযোগ দান না করিয়া, করা যাইবে না 291[:
 
 
আরও শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে ধারা ৪২ এর অধীনে আপীল করার সুযোগ থাকা সত্ত্বেও আবেদনকারী উক্ত সুযোগ গ্রহণ করেন নাই, সেই ক্ষেত্রে এই উপ-ধারার অধীনে তাহার আবেদন গ্রহণযোগ্য হইবে না৷]
 
 
(২) যে ক্ষেত্রে ধারা ৪৫ এর অধীন কোন আবেদন করা হইয়াছে সেক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন কোন কার্যধারা শুরু করা যাইবে না এবং যে ক্ষেত্রে উক্তরূপ কোন আবেদন বিবেচনাধীন রহিয়াছে সেক্ষেত্রে উক্তরূপ শুরুকৃত কার্যধারা বাতিল হইয়া যাইবে৷
সরকারের পুনরীক্ষণের ক্ষমতা
৪৫৷ সরকার 292[ধারা ৪৩ এর অধীন বোর্ড কর্তৃক] প্রদত্ত কোন সিদ্ধান্ত বা আদেশ দ্বারা অথবা বোর্ড কর্তৃক ধারা ৪৩ এর অধীন অধিকতর মূল্যের পণ্য বাজেয়াপ্তকরণ অথবা বাজেয়াপ্তির পরিবর্তে কোন জরিমানা বৃদ্ধিকরণ অথবা কোন অর্থদণ্ড আরোপকরণ বা আরোপিত হয় নাই বা কম আরোপিত হইয়াছে এইরূপ কোন কর প্রদানে বাধ্যকরণের কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তির আবেদনক্রমে যদি উক্ত আবেদন উক্ত সিদ্ধান্ত বা আদেশ প্রদানের তারিখ হইতে চার মাসের মধ্যে পেশ করা হইয়া থাকে তত্সম্পর্কে সরকার যেরূপ যথাযথ বিবেচনা করে সেইরূপ আদেশ প্রদান করিতে পারিবে:
 
 
তবে শর্ত থাকে যে, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী যথেষ্ট কারণবশতঃ উপরি-উক্ত চার মাস মেয়াদের মধ্যে আবেদন পেশ করিতে সক্ষম হন নাই, তাহা হইলে সরকার আবেদনকারীকে উক্ত মেয়াদের পরবর্তী চার মাসের মধ্যে আবেদন পেশ করার অনুমতি দিতে পারিবে:
 
 
 
 
আরও শর্ত থাকে যে, অধিকতর মূল্যের পণ্য 293[বাজেয়াপ্তকরণের] কোন আদেশ বা বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা বৃদ্ধির কোন আদেশ বা কোন অর্থদণ্ড আরোপের কোন আদেশ বা আরোপিত হয় নাই বা কম আরোপিত হইয়াছে এইরূপ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের আদেশ, উহা দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন এইরূপ ব্যক্তিকে উহার বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দান না করিয়া এবং ব্যক্তিগতভাবে বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কৌসুলী বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে শুনানির সুযোগ দান না করিয়া, প্রদান করা যাইবে না৷
ক্ষমতাপ্রাপ্ত294[ প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি]
৪৬৷ 295[(১)] এই আইন বা বিধির অধীন কোন কার্যধারা উপলক্ষে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা, আপীলাত কর্তৃপক্ষ, বোর্ড বা সরকারের নিকট উপস্থিত হইবার অধিকারী বা উপস্থিতির জন্য তলবকৃত কোন ব্যক্তি Customs Act এর 296[section 196K] তে বর্ণিত কোন ব্যক্তির মাধ্যমে 297[বা চার্টার্ড এ্যাকাউন্টেন্ট এর মাধ্যমে] উপস্থিত হইতে পারিবেন এবং উক্ত Section এর বিধানাবলী তাহার উপর এইরূপে প্রযোজ্য হইবে যেন উহা এই ধারার অধীন উপস্থিতির জন্য এই আইনের অধীন প্রণীত হইয়াছে৷
 
 
 
 
298[(২) এই আইন বা বিধির অধীন যে কোন কার্যধারা উপলক্ষ্যে, বা যে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির পক্ষে মূল্য সংযোজন কর সংক্রান্ত যে কোন কাজ সম্পাদনের জন্য অথবা উক্ত ব্যক্তির পক্ষে উপ-ধারা (১) অনুসারে উক্ত উপ-ধারায় উল্লিখিত কর্মকর্তা, কর্তৃপক্ষ, বোর্ড বা সরকারের নিকট উপস্থিত হওয়ার জন্য বা উক্ত ব্যক্তিকে এই আইন বা বিধি হইতে উদ্ভূত হইয়াছে বা হইতে পারে এমন যে কোন বিষয়ে পরামর্শ প্রদানের জন্য বোর্ড, বিধি দ্বারা নির্ধারিতে পদ্ধতিতে ও শর্তাধীনে, যে কোন ব্যক্তিকে মূল্য সংযোজন কর পরামর্শক হিসাবে লাইসেন্স প্রদান করিতে পারিবে৷]
সরকারের নথিপত্র, ইত্যাদি তলব ও পরীক্ষার ক্ষমতা
৪৭৷ সরকার স্বতঃপ্রবৃত্ত হইয়া অথবা কোন ব্যক্তির আবেদনক্রমে, এই আইনের বা বিধির অধীন কোন আদেশ সংক্রান্ত কার্যধারার নথিপত্র, আদেশ প্রদানের এক বত্সরের মধ্যে, উক্ত আদেশের বৈধতা বা ন্যায্যতা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার উদ্দেশ্যে তলব ও পরীক্ষা করিতে পারিবে এবং উক্তরূপ পরীক্ষান্তে কোন আপাত ভুল বা অশুদ্ধতা সংশোধন করিয়া তত্সম্পর্কে উহা যেরূপ বিবেচনা করে সেইরূপ আদেশ দান করিতে পারিবে:
 
 
তবে শর্ত থাকে যে, অধিকতর মূল্যের পণ্য 299[বাজেয়াপ্তকরণের] কোন আদেশ, বা বাজেয়াপ্তির পরিবর্তে জরিমানা বৃদ্ধির কোন আদেশ, বা কোন অর্থদণ্ড আরোপের কোন আদেশ বা অধিকতর পরিমাণ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের কোন আদেশ, উহা দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন এইরূপ ব্যক্তিকে উহার বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দান না করিয়া এবং ব্যক্তিগতভাবে বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কৌসুলী বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে শুনানির সুযোগ দান না করিয়া, প্রদান করা যাইবে না 300[:
 
 
আরও শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে ধারা ৪২ এর অধীনে আপীল করার সুযোগ থাকা সত্ত্বেও আবেদনকারী উক্ত সুযোগ গ্রহণ করেন নাই, সেই ক্ষেত্রে এই ধারার অধীনে তাহার আবেদন গ্রহণযোগ্য হইবে না৷]
তল্লাশীর ক্ষমতা
৪৮৷ 301[ 302[***] 303[সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর পদমর্যাদার]- এর নিম্ন নহেন এইরূপ কোন মূল্য সংযোজন কর কমকতা লিখিত আদেশ দ্বারা যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে এইরূপ যে কোন স্থান, ঘরবাড়ী, নৌযান বা অন্য কোন যানবাহনে প্রবেশ করিবার ক্ষমতা দান করিতে পারিবে যে স্থান, ঘরবাড়ী, নৌযান বা অন্য কোন যানবাহন হইতে বা দ্বারা এই আইনের অধীন মূল্য সংযোজন কর আরোপযোগ্য কোন পণ্য বা কোন সেবা এই আইন বা কোন বিধির বিধান লংঘন করিয়া সরবরাহ, প্রদত্ত বা বহন করা হয় বা হইয়াছে বলিয়া তিনি বিশ্বাস করেন বা তাহার উক্তরূপ বিশ্বাস করার যুক্তিসংঘত কারণ থাকে এবং উক্ত আদেশে উক্তরূপ স্থান, ঘরবাড়ী, নৌযান বা যানবাহন তল্লাশীর ক্ষমতাও প্রদান করা যাইতে পারে৷
মূল্য সংযোজন কর কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ
304[৪৮ক৷ এই আইন ও তদধীনে প্রণীত বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, Code of Criminal Procedure, 1898 (Act V of 1898), অতঃপর Code of Criminal Procedure বলিয়া উল্লিখিত, এর Section 36 এর অধীন ক্ষমতা প্রয়োগের জন্য সহকারী কমিশনার পদমর্যাদার নিম্ন নহেন এইরূপ যেকোন মূল্য সংযোজন কর কর্মকর্তার উপর Code of Criminal Procedure এর Schedule III তে বর্ণিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করিতে পারিবে৷]
গ্রেফতারের ক্ষমতা
৪৯৷ বোর্ডের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এইরূপ যে কোন ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন যে ব্যক্তি এই আইনের অধীন দণ্ডনীয় কোন অপরাধ করিয়াছেন বলিয়া উক্ত কর্মকর্তার বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রহিয়াছে৷
যে সকল অপরাধের ক্ষেত্রে বিনা পরওয়ানায় গ্রেফতার করা যাইবে না
৫০৷ 305[Code of Criminal Procedure] এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৩৭ এ উল্লিখিত অপরাধসমূহের ক্ষেত্রে অপরাধীকে উক্ত Code এর আওতায় বিনা পরওয়ানায় গ্রেফতার করা যাইবে না৷
তল্লাশী ও গ্রেফতার পদ্ধতি
306[৫১৷ এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীন যে কোন তল্লাশী বা গ্রেফতার Code of Criminal Procedure এর বিধানাবলী অনুযায়ী পরিচালিত হইবে৷]
গ্রেফতারকৃত ব্যক্তিদের ব্যবস্থাপনা
৫২৷ এই আইনের অধীন গ্রেফতারকৃত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে নিকটতম এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে যিনি উক্তরূপ গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে ম্যাজিষ্ট্রেট এর নিকট প্রেরণ করার জন্য 307[কমিশনার], মূল্য সংযোজন কর এর নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন অথবা যদি যুক্তিসংগত দূরত্বের মধ্যে এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা না থাকেন তাহা হইলে গ্রেফতারকৃত ব্যক্তিকে নিকটতম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুসরণীয় পদ্ধতি
৫৩৷ ধারা ৫২ এর অধীন কোন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তার নিকট প্রেরণ করা হয় তিনি তাহাকে এখ্‌তিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট এর নিকট হাজির হওয়ার জন্য জামিন দান করিবেন অথবা জামিন নামঞ্জুর করা হইলে তাহাকে উক্ত ম্যাজিষ্ট্রেট এর হেফাজতে প্রেরণ করিবেন৷
ধারা ৫২ এর অধীন প্রেরিত ব্যক্তির বিরুদ্ধে মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক তদন্ত পদ্ধতি
৫৪৷ (১) ধারা ৫২ এর অধীন কোন ব্যক্তিকে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট প্রেরণ করা হইলে উক্ত কর্মকর্তা তাহার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু করিবেন৷
 
 
(২) এই উদ্দেশ্যে মূল্য সংযোজন কর কর্মকর্তা, কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরওয়ানায় গ্রেফতারযোগ্য কোন অপরাধের তদন্তের ক্ষেত্রে Code of Criminal Procedure এর অধীন যে ক্ষমতা প্রয়োগ করিতে পারেন এবং যে বিধানসমূহের আওতায় থাকেন সেই একই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন এবং সেই একই বিধানসমূহের আওতাধীন থাকিবেন:
 
 
তবে শর্ত থাকে যে,-
 
 
(ক) যদি মূল্য সংযোজন কর কর্মকর্তা এইরূপ অভিমত পোষণ করেন যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য রহিয়াছে বা সন্দেহের যুক্তিসংগত কারণ রহিয়াছে তাহা হইলে তিনি তাহাকে এখ্‌তিয়ারসম্পন্ন ম্যাজিষ্ট্রেটের সম্মুখে হাজির হওয়ার জন্য জামিন মঞ্জুর করিবেন অথবা উক্ত ম্যাজিষ্ট্রেটের হেফাজতে প্রেরণ করিবেন;
 
 
(খ) যদি মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য নাই বা সন্দেহের যুক্তিসংগত কারণ নাই তাহা হইলে তিনি তাহার নির্দেশ মোতাবেক জামানত সহকারে বা জামানত ব্যতীত একটি মুচলেকা প্রদান সাপেক্ষে, এখ্‌তিয়ারসম্পন্ন ম্যাজিষ্ট্রেট যদি তলব করেন, এবং যখন তলব করেন তখন, তাহার সম্মুখে হাজির হওয়ার জন্য উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিবেন এবং উক্ত মামলার পূর্ণ বিবরণী সম্বলিত একটি প্রতিবেদন তাহার উর্ধ্বতন কর্মকর্তার নিকট পেশ করিবেন৷
308[অনাদায়ী ও কম পরিশোধিত মূল্য সংযোজন করসহ অন্যান্য 309[শুল্ক-কর] আদায়]
৫৫৷ 310[(১) যেক্ষেত্রে কোনো নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বা টার্ণওভার কর এর আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তির যোগ্য ব্যক্তি, তদকর্তৃক ধারা ৩৭ এর উপ-ধারা (২) এ বর্ণিত এক বা একাধিক 311[অপরাধ সংঘটনের] কারণে অথবা ভুলবশত: বা ভুল ব্যাখ্যার কারণে, সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয়-
 
 
(ক) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্য বা পরিশোধ করা হয় নাই,
 
 
(খ) একই কারণে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ফেরত প্রদান করা হইয়াছে,
 
 
(গ) ধারা ১৩ এর অধীন মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক, অন্যান্য শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত) প্রত্যর্পণ করা হইয়াছে,
 
 
(ঘ) বাংলাদেশে সরবরাহকৃত কোন পণ্য বা সেবার উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের বিপরীতে সমন্বয় করা হইয়াছে,
 
 
সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে তাহার উপর যে তারিখে উক্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রদেয় হইয়াছিল বা প্রত্যর্পণ বা ফেরত প্রদান বা সমন্বয় করা হইয়াছিল সেই তারিখ হইতে পাঁচ (৫) বৎসরের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা নোটিশ দ্বারা, নোটিশে উল্লিখিত শুল্ক বা মূল্য সংযোজন কর দাবি করিয়া, উহাতে উল্লিখিত সময়সীমার মধ্যে উক্ত শুল্ক বা মূল্য সংযোজন কর পরিশোধের জন্য কারণ দর্শানো নোটিশ জারি করিবেন312[:
 
 
তবে শর্ত থাকে যে, যদি কোন ব্যক্তি ধারা ৩৭ এর উপ-ধারা (২) এর দফা (ক), (গ), (চ), (জ), (ঝ), (ট) ও (ঠ) এর অধীন অপরাধ সংঘটন করেন, তাহা হইলে মূল্য সংযোজন কর কর্মকর্তা, বা ক্ষেত্রমত, সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এই উপ-ধারায় উল্লিখিত ৫(পাঁচ) বৎসর সময়সীমা প্রযোজ্য হইবে না।]]
 
 
 
(২) আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে কোন মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, কোন কারণবশতঃ পরিশোধ করা না হইয়া থাকিলে [বা ভুলবশতঃ কম পরিশোধিত] হইয়া থাকিলে বা ফেরত প্রদত্ত হইয়া থাকিলে উহা Customs Act এর Section 32 [এবং section 83A] তে প্রদত্ত বিধান অনুযায়ী আদায় করা হইবে৷
 
 
313[(৩) উপ-ধারা (১) এর অধীন শুল্ক ও কর প্রদানের জন্য যেই ব্যক্তির নিকট হইতে দাবী করা হয় সেই ব্যক্তি উক্ত উপ-ধারার অধীন কারণ দর্শানো নোটিশে উল্লিখিত সময় সীমার মধ্যে লিখিতভাবে উক্ত দাবীর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করিলে তাহাকে শুনানীর সুযোগদান করিতে হইবে; অতঃপর উক্ত ব্যক্তির উত্থাপিত আপত্তি বিবেচনা করিয়া সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা উক্ত আপত্তি দাখিলের 314[১২০(একশত বিশ) দিনের] মধ্যে বা কোন আপত্তি দাখিল করা না হইলে উক্ত উপ-ধারার অধীন নোটিশ জারীর তারিখের 315[১২০(একশত বিশ) দিনের] মধ্যে নোটিশে দাবীকৃত শুল্ক ও করের পরিমান,প্রয়োজনবোধে, পুনঃনির্ধারণক্রমে চূড়ান্ত করিতে পারিবেন, এবং উক্ত ব্যক্তি নোটিশে দাবীকৃত বা, ক্ষেত্রমত, পুনঃনির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করিতে বাধ্য থাকিবেন৷]
 
 
316[(৪) উপ-ধারা (১) এ অধীন শুল্ক ও কর প্রদানের জন্য যেই ব্যক্তির নিকট হইতে দাবী করা হয়, সেই ব্যক্তি লিখিতভাবে উক্ত দাবীকৃত অর্থ কিস্তিতে পরিশোধের ইচ্ছা ব্যক্ত করিলে কমিশনার তত্কর্তৃক নির্ধারিত শর্ত ও কিস্তিতে উক্ত 317[দাবীকৃত শুল্ক ও কর ] পরিশোধের জন্য আদেশ প্রদান করিতে পারিবেন:
 
তবে শর্ত থাকে যে, কিস্তি প্রদানের সময়সীমা ছয় মাসের অতিরিক্ত হইবে না৷]
সরকারের পাওনা আদায়
৫৬৷ (১) যেক্ষেত্রে কোন ব্যক্তির নিকট হইতে ধার্যকৃত কোন মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কিংবা আরোপিত কোন অর্থদণ্ড কিংবা এই আইনের বা কোন বিধির অধীন সম্পাদিত কোন মুচলেকা বা অন্য কোন দলিলের অধীনে দাবীকৃত কোন অর্থ প্রাপ্য থাকে সেক্ষেত্রে 318[সহকারী কমিশনার পদমর্যাদার নিম্ন নহেন এমন কোন মূল্য সংযোজন কর কমকতা বিধিদ্বারা নিধারিত পদ্ধতিতে-
 
 
(ক) উক্ত অর্থ, যে ব্যক্তির নিকট হইতে উহা আদায়যোগ্য হয় সেই ব্যক্তির কোন অর্থ উক্ত কর্মকর্তা বা যে কোন আয়কর, 319[শুল্ক, মূল্য সংযোজন কর বা আবগারী কর্মকর্তার] নিকট হইতে প্রাপ্য হইলে এবং উহা সেই কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন হইলে, তাহা হইতে কর্তন করিবেন;
 
 
(খ) উক্ত অর্থ যে ব্যক্তির নিকট হইতে আদায়যোগ্য হয় সেই ব্যক্তি পক্ষে বা তাহার হিসাবে কোন অর্থ যে ব্যক্তির নিকট রহিয়াছে বা পরবর্তীকালে থাকিতে পারে সেই ব্যক্তিকে লিখিত নোটিশ দ্বারা, নোটিশে উল্লিখিত পরিমাণ অর্থ, নোটিশ প্রাপ্তির 320[পনের] দিনের মধ্যে উক্ত কর্মকর্তার নিকট পরিশোধ করার 321[বা ক্ষেত্রমত উক্ত অর্থ যে ব্যক্তির নিকট হইতে প্রাপ্য সেই ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে] নির্দেশ দান করিতে পারিবেন;
 
 
322[(খখ) যদি সংশ্লিষ্ট ব্যাংক দফা (খ) এর অধীন প্রদত্ত নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহা হইলে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তা বা কর্মকর্তাগণের বেতন ভাতাদি উক্ত দফার অধীন নোটিশে উল্লিখিত অর্থ উপ-ধারা (৪) এর অধীনে আদায় না হওয়া পর্যন্ত বন্ধ করার উদ্দেশ্যে উক্ত ব্যাংক এর যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দান করিতে পারিবেন;]
 
 
(গ) উক্ত অর্থ সম্পূর্ণরূপে পরিশোধ না করা বা আদায় না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তির ব্যবসায় অংগন হইতে কোন পণ্যের অপসারণ বা সেবা প্রদান বন্ধ 323[বা ব্যবসায় প্রতিষ্ঠানের যানবাহন (পণ্যসহ বা ব্যতিরেকে) আটক] করিতে পারিবেন;
 
 
(ঘ) উক্ত অর্থ সম্পুর্ণরূপে পরিশোধ না করা বা আদায় না হওয়া পর্যন্ত উক্ত ব্যক্তির ব্যবসায় অংগন তালাবদ্ধ করিয়া রাখিতে পারিবেন;
 
324[(ঘঘ) দফা (গ) বা (ঘ) অনুযায়ী কোন ব্যবস্থা গ্রহণ থাকা অবস্থায় কোন পণ্য পচঁনশীল বা নষ্ট হওয়ার উপক্রম হইলে, নিবন্ধিত ব্যক্তিকে নোটিশ প্রদান সাপেক্ষে, সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে, সহকারী কমিশনারের নিম্নে নহেন এরূপ যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা প্রকাশ্য নিলামে বিক্রয় করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন;]
 
(ঙ) উক্ত অর্থ যে ব্যক্তির নিকট হইতে প্রাপ্য সেই ব্যক্তির যে কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক বা বিক্রয় অথবা বিনা ক্রোকে বিক্রয় করিতে পারবেন;
 
 
(চ) উক্ত অর্থ যে ব্যক্তির নিকট পাওনা রহিয়াছে তাহার মালিকানাধীন কোন পণ্য কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা শুল্ক কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন থাকিলে উহা আটক ও বিক্রয় করিয়া উক্ত অর্থ আদায় করিতে পারিবেন 325[;
 
 
(ছ) উক্ত অর্থ যদি কোন ব্যবসায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হইয়া থাকে এবং ব্যবসায় প্রতিষ্ঠানটি হস্তান্তরিত হইয়া থাকে তাহা হইলে উহা যে ব্যক্তির নিকট হস্তান্তরিত হইয়াছে সেই ব্যক্তির নিকট হইতে উক্ত অর্থ আদায় করিতে পারিবেন৷]
 
 
326[(১ক) কোন ব্যক্তির নিকট হইতে উপ-ধারা (১) এ বর্ণিত পাওনা সম্পূর্ণরূপে আদায় না হওয়া পর্যন্ত বা উক্তরূপ পাওনার আইনানুগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত ব্যক্তির নিবন্ধনপত্রের কার্যকারিতা স্থগিত রাখিতে পারিবেন এবং সমুদ্র বন্দর, বিমান বন্দর, অন্য কোন শুল্ক স্টেশন অথবা শুল্কাধীন পণ্যাগারে রক্ষিত সেই ব্যক্তির মালিকানাধীন কোন পণ্যের খালাস কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করিতে পারিবেন৷
 
 
ব্যাখ্যা৷- এই উপ-ধারায় “নিবন্ধনপত্রের কার্যকারিতা স্থগিত” অর্থে কম্পিউটারাইজড বিল অব এন্ট্রি প্রসেসিং সিস্টেম মূল্য সংযোজন কর নিবন্ধন নম্বর (BIN) বন্ধ (Lock) করিয়া রাখাও অন্তর্ভুক্ত হইবে৷]
 
 
(২) যদি উক্ত ব্যক্তির নিকট হইতে উক্ত অর্থ উপ-ধারা (১) এ ব্যবস্থিত পদ্ধতিতে আদায় করা না যায় তাহা হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত অর্থ প্রদানে বাধ্য ব্যক্তির নিকট হইতে প্রাপ্য অর্থের পরিমাণ উল্লেখ করিয়া তাহার স্বাক্ষরে একটি সার্টিফিকেট প্রস্তুত করিয়া উহা এমন কোন জেলা কালেক্টর এর নিকট প্রেরণ করিবেন যাহার অধিক্ষেত্রের মধ্যে উক্ত ব্যক্তি বসবাস করেন বা তাহার কোন সম্পত্তি রহিয়াছে বা তিনি কোন ব্যবসায় পরিচালনা করেন; এবং উক্ত কালেক্টর, উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পর উহাতে উল্লিখিত অর্থ সরকারী পাওনা বা বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায় করার কার্যক্রম শুরু করিবেন৷
 
 
327[(৩) সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা উপ-ধারা (২) এর অধীনে এখ্‌তিয়ারসম্পন্ন জেলা কালেক্টরের নিকট সার্টিফিকেট প্রেরণ করার পর যে কোন সময় উহা সংশোধন বা প্রত্যাহার করিতে বা উহাতে উল্লিখিত অর্থ আদায়ের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত প্রদান করিতে বা উহা বাতিলপূর্বক নূতন সার্টিফিকেট প্রেরণ করিতে পারিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে কোন সার্টিফিকেট প্রত্যাহার করার পূর্বে সংশ্লিষ্ট জেলা কালেক্টর কর্তৃক উহাতে উল্লিখিত অর্থ আদায়ের কার্যক্রম শুরু করা হইয়াছে বা উক্ত অর্থ সম্পূর্ণ বা আংশিক আদায় করা হইয়াছে সেই ক্ষেত্রে সার্টিফিকেটটি প্রত্যাহার করা হয় নাই বলিয়া গণ্য হইবে৷
 
 
(৪) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন কোন নোটিশ প্রাপ্তির পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যাংক কর্তৃপক্ষ উক্ত নোটিশে প্রদত্ত নির্দেশ পালনে ব্যর্থ হন তাহা হইলে উক্ত নোটিশে উল্লিখিত অর্থ উক্ত ব্যক্তি বা ব্যাংক কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্য বকেয়া রাজস্ব পাওনা বলিয়া গণ্য হইবে এবং বকেয়া রাজস্ব হিসাবে উহা আদায়যোগ্য হইবে৷
 
 
(৫) সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা যে কোন সময় উপ-ধারা (১) এর দফা (খ) এর আওতায় দাবীকৃত অর্থের পরিমাণ সংশোধন বা উহা পরিশোধের সময় বৃদ্ধি বা ইস্যুকৃত নোটিশ সংশোধন বা তাহা বাতিল করিতে বা উক্ত অর্থ আদায়ের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করিতে পারিবেন৷]
আদেশ, সিদ্ধান্ত, ইত্যাদি জারী
৫৭৷ এই আইনের অধীন কোন আদেশ বা সিদ্ধান্ত কিংবা কোন সমন বা নোটিশ জারী করা হইবে-
 
 
 
 
(ক) আদেশ, সিদ্ধান্ত, সমন বা নোটিশটি যাহার জন্য অভিপ্রেত তাহাকে বা তাহার এজেন্টকে প্রদান করিয়া বা উহা তাহার বা তাহার এজেন্ট এর নিকট প্রাপ্তি স্বীকারপত্র সহকারে রেজিিষ্ট্রকৃত ডাকযোগে প্রেরণ করিয়া; অথবা
 
 
 
 
(খ) যদি আদেশ, সিদ্ধান্ত বা নোটিশটি দফা (ক) তে ব্যবস্থিত কোন পদ্ধতিতে জারী করা না যায় তাহা হইলে উহা স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের নোটিশ বোর্ডে আঁটিয়া দিয়া৷
প্রমাণিত অবহেলা বা স্বেচ্ছাচারমূলক কার্যের জন্য ব্যতীত ক্ষতি বা অনিষ্টের জন্য ক্ষতিপূরণ প্রদেয় হইবে না
৫৮৷ কোন পণ্যের মালিক, কোন পণ্য মূল্য সংযোজন কর বিভাগের কোন পণ্যগুদামে অথবা শুল্ক এলাকায় অথবা ঘাটে বা অবতরণ স্থানে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার তত্ত্বাবধানে থাকাকালে বা বৈধভাবে আটক থাকাকালে উহার কোন ক্ষতি বা অনিষ্ট হইলে তজ্জন্য উক্ত পণ্যের মালিক কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা হইতে কোন ক্ষতিপূরণ দাবী করিতে পারিবেন না, যদি না ইহা প্রমাণিত হয় যে উক্ত কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলা বা কোন স্বেচ্ছাচারমূলক কার্যের ফলে উক্ত ক্ষতি বা অনিষ্ট সংঘটিত হইয়াছে৷
মালিকানা হস্তান্তর
৫৯৷ কোন নিবন্ধিত ব্যক্তি তাহার 328[ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা], উক্ত ব্যবসায় পরিচালনায় এই আইনের অধীন প্রদেয় সকল মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 329[বা অন্যবিধ পাওনা], সম্পূর্ণরূপে পরিশোধ না করা পর্যন্ত, হস্তান্তর করিতে পারিবেন না 330[:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, উক্ত প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা ক্রয়কারী ব্যক্তি প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক 331[বা অন্যবিধ পাওনা] পরিশোধ করা বিষয়ে কোন তফসিলী ব্যাংকের নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দাখিল করিলে যথোপযুক্ত বিবেচনায় সংশ্লিষ্ট কমিশনার তত্কর্তৃক নির্ধারিত শর্তে উহা হস্তান্তরের অনুমতি প্রদান করিতে পারিবেন৷]
মূল্য সংযোজন কর আইনের ক্ষেত্রে অন্যান্য আইনের প্রয়োগ
৬০৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, Cutoms Act বা Excises and Salt Act, 1944 (I of 1944) এবং উহার অধীন প্রণীত বিধিমালার যে কোন বিধান প্রয়োজনীয় পরিবর্তন সহকারে এই আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হইবে বলিয়া ঘোষণা করিতে পারিবে৷
আদালতের এখ্‌তিয়ার বারিত
৬১৷ এই আইনের অধীন প্রদত্ত কোন আদেশ, অথবা কোন মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরুপণ, ধার্যকরণ বা আদায়করণ বাতিল বা পরিবর্তন করার জন্য কোন দেওয়ানী আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না৷
সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ
৬২৷ এই আইন বা কোন বিধির অধীনে সরল বিশ্বাসে কৃত কোন কার্যের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা উহার কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের বা রুজু করা যাইবে না৷
তথ্যের গোপনীয়তা রক্ষণ
332[৬২ক। নিম্নবর্ণিত সকল বিবরণ এবং তথ্যাদি গোপনীয় থাকিবে, যথা :-
 
(ক) এই আইনের অধীনে গৃহিত যে কোন বিবৃতি, দাখিলপত্র,বা ধারা ২৪ এর উপ-ধারা (২) অনুযায়ী প্রাপ্ত তথ্য ও দলিলাদি এবং ধারা ২৬ অনুযায়ী আটককৃত যে কোন দলিলাদি এবং ধারা ৩১ অনুযায়ী নিবন্ধিত ব্যক্তি কর্তৃকসংরক্ষিত পুস্তক ও নথিপত্র বা তৎকর্তৃক সরবরাহকৃত যে কোন বাণিজ্যিক দলিলাদি;
 
(খ) এই আইনের অধীনে গৃহিত কোন সাক্ষ্য বা এফিডেভিট বা জবানবন্দী;
 
(গ) এই আইনের অধীনে দাবী আদায় সংক্রান্ত যে কোন দলিলাদি।]
মৃত ব্যক্তির সম্পত্তি
৬৩৷ এই আইনের অধীন নিবন্ধিত মৃত ব্যক্তির করদায়িতা তাহার উত্তরাধিকারীগণ কর্তৃক তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির উপর অগ্রগণ্য দায় বলিয়া বিবেচিত হইবে৷
দেউলিয়া ব্যক্তির দায়
৬৪৷ (১) যদি কোন নিবন্ধিত ব্যক্তি দেউলিয়া ঘোষিত হন তাহা হইলে এই আইনের অধীন তাহার করদায়িতা দেউলিয়াত্বের অধীন সম্পত্তির উপর বর্তাইবে, যদি উক্ত সম্পত্তি সম্পর্কিত ব্যবসায় অব্যাহত থাকে৷
 
 
 
 
(২) যদি করদায়িতা কোন সম্পত্তি দেউলিয়াত্বের অধীনে যাওয়ার পর উক্ত সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় পরিচালনাকালে উদ্ভূত হয় তাহা হইলে প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, উক্ত সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় পরিচালনা বাবদ চলতি খরচ বলিয়া গণ্য হইবে এবং উহা অন্যান্য পাওনাদারের দাবী মিটানোর পূর্বে পরিশোধ করিতে হইবে৷
অসুবিধা দূরীকরণ
৬৫৷ এই আইনের বিধানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থ, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
 
 
 
 
মূল্য সংযোজন কর পরিশোধ ব্যতিরেকে কতিপয় পণ্য খালাস এবং কতিপয় পণ্যের মূল্য সংযোজন কর প্রত্যর্পণের ক্ষমতা
৬৬৷ বোর্ড যেরূপ শর্ত, সীমা বা বিধিনষেধ আরোপকরণ উপযুক্ত বিবেচনা করে সেইরূপ শর্ত, সীমা ও বিধিনষেধ সাপেক্ষে, বিধিমালা দ্বারা নির্ধারিত সাধারণ ক্ষেত্রসমূহে বা বিশেষ আদেশ দ্বারা কোন বিশেষ ক্ষেত্রে Customs Act এর Section 21 এর বিধান মোতাবেক মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ ব্যতিরেকে কতিপয় পণ্য খালাস করার অথবা কতিপয় পণ্যের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রত্যর্পণের ক্ষমতা প্রদান করিতে পারিবে৷
333[ফেরত্ প্রদান (Refund)]
৬৭৷ 334[(১) অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফেরত্ প্রদান (refund) করা যাইবে:
 
 
তবে শর্ত থাকে যে, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর পরিশোধের 335[ছয় মাসের] মধ্যে অনুরূপ দাবী উত্থাপন করা না হইলে এই উপ-ধারার অধীন ফেরত্ প্রদানের দাবী গ্রহণযোগ্য হইবে না৷]
 
 
 
 
(২) Customs Act এর Section 81 মোতাবেক সাময়িক পরিশোধিত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে উক্ত 336[ছয় মাসের] মেয়াদ গণনা করা হইবে উক্ত মূল্য সংযোজন কর বা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের চূড়ান্ত নিরূপণের পর উহার সমন্বয় বিধানের তারিখ হইতে৷
আমদানিকৃত পণ্য রপ্তানির ক্ষেত্রে ড্র-ব্যাক
৬৮৷ Customs Act এর Chapter VI এর বিধানাবলী সাপেক্ষে, সহজে সনাক্ত করা যায় এইরূপ কোন পণ্য বাংলাদেশে আমদানিকালে উহার উপর মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ করিয়া বাংলাদেশের বাহিরে কোন স্থানে অথবা কোন বিদেশ গমনকারী যানবাহনে খাদ্য সামগ্রী বা রসদ হিসাবে ব্যবহারের জন্য রপ্তানি করা হইলে উহার উপর প্রদত্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, ড্র-ব্যাক হিসাবে ফেরত প্রদান করা হইবে৷
আমদানি ও রপ্তানির মধ্যবর্তী সময়ে ব্যবহৃত পণ্য বাবদ ড্র-ব্যাক
৬৯৷ ধারা ৬৮ তে যাহা কিছুই থাকুক না কেন, যে পণ্য আমদানি এবং পরবর্তীতে রপ্তানির মধ্যবর্তী সময়ে ব্যবহার করা হইয়াছে সেই পণ্য সম্পর্কিত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, ড্র-ব্যাক হিসাবে তদুদ্দেশ্যে প্রণীত বিধিমালার বিধানাবলী মোতাবেক ফেরত প্রদান করা হইবে৷
যে ক্ষেত্রে কোন ড্র-ব্যাক মঞ্জুর করা হইবে না
৭০৷ 337[ধারা ১৩ এর বিধান ক্ষুন্ন না করিয়া এবং ধারা ৬৮ এবং ৬৯] এ যাহা কিছুই থাকুক না কেন, Customs Act এর Section 39 এর শর্তাবলী যে ক্ষেত্রে প্রযোজ্য সে ক্ষেত্রে কোন ড্র-ব্যাক মঞ্জুর করা হইবে না৷
মূল্য সংযোজন কর তথ্য প্রক্রিয়াকরণ, ইত্যাদি
338[৭০ক। বোর্ড, প্রত্যক্ষ তত্ত্বাবধানে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফি আদায় সাপেক্ষে, মূল্য সংযোজন কর নিবন্ধন, দাখিলপত্র, ইলেকট্রনিক মাধ্যমে কর পরিশোধসহ এতদ্‌সংশ্লিষ্ট অন্য কোন কার্য সম্পাদন, তথ্য প্রক্রিয়াকরণ, প্রতিবেদন প্রস্তুতকরণ, ইত্যাদি বেসরকারী প্রতিস্ঠানের মাধ্যমে সম্পন্ন করিতে পারিবে।]
করণিক ত্রুটি সংশোধন, ইত্যাদি
৭১৷ সরকার, বোর্ড বা কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক এই আইনের অধীন কৃত বা প্রদত্ত কোন কর নিরূপণ, ন্যায়-নির্ণয়ন, সিদ্ধান্ত বা আদেশে কোন করণিক বা গাণিতিক ভুল বা ত্রুটি থাকিলে সরকার, বোর্ড বা, ক্ষেত্রমত, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা কিংবা তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি যে কোন সময় উক্ত ভুল বা ত্রুটি সংশোধন করিতে পারিবেন৷
সরকারী পাওনা অবলোপনের ক্ষমতা
339[৭১ক৷ যে ক্ষেত্রে কোন ব্যক্তির দেউলিয়াত্ব অথবা কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলোপ বা অন্য কোন কারণে এইরূপ নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক কর কিংবা আরোপিত কোন অর্থদণ্ড কিংবা এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীনে সম্পাদিত কোন মুচলেকা বা অন্য কোন দলিলের অধীনে দাবীকৃত কোন অর্থ এই আইনের ধারা ৫৬ এর অধীনে আদায় করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে সরকার উক্ত সরকারী পাওনা অবলোপন (Write off) করিতে পারিবে 340[:
 
তবে শর্ত থাকে যে, অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকারী পাওনা অবলোপনের পর যদি প্রমাণ থাকে যে, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সম্পত্তি নতূনভাবে উদ্ভব হইয়াছে যা ইতোপূর্বে সরকারী অর্থের দায়-দেনা হইতে মুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বীয় সম্পত্তি অসৎ উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করিয়া দেউলিয়া হইয়াছেন, তাহা হইলে উক্ত সম্পত্তির উপর সরকারী পাওনা আদায়ের নিমিত্তে অগ্রাধিকার সৃষ্টি হইবে এবং তাহা এমনভাবে আদায়যোগ্য হইবে যেন নূতনভাবে উদভূত বা অসৎ উদ্দেশ্যে হস্তান্তরিত সম্পত্তির গ্রহীতার উপর সরকারী পাওনা পরিশোধের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত হইয়াছে।]]
কর ফাঁকি, আইন লংঘন ইত্যাদির উদ্‌ঘাটনের জন্য পুরস্কার প্রদান
341[৭১কক৷ এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে, পদ্ধতিতে এবং সীমা সাপেক্ষে, নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পুরস্কার প্রদান করিতে পারে:-
 
 
(ক) এমন কোন ব্যক্তি যিনি এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান লঙ্ঘন করার ব্যাপারে বা তদধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন; বা
 
 
(খ) এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা অন্য কোন সরকারী সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারী যিনি, এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের অধীন আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি বা উহা ফাঁকি দেওয়ার চেষ্টা বা উক্ত আইনের কোন বিধানের লংঘন চিহ্নিত বা উদঘাটন করেন এবং যদি উক্তরূপ তথ্য সরবরাহ বা চিহ্নিতকরণ বা উদঘাটনের ফলে নিম্নরূপ পরিস্থিতির উদ্ভব হইয়া থাকে:-
 
 
(অ) যে পণ্য বা অন্য কিছুর ব্যাপারে উক্ত কর বা রাজস্ব ফাঁকি দেওয়া হইয়াছে বা ফাঁকি দেওয়ার চেষ্টা করা হইয়াছে বা আইনের বিধান লংঘন করা হইয়াছে, সেই পণ্য আটক এবং বাজেয়াপ্ত হয়, বা
 
 
(আ) এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের অধীনে মূল্য সংযোজন কর বা সংশ্লিষ্ট রাজস্ব আদায় হয়, বা ক্ষেত্রমত, দায়ী ব্যক্তির উপর আরোপিত জরিমানা আদায় হয়, বা
 
 
(ই) এই আইন বা সংশ্লিষ্ট অন্য কোন আইনের অধীনে দায়ী ব্যক্তি দণ্ডিত হন342[;
 
 
(গ) এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা কর্মচারী বা অন্য কোন সরকারী সংস্থা বা সরকারের জন্য কাজ করেন এমন কোন ব্যক্তি যিনি এই আইনের অধীন আদায়যোগ্য কর দফা (ক) ও (খ) এ বর্ণিত পদক্ষেপ ব্যতিরেকে অন্য কোনভাবে আদায় করেন বা আদায়ের লক্ষ্যে যথাযথ সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করেন।]]
মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্মচারীদেরকে আর্থিক প্রণোদনা প্রদান।
343[৭১খ। কোনো অর্থ বৎসরে সরকার কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আহরিত হইলে, বোর্ড উক্ত বেশি পরিমাণ আদায়কৃত রাজস্ব হইতে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একটি অংশ, বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বোর্ডের অধীন মূল্য সংযোজন কর কার্যালয়সমূহে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রণোদনা হিসেবে বেতনস্কেল অনুপাতে প্রদান করিতে পারিবে।]
কর ফেরত প্রদান এবং পুরস্কার ও আর্থিক প্রণোদনা সংক্রান্ত তহবিল
344[৭১গ। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নোক্ত তহবিলে সংরক্ষিত অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৮(চ) অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত হইবে, যথাঃ-
 
 
(ক) কর ফেরত প্রদান তহবিল ; এবং
 
 
(খ) পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিল।
 
 
(২) অর্থ বিভাগ বোর্ডের নিজস্ব খাতের অধীনে নিম্নোক্ত হিসাবসমূহ প্রতিষ্ঠা করিবে, যথাঃ-
 
 
(ক) ‘‘কর ফেরৎ প্রদান তহবিল’’ যেখানে কর ফেরত প্রদানযোগ্য অর্থ সংরক্ষিত হইবে এবং মূল্য সংযোজন কর কর্মকর্তা হিসাবে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার উক্ত তহবিল হইতে ধারা ৬৭ এর অধীনে পরিশোধযোগ্য কর ফেরত প্রদান করিবেন; এবং
 
 
(খ) ‘‘পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিল’’ যেখানে পুরস্কার এবং আর্থিক প্রণোদনা প্রদানযোগ্য অর্থ সংরক্ষিত হইবে এবং উক্ত তহবিল হইতে বোর্ড ধারা ৭১কক এবং ৭১খ এর অধীনে পরিশোধযোগ্য পুরস্কার ও আর্থিক প্রণোদনা প্রদান করিবে।
 
 
(৩) উপ-ধারা (২) এ বর্ণিত হিসাবসমূহ সংশ্লিষ্ট অর্থ বৎসরে এপ্রোপ্রিয়েশন আইন(Appropriation Act)এর অধীন বোর্ড এবং মূল্য সংযোজন কর দপ্তরকে প্রদত্ত বাৎসরিক মঞ্জুরী হইতে পৃথক হইতে হইবে।
 
 
(৪) কর ফেরত প্রদান তহবিলে ঘাটতি হইলে, সংযুক্ত তহবিলের বিপরীতে একটি দায় সৃষ্টির মাধ্যমে উহা পরিশোধ করিতে হইবে এবং ফেরত প্রদানযোগ্য অর্থের জন্য তহবিলের হিসাব গণনায় ব্যবহৃত শতকরা হার বৃদ্ধি করিয়া উহা সম্প্ন্ন করিতে হইবে।
 
 
(৫) কর ফেরত প্রদান তহবিলের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ অনুমিত কর ফেরত দাবী মিটাইবার জন্য আবশ্যকীয় পরিমাণ অপেক্ষা বেশী হইলে, রিজার্ভের পরিমাণ প্রয়োজনীয় স্তরে নামিয়া না আসা পর্যন্ত আর কোন অর্থ মোট দৈনিক কর রাজস্ব হইতে পৃথক করিয়া রাখা যাইবে না।
 
 
(৬) কোন অর্থ বৎসরের শেষে পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিলে কোন অর্থ অবশিষ্ট থাকিলে উহা সংযুক্ত তহবিলে স্থানান্তরিত হইবে, যদি না উক্ত অর্থ বৎসর সমাপ্তির পর অন্যূন ০৩ (তিন) মাসের কম সময়ের মধ্যে উক্ত অর্থ বৎসরে এই আইনের আওতায় কর আদায়ের বিষয়ে পুরস্কার হিসাবে উহা পরিশোধিত হয়।
 
 
ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্যপুরণকল্পে-
 
 
(ক) ‘‘কর ফেরত প্রদান তহবিল’’ বলিতে কোন অর্থ বৎসরের সম্ভাব্য সকল ফেরত দাবী মিটাইবার লক্ষ্যে, বোর্ড কতৃর্ক নির্ধারিত এই আইনের অধীন আদায়কৃত সর্বমোট কর রাজস্বের নির্ধারিত শতাংশ হারে হিসাবকৃত অর্থকে বুঝাইবে; এবং
 
 
(খ) ‘‘পুরস্কার ও আর্থিক প্রণোদনা তহবিল’’ বলিতে এই আইনের অধীন আদায়কৃত সর্বমোট কর রাজস্বের শূন্য দশমিক এক শতাংশ (এক শতাংশের একদশমাংশ) পরিমাণ অর্থকে বুঝাইবে।]
বিধি প্রণয়নের ক্ষমতা
৭২৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন 345[এবং প্রণীত বিধির ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English text) প্রকাশ] করিতে পারিবে 346[:
 
তবে শর্ত থাকে যে, বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।]
 
(২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:-
 
 
(ক) 347[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরূপণ, ধার্যকরণ ও আদায়করণ এবং উক্তরূপ ধার্যের জন্য মূল্য নির্ধারণ, মূল্য ঘোষণা ও ঘোষিত মূল্য যাচাই বাছাইকরণ প্রক্রিয়া ]উপকরণ কর রেয়াত গ্রহণ এবং এই আইনের অধীন দায়িত্বসমূহ পালনকারী কর্তৃপক্ষসমূহ নির্ধারণ;
 
 
(খ) মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য উহার উত্পাদন বা প্রস্তুতকরণের স্থান 348[বা ব্যবসায় স্থল] হইতে অপসারণ ও পরিবহন;
 
 
(গ) এই আইনের অধীন কোন বিধির প্রয়োগের তদারকীর জন্য সরকারী কর্মকর্তা নিয়োগ;
 
 
(ঘ) করযোগ্য পণ্য, অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং উক্তরূপ পণ্যসমূহ প্রস্তুতকরণ বা উত্পাদনে 349[বা সরবরাহে] ব্যবহৃত উপকরণসমূহ পণ্য 350[প্রস্তুতকরণ বা উত্পাদনের স্থানে বা ব্যবসায় স্থলে] পৃথক পৃথকভাবে রক্ষণ;
 
 
(ঙ) করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদানে নিয়োজিত কোন ব্যক্তি কর্তৃক এই আইনের অধীন প্রয়োজনীয় তথ্য সরবরাহ;
 
 
(চ) করযোগ্য পণ্য কেবল নির্ধারিত মোড়ক, থলিয়া বা কোষে সরবরাহকরণ এবং যে মোড়ক, থলিয়া বা কোষে উহা সরবরাহ করা হয় তাহাতে উহার খুচরা মূল্য মুদ্রণ, উত্কীর্ণকরণ বা বুনন বাধ্যতামূলককরণ;
 
 
(ছ) যে কোন পণ্য সম্পর্কে এই আইন বা কোন বিধি লংঘন করা হয় তাহার বাজেয়াপ্তকরণ;
 
 
(জ) 351[প্রস্তুতকৃত বা উত্পাদিত বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের] নমুনা সংগ্রহ ও উহার পরীক্ষা এবং করযোগ্য পণ্য পরিবহনকারী যানবাহন পরিদর্শন, তল্লাশী ও আটক;
 
 
(ঝ) পণ্য বা সেবা রপ্তানি এবং রপ্তানি সংক্রান্ত রেয়াত ও প্রত্যর্পণ পদ্ধতি;
 
 
(ঞ) এই ধারার অধীন প্রণীত কোন বিধি হইতে উদ্ভূত কোন বিষয় সম্পর্কে লিখিত নির্দেশ প্রদানের জন্য 352[কমিশনার], মূল্য সংযোজন করকে ক্ষমতা প্রদান 353[;
 
 
354[(ট) ধারা ৭১কক এর বিধান অনুযায়ী পুরস্কার প্রদান৷]]
 
 
(৩) এই ধারার অধীন প্রণীত বিধিতে বোর্ড এইরূপ বিধান করিতে পারিবে যে কোন বিধি লংঘনকারী ব্যক্তি, এই আইনের অধীনে তাহার বিরুদ্ধে অন্য যে কোন ব্যবস্থা গ্রহণের বিধান ক্ষুণ্ন না করিয়া, 355[***] সংশ্লিষ্ট পণ্য সরবরাহ বা সেবা প্রদানের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের 356[অনুর্ধ্ব দেড়গুণ] পরিমাণ 357[***] অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত লংঘন যে পণ্য বা সেবা সম্পর্কিত হয় উহা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে৷
ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ, ইত্যাদি
358[৭২ক। (১) এই আইন প্রবর্তনের পর সরকার, প্রয়োজন মনে করিলে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।
 
(২) বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।]
রহিতকরণ ও হেফাজত
৭৩৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে Business Turnover Tax Ordinance, 1982 (XVIII of 1982) এবং Sales Tax Ordinance, 1982 (XVIII of 1982), অতঃপর উক্ত অধ্যাদেশগুলি বলিয়া উল্লিখিত, রহিত হইবে৷
 
 
(২) উক্ত অধ্যাদেশগুলি উক্তরূপে রহিত হওয়া সত্ত্বেও-
 
 
(ক) উক্ত অধ্যাদেশগুলির অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা, যতদূর পর্যন্ত উহা এই আইনের বিধানাবলীর সহিত অসঙ্গতিপূর্ণ না হয় ততদূর পর্যন্ত, ইতিমধ্যে কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা ক্ষুণ্ন না করিয়া এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
 
 
(খ) উক্ত অধ্যাদেশগুলির অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারীকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত, বা জারীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
 
 
(গ) উক্ত অধ্যাদেশগুলির কোন একটির দ্বারা বা উহার অধীন আরোপিত কোন কর বা ফিস বা অন্য কোন পাওনা, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে, অনাদায়ী থাকিলে উহা উক্ত অধ্যাদেশ অনুযায়ী আদায় করা হইবে, যেন উক্ত অধ্যাদেশ রহিত হয় নাই৷
 
 
(৩) মূল্য সংযোজন কর অধ্যাদেশ, ১৯৯১ (অধ্যাদেশ নং ২৬, ১৯৯১) এতদ্বারা রহিত করা হইল৷
 
 
359[(৪) উপ-ধারা (৩) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন-
 
 
(ক) কৃত সকল কাজকর্ম বা গৃহীত সকল ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
 
 
(খ) প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ ও জারীকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত বা জারীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷]

  • 1
    “, প্রয়োগ” কমা ও শব্দটি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত
  • 2
    “বিষয় বা প্রসঙ্গের” শব্দগুলি “বিষয় এবং প্রসঙ্গের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 3
    “বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি এবং কমাগুলি অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে বিলুপ্ত
  • 4
    দফা (গ) অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 5
    "ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি এক্সেসরিজ" শব্দগুলি এবং কমাগুলি অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারা বলে সন্নিবেশিত।
  • 6
    “যে কোন গ্যাস, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী” শব্দগুলি ও কমাগুলি “মোড়ক সামগ্রী” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 7
    “পণ্য বা সেবা” শব্দগুলি “পণ্য” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৭ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 8
    দফা(ঘ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারা বলে প্রতিস্থাপিত।
  • 9
    ‘‘অগ্রিম আদায়কৃত’’ শব্দগুলি ‘‘উৎসে কর্তিত’’ শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 10
    দফা (ঘঘ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৫ ধারাবলে বিলুপ্ত
  • 11
    দফা (ঘঘঘ) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৬ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 12
    “টার্ণওভার কর বা” শব্দগুলি “মূল্য সংযোজন কর বা” শব্দগুলির পর অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৪৭ ধারাবলে সন্নিবেশিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 13
    দফা (ছ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 14
    “কমিশনার” শব্দটি “কালেক্টর” শব্দের পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 15
    “কমিশনার” শব্দটি “কালেক্টর” শব্দের পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 16
    “ফরমে” শব্দটি “ফর্মে” শব্দের পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 17
    “কমিশনারের” শব্দটি “কালেক্টরের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 18
    দফা (ঞ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 19
    দফা (ঞঞ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৫ ধারাবলে বিলুপ্ত
  • 20
    দফা (ঞঞঞ) অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬২ (খ) ধারাবলে অন্তর্ভুক্ত।
  • 21
    দফা (ডড) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৫ ধারাবলে বিলুপ্ত
  • 22
    দফা (ণ) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 23
    দফা (পণ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে সন্নিবেশিত
  • 24
    দফা (পণ), দফা (ণণ) হিসাবে অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭১ ধারাবলে পুনসংখ্যায়িত
  • 25
    “পণ” শব্দটি “ণণ” বর্ণগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 26
    উপ-দফা (ঊ) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত
  • 27
    দফা (থথ), (থথথ) এবং (থথথথ) পূর্ববর্তী দফা (থথ) এর পরিবর্তে অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 28
    “পণের বিনিময়ে” শব্দগুলি “পণ্যের বিনিময়ে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৬ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 29
    “পণের বিনিময়ে” শব্দগুলি “পণ্যের বিনিময়ে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৬ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 30
    দফা (থথথথথ) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৬ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 31
    দফা (দদ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৫ ধারাবলে বিলুপ্ত
  • 32
    দফা (দদদ) এবং (দদদদ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে সন্নিবেশিত
  • 33
    দফা (ধধ) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৫ ধারাবলে সন্নিবেশিত
  • 34
    দফা (ন) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 35
    “আগাম আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “আগাম আয়কর” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 36
    দফা (ফফ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৫ ধারাবলে বিলুপ্ত
  • 37
    দফা (ভ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 38
    “বা আগাম আয়কর” শব্দগুলি অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩১ ধারাবলে বিলুপ্ত
  • 39
    দফা (ম) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 40
    "রাজস্ব কর্মকর্তা" শব্দগুলি "সুপারিনটেনডেন্ট" শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 41
    দফা (য) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৯ নং আইন) এর ৫৮ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৭ তারিখ হইতে কার্যকর।
  • 42
    “রাজস্ব কর্মকর্তা” শব্দগুলি “সপারিনটেনডেন্ট” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 43
    "রাজস্ব কর্মকর্তা" শব্দগুলি "সুপারিনটেনডেন্ট" শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 44
    দফা (র) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১ ধারাবলে সন্নিবেশিত।
  • 45
    দফা (ল) এবং (ব) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৬ ধারাবলে সংযোজিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 46
    দফা(শ) দফা (ব) এর পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭১(ছ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 47
    “এবং” শব্দটি অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৭ (খ)(১) ধারাবলে বিলুপ্ত।
  • 48
    ; এবং” চিহ্ন ও শব্দ (।) দাঁড়ি এর পরিবর্তে অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৭ (খ)(২) ধারাবলে সংযোজিত।
  • 49
    উপ-দফা (ই) অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৭ (খ)(৩) ধারাবলে সংযোজিত।
  • 50
    ধারা ২ক অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৩ ধারাবলে সন্নিবেশিত।
  • 51
    “দ্বিতীয় তফসিলে উল্লিখিত সেবাসমূহ ব্যতীত” শব্দগুলি “দ্বিতীয় তফসিলে উল্লিখিত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 52
    ‘‘বাংলাদেশে আমদানিকৃত বা’’ শব্দগুলি ‘‘সেবাসমুহ ব্যতীত’’ শব্দগুলির পর অর্থ আইন, ২০১২ এর ৫৯ ধারাবলে সন্নিবেশিত।
  • 53
    “বাংলাদেশ প্রদত্ত” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 54
    দফা(কক) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭২ ধারাবলে বিলুপ্ত।
  • 55
    দফা(খ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 56
    উপ-ধারা (৩) অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 57
    দফা(ঘ) ও (ঙ), দফা (ঘ) এর পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭২ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 58
    ‘‘সরবরাহকারী ও সেবাগ্রহণকারী’’ শব্দগুলি ‘‘সরবরাহকারী’’ শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 59
    উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত
  • 60
    উপ-ধারা (৫) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৬ ধারাবলে সংযোজিত
  • 61
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 62
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৩ ধারাবলে সংযোজিত ।
  • 63
    “অথবা section 25A” শব্দগুলি, সংখ্যাটি ও অক্ষরটি অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত
  • 64
    “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী” শব্দগুলি “প্রস্তুতকারক বা উত্পাদক” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 65
    “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ীর” শব্দগুলি “প্রস্তুতকারক বা উত্পাদকের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 66
    “ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ, ফি ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) এবং মুনাফা অন্তর্ভুক্ত থাকিবে” শব্দগুলি, কমাগুলি, ও বন্ধনী “ব্যবসায়ীর যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) অন্তর্ভুক্ত থাকিবে” শব্দগুলি, কমাগুলি, ও বন্ধনীর পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 67
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত
  • 68
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত
  • 69
    শর্তাংশটি অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 70
    “আরও” শব্দটি অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৪ ধারাবলে বিপুপ্ত।
  • 71
    উপ-ধারা (২ক) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৯ নং আইন) এর ৫৯ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৭ তারিখ হইতে কার্যকর।
  • 72
    উপ-ধারা (২খ) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৬ ধারাবলে সন্নিবেশিত
  • 73
    উপ-ধারা (২গ) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৮ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 74
    শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 75
    উপ-ধারা (৪) এর শর্তের প্রান্তস্থিত “।“ পরিব্রর্তে “:” প্রতিস্থাপিত এবং অতঃপর নতুন শর্ত অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৪৮ ধারাবলে সংযোজিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 76
    উপ-ধারা (৪ক) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 77
    উপ-ধারা (৬) এবং (৭) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সন্নিবেশিত
  • 78
    উপ-ধারা (৬) অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ৯ ধারাবলে বিলুপ্ত
  • 79
    “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্য বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 80
    দফা (গ) এর প্রান্তস্থিত “।“ দাড়ির পরিব্রর্তে “;” সেমি-কোলোন প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ঘ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৫ ধারাবলে সংযোজিত।
  • 81
    উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 82
    “বা উৎসে কর্তনের” শব্দগুলি অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৫ ধারাবলে সন্নিবেশিত।
  • 83
    উপ-ধারা (৪ক), (৪খ) এবং (৪গ) অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত
  • 84
    উপ-ধারা (৪ক), (৪কক) পূর্ববর্তী উপ-ধারা (৪ক) এর পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 85
    “স্ট্যাম্প বা ব্যাণ্ডরোল” শব্দগুলি “ব্যাণ্ডরোল” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৪ ধারাবলে প্রতিস্থাপিত
  • 86
    “(৪কক), (৪খ) এবং (৪ঘ) ” উপ-ধারা গুলি “(৪কক),(৪খ)এবং (৪ঘ) ” উপ-ধারার পরিবর্তে অর্থ আইন, (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৫ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 87
    , প্রযোজ্য হারে,” শব্দগুলি ও কমাগুলি “সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে” শব্দগুলির পর অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৮ (ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 88
    বৈদেশিক সাহায্যপুষ্ট” শব্দগুলি অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৮ (খ) ধারাবলে বিলুপ্ত।
  • 89
    উপ-ধারা (৪ককক) অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৫(গ) ধারাবলে সন্নিবেশিত।
  • 90
    উপ-ধারা (৪গ) অর্থ আইন, ২০১২ এর ৬০ ধারাবলে বিলুপ্ত।
  • 91
    উপ-ধারা (৪ছ) অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৫(ঙ) ধারাবলে সন্নিবেশিত।
  • 92
    উপ-ধারা(৫) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৫ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 93
    উপ-ধারা (৬) অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৫(চ) ধারাবলে সংযোজিত।
  • 94
    “এবং অন্যান্য পণ্য ও সেবা যাহার উপর জনস্বার্থে সম্পূরক শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত
  • 95
    “অথবা section 25A” শব্দগুলি, সংখ্যাটি ও অক্ষরটি অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত
  • 96
    “আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য” শব্দগুলি “আমদানি শুল্ক যে মূল্যের উপর আরোপিত হয় সেই মূল্য” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 97
    “এবং অন্যান্য শুল্ক ও কর( অগ্রিম আয়কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর ব্যতীত ) যোগ” শব্দগুলি, বন্ধনী ও কমা “যোগ” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫০ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 98
    “এবং করযোগ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 99
    “যাহাতে” শব্দটি “যাহা” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 100
    “এবং” শব্দটি অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে বিলুপ্ত
  • 101
    দাঁড়ির (৷) পরিবর্তে “; এবং” সেমিকোলন এবং শব্দটি প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ঘ) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত
  • 102
    উপ-ধারা (১) ও (১ক) অর্থ আইন, ২০১২ এর ৬১ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 103
    ‘‘ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান’’ শব্দগুলি ‘‘তালিকাভুক্তি’’ শব্দটির পর অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৬(ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 104
    উপ-ধারা (৩) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত
  • 105
    উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 106
    ধারা ৮ঘ অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৭ ধারাবলে সন্নিবেশিত
  • 107
    “, সম্পূরক শুল্ক ও আবগারী শুল্ক” কমা এবং শব্দগুলি “মূল্য সংযোজন কর” শব্দগুলির পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ১০ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৮ তারিখ হইতে কার্যকর।
  • 108
    উপ-ধারা (১) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 109
    “, বাণিজ্যিক আমদানিকারক” কমা ও শব্দগুলি “ব্যবসায়ী” শব্দটির পর অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৯ (ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 110
    “বা সেবা প্রদানে” শব্দগুলি “পণ্য উৎপাদনে” শব্দগুলির পর অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ৫৮ ধারাবলে সন্নিবেশিত।
  • 111
    “প্রতিস্থাপন, সম্প্রসারণ,” শব্দগুলি ও কমাগুলি অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৫ ধারাবলে সন্নিবেশিত
  • 112
    “জেনারেটর ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও নকশা, যানবাহন ভাড়া বা লীজ গ্রহণ এবং উহাদের” শব্দগুলি ও কমাগুলি “জেনারেটর ইত্যাদি ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও নকশা, যানবাহন, ইত্যাদি ভাড়া বা লীজ গ্রহণ, ইত্যাদির” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(ক) ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 113
    দফা (চ) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 114
    দফা (ছছ) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৩৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 115
    “মূল্য বা” শব্দগুলি অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৬ ধারাবলে বিলুপ্ত।
  • 116
    উপ-দফা (অঅ) অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৯ (খ) ধারাবলে সন্নিবেশিত।
  • 117
    দফা (জজ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮০ ধারাবলে সন্নিবেশিত
  • 118
    “ও সেবা প্রদানকারী” শব্দগুলি “পণ্য সরবরাহকারী” শব্দগুলির পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ১০ নং আইন) এর ৪২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৮ তারিখ হইতে কার্যকর।
  • 119
    দফা (ঞ) অর্থ আইন, ২০১২ এর ৬২ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 120
    দফা “(ট),(ঠ),(ড) এবং (ঢ) ” দফা(ট) এর পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৬ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 121
    “একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে উপকরণ আদান-প্রদানের ক্ষেত্র ব্যতীত” শব্দগুলি “পণ্য” শব্দের পূর্বে অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৩৯ (গ) ধারাবলে সন্নিবেশিত।
  • 122
    ‘ব্যাখ্যা’ অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৪৮ ধারাবলে সন্নিবেশিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 123
    উপ-ধারা (১ক) অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৭ ধারাবলে বিলুপ্ত।
  • 124
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 125
    “গৃহীত রেয়াত নাকচ করিবার লক্ষ্যে কারণ দর্শানের নোটিশ জারি করিয়া এবং শুনানির সুযোগ প্রদান করিয়া চলতি হিসাব বা দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধন করিতে পারিবেন অথবা সমন্বয় সাধন করিবার নির্দেশ দিতে পারিবেন” শব্দগুলি “গৃহীত রেয়াত নাকচ করিয়া চলতি হিসাব বা দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধনের নির্দেশ দিতে পারিবেন” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(খ) ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 126
    উপ-ধারা (২ক) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫১ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 127
    “সিদ্ধান্তের” শব্দ “নির্দেশের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(গ) ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 128
    “সিদ্ধান্তের” শব্দ “নির্দেশের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(গ) ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 129
    “সিদ্ধান্ত” শব্দ “নির্দেশ” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(গ) ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 130
    “পনের কার্যদিবসের” শব্দগুলি “সাত কার্যদিবসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৯ নং আইন) এর ৬০ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৭ তারিখ হইতে কার্যকর।
  • 131
    “ত্রিশ” শব্দ “পনের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 132
    “এবং উক্ত কর্মকর্তার অনুরূপ কোন আদেশ চূড়ান্ত হইবে” শব্দগুলি অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৮(ঘ) ধারাবলে বিলুপ্ত (with effect from 1st July 2016).
  • 133
    উপ-ধারা (৪) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮০ ধারাবলে সংযোজিত।
  • 134
    “প্রত্যর্পণ (Drawback)” শব্দগুলি ও বন্ধনী “প্রত্যর্পণ” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 135
    Customs Act, 1969 (IV of 1969) এর Chapter VI এর বিধানাবলীতে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীনে” শব্দগুলি, কমাগুলি, বন্ধনী ও সংখ্যাগুলি অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৯০ ধারাবলে সন্নিবেশিত
  • 136
    “আগাম প্রদত্ত আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উত্পাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “আগাম প্রদত্ত আয়কর” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 137
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে সংযোজিত
  • 138
    শর্তাংশটি অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 139
    উপ-ধারা (১ক) অর্থ আইন, ২০০৫ (২০০৫ সনের ১৬ নং আইন) এর ৩৭ ধারাবলে সন্নিবেশিত
  • 140
    উপ-ধারা (৩) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত
  • 141
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৬৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 142
    উপ-ধারা (১ক) অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত
  • 143
    “যে কোন পণ্য বা সেবার আমদানিকারক বা” শব্দগুলি “যে কোন পণ্যের আমদানিকারক বা যে কোন পণ্য বা সেবার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৪৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 144
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ৯ ধারাবলে সংযোজিত
  • 145
    শর্তাংশ অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 146
    প্রথম শর্তাংশ অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৪৯(খ)(অ) ধারাবলে বিলুপ্ত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 147
    “তবে” শব্দটি “আরও” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৪৯(খ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 148
    উপ-ধারা (৩ক) অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ৫৯ ধারাবলে বিলুপ্ত।
  • 149
    “নিবন্ধিত করিয়া তাহাকে অবহিত করিবেন” শব্দগুলি “নিবন্ধিত হইতে বাধ্য করিবেন” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 150
    উপ ধারা (৫) অর্থ আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৯ নং আইন) এর ৬১ ধারাবলে সন্নিবেশিত।
  • 151
    উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ৯ ধারাবলে পুনসংখ্যায়িত
  • 152
    “ফরমে” শব্দটি “ফর্মে” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 153
    উপ-ধারা (২) অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ৯ ধারাবলে সংযোজিত
  • 154
    “সেবা ব্যতীত, কোন” শব্দগুলি ও কমা অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮১ ধারাবলে বিলুপ্ত
  • 155
    “পরিবর্তন করার ইচ্ছা করিলে নিবন্ধিত ব্যক্তি উক্ত পরিবর্তনের তারিখের অন্যুন চৌদ্দ দিন পূর্বে” শব্দগুলি “পরিবর্তন হইলে নিবন্ধিত ব্যক্তি উক্ত পরিবর্তনের চৌদ্দ দিনের মধ্যে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 156
    “অথবা তালিকাভূক্ত” শব্দগুলি “নিবন্ধিত” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 157
    “অথবা তালিকাভূক্তি সংখ্যা” শব্দগুলি “নিবন্ধন” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 158
    “কোলন” চিহ্নটি “দাড়ি” চিহ্নের পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশ অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সংযোজিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 159
    উপ-ধারা (১ক) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮২ ধারাবলে সন্নিবেশিত
  • 160
    “অথবা তালিকাভূক্ত” শব্দগুলি “নিবন্ধিত” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 161
    “নিবন্ধন অথবা তালিকাভুক্তি সংখ্যা গ্রহণ করিয়াছেন অথবা ধারা ৩৭ এর উপ-ধারা (৪) এর দফা (ক) অনুসারে নিন্ধন বাতিল করা হইয়াছে” শব্দগুলি, সংখ্যাগুলি, বর্ণ ও বন্ধনীগুলি “নিবন্ধন গ্রহণ করিয়াছেন” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 162
    “অথবা তালিকাভূক্ত” শব্দগুলি “নিবন্ধিত” শব্দের পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 163
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 164
    উপ ধারা (৪) অর্থ আইন, ২০১০ ( ২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৭ ধারাবলে সংযোজিত।
  • 165
    ‘‘নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত” শব্দগুলি “ নিবন্ধন ব্যতীত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 166
    ধারা ১৯ক অর্থ আইন, ২০১২ এর ৬৩ ধারাবলে সন্নিবেশিত ।
  • 167
    ‘‘নিবন্ধন বা টার্নওভার তালিকাভুক্ত ব্যতীত” শব্দগুলি “ নিবন্ধন ব্যতীত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 168
    ধারা ২০ অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 169
    বিদ্যমান ধারাটি উপ-ধারা (১) হিসেবে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৮ ধারাবলে সংখায়িত।
  • 170
    দফা (কক) ও (ককক) হিসাবে দফা (ক) ও (কক) পুনঃসংখ্যায়িত এবং পুনঃসংখ্যায়িত দফা (কক) এর পূর্বে দফা (ক) অর্থ আইন, ২০১২ এর ৬৪ (ক) ধারাবলে সংযোজিত।
  • 171
    ‘‘চীফ কমিশনার, মূল্য সংযোজন কর;’’ শব্দাবলী, কমা ও সেমিকোলন ‘‘কমিশনার, মূল্য সংযোজন কর;’’ শব্দাবলী, কমা ও সেমিকোলন এর পরিবর্তে অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭০ ধারাবলে প্রতিস্থাপিত এবং একইসাথে দফা (কক) সন্নিবেশিত।
  • 172
    দফা (গগ) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৯ নং আইন) এর ৬২ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৭ তারিখ হইতে কার্যকর।
  • 173
    দফা (চ) ও (ছ) অর্থ আইন, ২০১২ এর ৬৪ (খ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 174
    “রাজস্ব কর্মকর্তা” শব্দগুলি “সুপারিনটেনডেন্ট” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 175
    “সহকারী রাজস্ব কর্মকর্তা” শব্দগুলি “ইন্সপেক্টর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) ঙি ৭৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 176
    উপ-ধারা (২) সংখায়িত উপ-ধারা (১) এর পর অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৮ ধারাবলে সংযোজিত।
  • 177
    ধারা ২২ অর্থ আইন, ২০০৪ (২০০৩ সনের ১৬ নং আইন) এর ৫১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 178
    উপ-ধারা (১) অর্থ আইন, ২০১২ এর ৬৫ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 179
    ধারা ২৪ অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 180
    উপ-ধারা (১) অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ৬০ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 181
    “, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, অডিট এন্ড একাউন্টিং ফার্ম এবং ক্রেডিট রেটিং এজেন্সি এর” শব্দগুলি ও কমাগুলি “সকল ব্যাংক” শব্দগুলির পর অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৫০ ধারাবলে সন্নিবেশিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 182
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৭৯ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 183
    ‘‘সহকারী কমিশনার বা সহকারী পরিচালক” শব্দগুলি “ সহকারী কমিশনার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৮ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 184
    ধারা ২৪ক অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 185
    “উদ্দেশ্য” শব্দটি “উদ্দেশ্যে” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৩ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 186
    “রাজস্ব কর্মকর্তার” শব্দগুলি “সুপারিন্‌টেনডেন্টের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 187
    ধারা ২৬ অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 188
    ‘‘সহকারী কমিশনার বা সহকারী পরিচালক” শব্দগুলি “সহকারী কমিশনার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 189
    “উক্ত দলিলাদি ও ক্ষেত্রমত, পণ্য আটক করিতে বা আটককৃত পণ্য হেফাজত বা সংরক্ষণের উদ্দেশ্যে উৎপাদনস্থল, সরবরাহস্থল, বা ব্যবসায়স্থলে, সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর্মকর্তা, তালাবদ্ধ করিতে” শব্দগুলি ও কমা গুলি অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮১ ধারাবলে সন্নিবেশিত।
  • 190
    ‘‘সহকারী কমিশনার বা সহকারী পরিচালক” শব্দগুলি “সহকারী কমিশনার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 191
    ‘‘কর’’ শব্দটি ‘‘রাজস্ব’’ শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ৬১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 192
    "নির্ধারিত সময়ের জন্য, সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক একাউন্ট অপরিচালনযোগ্য (freeze) করাসহ" শব্দগুলি, কমাগুলি ও বন্ধনী অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮১ ধারাবলে সনি্নবেশিত ।
  • 193
    ‘‘ রাজস্ব কর্মকর্তা শব্দগুলি’’ ‘‘সুপারিনটেনডেন্ট’’ শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১০ ( ২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮১ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 194
    ধারা ২৬ক ও ২৬খ পূর্ববর্তী ধারা ২৬ক এর পরিবর্তে অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 195
    “উপ-ধারা (৩) ও (৪) এর অধীন কর নির্ধারণের” শব্দগুলি, হাইফেন, বন্ধনীগুলি ও সংখ্যাগুলি “এই ধারার বিধান কার্যকর করার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৫১ ধারাবলে প্রতিস্থাপিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 196
    “সহকারী কমিশনার এর পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ মূল্য সংযোজন কর কর্মকর্তার” শব্দগুলি ““কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৪ ধারাবলে প্রতিস্থাপিত
  • 197
    ‘‘সহকারী কমিশনার বা সহকারী পরিচালক” শব্দগুলি “সহকারী কমিশনার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৭০ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 198
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত
  • 199
    শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 200
    “পুস্তক ও নথিপত্র” শব্দগুলি “নথিসমূহ” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 201
    “ফরম” শব্দটি “ফর্ম” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 202
    দফা (ঙঙ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৯৩ ধারাবলে সন্নিবেশিত
  • 203
    “পুস্তক ও নথিপত্র” শব্দগুলি “নথিপত্র” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 204
    শর্তাংশটি অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 205
    উপ-ধারা (১) হিসাবে বিদ্যমান বিধান পুনঃসংখ্যায়িত এবং পুনঃসংখ্যায়িত উপ-ধারা (১) এর পর উপ-ধারা (২) অর্থ আইন, ২০১২ এর ৬৮ ধারাবলে সংযোজিত।
  • 206
    “নির্ধারিত পদ্ধতি ও ফরমে অথবা বোর্ড কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এতদুদ্দেশ্যে অনুমোদিত অন্য কোন ফরমে” শব্দগুলি ও কমাগুলি “নির্ধারিত পদ্ধতি ও ফরমে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 207
    “পদ্ধতিতে ও” শব্দগুলি অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮৪ ধারাবলে সন্নিবেশিত
  • 208
    ধারা ৩৩ অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 209
    বিদ্যমান বিধানটি উপ-ধারা(১) হিসেবে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮২ ধারাবলে সংখ্যায়িত।
  • 210
    “৬(ছয়)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “চার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 211
    ‘‘এই আইনের অধীন উদ্ভূত কোন বিরোধ বা তদন্ত বা মামলা অনিষ্পন্ন থাকিলে, উহা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিরোধ বা তদন্ত বা’’ শব্দগুলি ও কমা ‘‘এই আইনে দায়েরকৃত যে কোন মামলা অনিষ্পন্ন থাকিলে, উক্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত’’ শব্দগুলি ও কমার পরিবর্তে অর্থ আইন, ২০১২ এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 212
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮২ ধারাবলে সংযোজিত।
  • 213
    “নথিপত্র, বাণিজ্যিক দলিলাদি, ইত্যাদি” শব্দগুলি ও কমাগুলি “নথিপত্র” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৯৪ ধারাবলে প্রতিস্থাপিত
  • 214
    ধারা ৩৪ক অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৬ ধারাবলে সন্নিবেশিত
  • 215
    “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী” শব্দগুলি “প্রস্তুতকারক বা উত্পাদক” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 216
    “ফরম” শব্দটি “ফর্ম” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 217
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 218
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 219
    ‘‘প্রদেয় কর নির্ধারণ করিবেন এবং’’ শব্দগুলি ‘‘তাহা হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা’’ শব্দগুলির পর অর্থ আইন, ২০১২ এর ৭০ ধারাবলে সন্নিবেশিত।
  • 220
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 221
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 222
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 223
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 224
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 225
    “মূল্য সংযোজন করের বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের” শব্দগুলি ও কমাগুলি “করের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 226
    “মূল্য সংযোজন করের বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের” শব্দগুলি ও কমাগুলি “করের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 227
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 228
    “মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি “কর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 229
    উপ-ধারা(৫) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৩ ধারাবলে সংযোজিত।
  • 230
    ধারা ৩৬ক অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭২ ধারাবলে সন্নিবেশিত।
  • 231
    উপ-ধারা (১), (২), (২ক) ও (২খ) উপ-ধারা (১) ও (২) এর পরিবর্তে অর্থ আইন, ২০১২ এর ৭১(ক) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 232
    দফা (কক) অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০নং আইন) এর ৭১(ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 233
    ‘‘৪৮ ঘন্টার মধ্যে” সংখ্যা ও শব্দগুলি “২৪ ঘন্টার মধ্যে” সংখ্যা ও শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৭১(খ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 234
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০১২ এর ৭১(খ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 235
    উপ-ধারা (৩ক) অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 236
    “সুদসহ” শব্দটি “অতিরিক্ত করসহ” শব্দটির পরিবর্তের অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 237
    উপ-ধারা ৩(খ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৪ ধারাবলে সন্নিবেশিত।
  • 238
    "তাহা হইলে উক্ত নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করিয়া দেওয়া যাইবে" শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 239
    উপ-ধারা (৫) অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে সংযোজিত
  • 240
    “স্পেশাল জজের আদালত” শব্দগুলি “ম্যাজিস্ট্রেট আদালত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৪ ধারাবলে প্রস্থাপিত।
  • 241
    "তালাবদ্ধ করা যাইবে না বা তাহা নিবন্ধন বাতিল করা যাইবে না" শব্দগুলি "তালাবদ্ধ করা যাইবে না" শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 242
    উপ-ধারা(৬) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৪ ধারাবলে সংযোজিত।
  • 243
    দফা (ঞঞঞ) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৪ ধারাবলে সন্নিবেশিত
  • 244
    ধারা (৩৭) এর পর নুতন উপ-ধারা (৩৭ক এবং ৩৭খ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৫ ধারাবলে সন্নিবেশিত।
  • 245
    ধারা (৩৭) এর পর নুতন উপ-ধারা (৩৭ক এবং ৩৭খ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৫ ধারাবলে সন্নিবেশিত।
  • 246
    “প্রস্তুত বা উত্পাদন করেন বা করযোগ্য পণ্যের ব্যবসায়ে নিয়োজিত হন” শব্দগুলি “প্রস্তুত বা উত্পাদন করেন” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 247
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 248
    দফা (কক) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৬ ধারাবলে সন্নিবেশিত
  • 249
    ‘‘অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব সমপরিমাণ’’ শব্দগুলি ‘‘অন্যূন সমপরিমাণ এবং অনূর্ধ্ব দেড় গুণ পরিমাণ’’ শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১২ এর ৭২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 250
    শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 251
    “ব্যাংক গ্যারান্টির বিপরীতে” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত
  • 252
    ‘টেবিল’ অর্থ আইন, ২০১৮ (২০১৮ সনের ২২ নং আইন) এর ৫২ ধারাবলে প্রতিস্থাপিত। যাহা ১ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর।
  • 253
    “বা অর্থদন্ড” শব্দগুলি অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৬ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 254
    দফা (খ) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 255
    ‘‘ফাঁকিকৃত করের সর্বনিম্ন এক চতুর্থাংশ হইতে সর্বোচ্চ অর্ধাংশ পর্যন্ত জরিমানা আরোপণপূর্বক’’ শব্দগুলি ‘‘উপযুক্ত জরিমানা প্রদানপূর্বক’’ শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ৬৩ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 256
    ধারা ৪১ক, ৪১খ, ৪১গ, ৪১ঘ, ৪১ঙ, ৪১চ, ৪১ছ, ৪১জ, ৪১ঝ, ৪১ঞ এবং ৪১ট অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭৬ ধারাবলে সন্নিবেশিত।
  • 257
    ধারা ৪১গ অর্থ আইন, ২০১২ এর ৭৪ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 258
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৭০ ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 259
    ‘‘নিয়োগ ও তাহাকে প্রদেয় ফি,’’ শব্দগুলি ও কমা ‘‘নিয়োগ,’’ শব্দ ও কমার পরিবর্তে অর্থ আইন, ২০১২ এর ৭৫ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 260
    ‘‘,বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে,’’ শব্দগুলি ও কমাগুলি ‘‘কর্তৃপক্ষের নিকট’’ শব্দগুলির পর অর্থ আইন, ২০১২ এর ৭৬(ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 261
    “২০ (বিশ)”সংখ্যা, বন্ধনী ও শব্দ “১০ (দশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 262
    উপ-ধারা (৪) অর্থ আইন, ২০১২ এর ৭৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 263
    ‘‘, ইহার যাচাই ও প্রক্রিয়াকরণ’’ কমা ও শব্দগুলি ‘‘আবেদনপত্র’’ শব্দের পর অর্থ আইন, ২০১২ এর ৭৭ ধারাবলে সন্নিবেশিত।
  • 264
    “৫০ (পঞ্চাশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “৬০ (ষাট)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০১৬ (২০১৬ সনের ২৮ নং আইন) এর ৭২ ধারাবলে প্রতিস্থাপিত (with effect from 1st July 2016).
  • 265
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০১২ এর ৭৮(ক) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 266
    উপ-ধারা (৮) অর্থ আইন, ২০১২ এর ৭৮(খ) ধারাবলে সংযোজিত ।
  • 267
    উপ-ধারা (৪) অর্থ আইন, ২০১২ এর ৭৯ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 268
    ধারা ৪১ট অর্থ আইন, ২০১২ এর ৮০ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 269
    উপ-ধারা (১) ও (১ক) পূর্ববর্তী উপ-ধারা (১) এর পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 270
    “আদেশ প্রদানের বা, ক্ষেত্রমত, আদেশ জারীর” শব্দগুলি ও কমাগুলি “আদেশ প্রদানের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 271
    “নব্বই দিনের” শব্দগুলি “তিন মাসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 272
    “এবং” শব্দটি অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৭ ধারাবলে বিলুপ্ত।
  • 273
    “Customs, Excise and মূল্য সংযোজন কর Appellate Tribunal,অতঃপর Appellate Tribunal, বলিয়া উল্লিখিত, এর নিকট; এবংচ্ শব্দগুলি এবং কমাগুলি “Appellate Tribunal অতঃপর Appellate Tribunal, বলিয়া উলি্লখিত, এর নিকট;" শব্দগুলি,কমাগুলি এবং সেমিকোলনের পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর৮৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 274
    দফা(গ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৭ ধারাবলে সন্নিবেশিত।
  • 275
    “নব্বই দিন” শব্দগুলি “তিন মাস” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 276
    “ষাট দিনের” শব্দগুলি “দুই মাসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 277
    “মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাহিরে চলিয়া গিয়াছে এইরূপ” শব্দগুলি অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮৭ ধারাবলে বিলুপ্ত
  • 278
    “অথবা যদি আপীলাত কর্তৃপক্ষ তাহাকে অনুরূপ অনুমতি দেন তবে আপীলটি বিবেচনার পূর্বে পরবর্তী যে কোন পর্যায়ে, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট উক্ত দাবীকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের সমপরিমাণ অর্থ জমা করিতে হইবে:” শব্দগুলি, কমা ও কোলন এবং তত্পরবর্তী শর্তাংশগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 279
    দফা (ক) অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 280
    “এবং” শব্দটি “;” চিহ্নটির পর অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪০ (ক) ধারাবলে সংযোজিত।
  • 281
    দফা (খ) ও (গ) পূর্ববর্তী দফা (খ) এর পরিবর্তে অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 282
    “দাবীকৃত কর এর দশ শতাংশ বা দাবীকৃত কর না থাকিলে আরোপিত অর্থ দণ্ডের দশ শতাংশ” শব্দগুলি “দাবীকৃত কর বা আরোপিত অর্থ দণ্ডের দশ শতাংশ” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 283
    “এবং” শব্দটি অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪০ (খ) ধারাবলে বিলুপ্ত।
  • 284
    দফা (গ) অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪০ (গ) ধারাবলে বিলুপ্ত।
  • 285
    উপ-ধারা (২ক) অর্থ আইন, ২০১২ এর ৮১(ক) ধারাবলে বিলুপ্ত ।
  • 286
    উপ-ধারা (২খ) অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪০ (ঘ) ধারাবলে সন্নিবেশিত।
  • 287
    উপ-ধারা(৪) অর্থ আইন, ২০১০ (২০০৯ সনের ৩৩ নং আইন) এর ৮৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 288
    ‘‘১ (এক) বৎসরের মধ্যে’’ সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি ‘‘৯ (নয়) মাসের মধ্যে’’ সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 289
    ‘‘২(দুই) বৎসরের মধ্যে’’ সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী ‘‘কমিশনার (আপীল) বা, ক্ষেত্রমত,’’ শব্দগুলি, কমা ও বন্ধনীর পর অর্থ আইন, ২০১২ এর ৮১ (খ) ধারাবলে সন্নিবেশিত।
  • 290
    “বাজেয়াপ্তকরণের” শব্দটি “বাজেয়াপ্তিকরণের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 291
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 292
    “ধারা ৪৩ এর অধীন বোর্ড কর্তৃক” শব্দগুলি ও সংখ্যাটি “ধারা ৪২ বা ধারা ৪৩ এর অধীন বোর্ড বা কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা কর্তৃক” শব্দগুলি ও সংখ্যাগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 293
    “বাজেয়াপ্তকরণের” শব্দটি “বাজেয়াপ্তিকরণের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 294
    “প্রতিনিধি ও মূসক পরামর্শকের মাধ্যমে উপস্থিতি ইত্যাদি” শব্দগুলি “প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 295
    উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংখ্যায়িত
  • 296
    “section 196K” শব্দ, সংখ্যা ও অক্ষরটি “section 196A” শব্দ, সংখ্যা ও অক্ষরটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 297
    “বা চার্টার্ড এ্যাকাউন্টেন্ট এর মাধ্যমে” শব্দগুলি “Cউস্টওম্ আcট্-এর সএcটিওন্ 196K-তে বর্ণিত কোন ব্যক্তির মাধ্যমে” শব্দগুলি, চিহ্নগুলি, অক্ষর ও সংখ্যাগুলির পর অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪১ ধারাবলে সন্নিবেশিত।
  • 298
    উপ-ধারা (২) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 299
    “বাজেয়াপ্তকরণের” শব্দটি “বাজেয়াপ্তিকরণের” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৯০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 300
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 301
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 302
    “বোর্ড বা বোর্ডের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যথাযথ এখতিয়ারসম্পন্ন কমিশনার, মূল্য সংযোজন কর বা মহাপরিচালক, পরিদর্শন পরিদপ্তর (কাষ্টমস এন্ড এক্সাইজ) বা” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনী অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৮ ধারাবলে বিলুপ্ত
  • 303
    “সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর পদমর্যাদার” শব্দগুলি ও কমা “পদমর্যাদায় সহকারী কমিশনার, মূল্য সংযোজন কর এর” শব্দগুলি ও কমার পরিবর্তে অর্থ আইন, ২০১৫ (২০১৫ সনের ১০ নং আইন) এর ৭২ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 304
    ধারা ৪৮ক অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 305
    “Code of Criminal Procedure” শব্দগুলি “Code of Criminal Procedure, 1898 (Act V of 1898), অতঃপর Code of Criminal Procedure বলিয়া উল্লিখিত,” শব্দগুলি, কমাগুলি, বন্ধনী ও সংখ্যাগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 306
    ধারা ৫১ অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 307
    “কমিশনার” শব্দটি “কালেক্টর” শব্দের পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 308
    উপান্তটীকা অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৫ ধারাবলে প্রতিস্থাপিত
  • 309
    “শুল্ক ও কর” শব্দগুলি “শুল্ক-কর” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 310
    উপ-ধারা (১) অর্থ আইন, ২০১২ এর ৮২ ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 311
    “অপরাধ সংঘটনের” শব্দগুলি “কার্যক্রম গ্রহণের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 312
    কোলন (:) চিহ্নটি দাঁড়ি (।) চিহ্নটির পরিবর্তে সংযোজিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ৪২ (খ) ধারাবলে সংযোজিত।
  • 313
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 314
    ১২০(একশত বিশ) দিনের" সংখ্যাগুলি,শব্দগুলি ও বন্ধনী "নব্বই দিনের" শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 315
    ১২০(একশত বিশ) দিনের" সংখ্যাগুলি,শব্দগুলি ও বন্ধনী "নব্বই দিনের" শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 316
    উপ-ধারা (৪) অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৬ ধারাবলে সন্নিবেশিত
  • 317
    “দাবীকৃত শুল্ক ও কর” শব্দগুলি “দাবীকৃত অর্থের মধ্য হইতে অর্থদণ্ড ও জরিমানার অর্থ” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ১০ নং আইন) এর৪৪ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৮ তারিখ হইতে কার্যকর।
  • 318
    “সহকারী কমিশনার পদমর্যাদার নিম্ন নহেন এমন কোন মূল্য সংযোজন করকমকতা বিধিদ্বারা নিধারিত পদ্ধতিতে শব্দগুলি “মূল্য সংযোজন কমকতা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 319
    “শুল্ক, মূল্য সংযোজন কর বা আবগারী কর্মকর্তার” শব্দগুলি ও কমা “শুল্ক বা আবগারী কর্মকর্তার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৫ (২০০৫ সনের ১৬ নং আইন) এর ৩৯ ধারাবলে প্রতিস্থাপিত
  • 320
    “পনের” শব্দটি “সাত” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৪২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 321
    “বা ক্ষেত্রমত উক্ত অর্থ যে ব্যক্তির নিকট হইতে প্রাপ্য সেই ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 322
    দফা (খখ) অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 323
    “বা ব্যবসায় প্রতিষ্ঠানের যানবাহন (পণ্যসহ বা ব্যতিরেকে) আটক” শব্দগুলি ও বন্ধনীগুলি অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৯৯ ধারাবলে সন্নিবেশিত
  • 324
    দফা(ঘঘ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৮৯ ধারাবলে সন্নিবেশিত।
  • 325
    দাঁড়ির (৷) পরিবর্তে সেমিকোলন (;) প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ছ) অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত
  • 326
    উপ-ধারা (১ক) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৬০ ধারাবলে সন্নিবেশিত
  • 327
    উপ-ধারা (৩), (৪) ও (৫) অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত
  • 328
    “ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা” শব্দগুলি “ব্যবসায়ের মালিকানা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০০ ধারাবলে প্রতিস্থাপিত
  • 329
    ‘‘বা অন্যবিধ পাওনা’’ শব্দগুলি ‘‘শুল্ক’’ শব্দের পর অর্থ আইন, ২০১২ এর ৮৩ ধারাবলে সন্নিবেশিত।
  • 330
    দাঁড়ির (৷) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৭ ধারাবলে সংযোজিত
  • 331
    ‘‘বা অন্যবিধ পাওনা’’ শব্দগুলি ‘‘শুল্ক’’ শব্দের পর অর্থ আইন, ২০১২ এর ৮৩ ধারাবলে সন্নিবেশিত।
  • 332
    ধারা(৬২ক) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৯০ ধারাবলে সন্নিবেশিত।
  • 333
    “ফেরত্ প্রদান (Refund)” শব্দগুলি ও কমাগুলি “প্রত্যর্পণ দাবীর সময়সীমা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 334
    উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 335
    “ছয় মাসের” শব্দগুলি “চার মাসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৯২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 336
    “ছয় মাসের” শব্দগুলি “চার মাসের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৯২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 337
    “ধারা ১৩ এর বিধান ক্ষুণ্ন্ন না করিয়া এবং ধারা ৬৮ এবং ৬৯” শব্দগুলি ও সংখ্যাগুলি “ধারা ১৩, ৬৮ ও ৬৯” শব্দ ও সংখ্যাগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০১ ধারাবলে প্রতিস্থাপিত
  • 338
    ধারা(৭০ক) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৯১ ধারাবলে সন্নিবেশিত।
  • 339
    ধারা ৭১ক অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত
  • 340
    ধারা (৭১ক) এর প্রান্তস্থিত “দাড়ি”(।) এর পরিবর্তে কোলোন(:) প্রতিস্থাপিত এবং অতঃপর নুতন শর্তাংশ অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৯২ ধারাবলে সংযোজিত।
  • 341
    ধারা ৭১কক অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০২ ধারাবলে সংযোজিত
  • 342
    ‘‘।’’ দাড়ির পরিবর্তে (;) সেমিকোলন প্রতিস্থাপিত এবং দফা (গ) অর্থ আইন, ২০১২ এর ৮৪ ধারাবলে সন্নিবেশিত।
  • 343
    ধারা(৭১খ) অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ৯৩ ধারাবলে সন্নিবেশিত।
  • 344
    ধারা ৭১গ অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭৮ ধারাবলে সন্নিবেশিত।
  • 345
    “এবং প্রণীত বিধির ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English text) প্রকাশ” শব্দগুলি ও বন্ধনী “বিধি প্রণয়ন” শব্দগুলির পর অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৯ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 346
    উপ-ধারা ১ এর প্রান্তস্থিত (।) চিহ্নটির পরিবর্তে (:) চিহ্নটি প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৫৯ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 347
    "মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরূপণ, ধার্যকরণ ও আদায়করণ এবং উক্তরূপ ধার্যের জন্য মূল্য নির্ধারণ, মূল্য ঘোষণা ও ঘোষিত মূল্য যাচাই বাছাইকরণ প্রক্রিয়া" শব্দগুলি ও কমাগুলি “মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক নিরূপণ ও আদায়করণ” শব্দগুলির ও কমাগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ১০ নং আইন) এর ৪৫ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০০৮ তারিখ হইতে কার্যকর।
  • 348
    “বা ব্যবসায় স্থল” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 349
    “বা সরবরাহে” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
  • 350
    “প্রস্তুতকরণ বা উত্পাদনের স্থানে বা ব্যবসায় স্থলে” শব্দগুলি “প্রস্তুতকরণ বা উত্পাদনের স্থানে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 351
    “প্রস্তুতকৃত বা উত্পাদিত বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত
  • 352
    “কমিশনার” শব্দটি “কালেক্টর” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 353
    দাঁড়ির (৷) পরিবর্তে সেমিকোলন (;) প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ট) অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত
  • 354
    দফা (ট) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০৩ ধারাবলে প্রতিস্থাপিত
  • 355
    “অনধিক পঁচিশ হাজার টাকা অথবা” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত
  • 356
    ‘‘অনূর্ধ্ব দেড়গুণ’’ শব্দগুলি ‘‘অনূর্ধ্ব আড়াইগুণ’’ শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ৭৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 357
    “, যাহাই অধিক হয়,” কমাগুলি ও শব্দগুলি অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত
  • 358
    ধারা ৭২ক অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ৬০ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০০৯ তারিখ হইতে কার্যকর।
  • 359
    উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs