১৯৯১ সনের ২২ নং আইনের সংশোধন
৬৷
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর-
(১) ধারা ২ এর-
(ক) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(গ) উপকরণ (Input) অর্থ,
(অ) শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ব্যতিরেকে, সকল প্রকার কাঁচামাল, মোড়ক সামগ্রী, সেবা এবং যন্ত্রপাতি ও যন্ত্রাংশ;
(আ) ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্য”;
(খ) দফা (থ) এর পর নিম্নরূপ নূতন দফা (থথ) সন্নিবেশিত হইবে; যথা:-
“(থথ) “ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তত্কর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণের বিনিময়ে বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তর করেন”;
(গ) দফা (ম) এর প্রথমবার উল্লিখিত “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্য বা কোন ব্যবসায়ী কর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(২) ধারা ৩ এর উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৩) মূল্য সংযোজন কর প্রদান করিবেন,-
(ক) আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানী পর্যায়ে আমদানীকারক;
(খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের ক্ষেত্রে, প্রস্তুতকরণ বা উত্পাদন পর্যায়ে সরবরাহকারী;
(গ) সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা প্রদানকারী; এবং
(ঘ) অন্যান্য ক্ষেত্রে, সরবরাহকারী৷”;
(৩) ধারা ৫ এর উপ-ধারা (২) এর-
(ক) “প্রস্তুতকারক বা উত্পাদক” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) “প্রস্তুতকারক বা উত্পাদকের” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ীর” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) শেষ প্রান্তস্থিত দাঁড়িটির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, আমদানীকৃত উপকরণ ব্যবহারক্রমে করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা আমদানীকৃত পণ্য বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের ক্ষেত্রে Customs Act এর Section 25 অথবা 25A মোতাবেক যে মূল্যের ভিত্তিতে ধারা ৯ অনুযায়ী উপকরণ কর রেয়াত গ্রহণ করা হয় সেই মূল্যের ভিত্তিতে সরবরাহকৃত পণ্যের মূল্য সংযোজন কর আরোপযোগ্য মূল্য নিরূপণ করিতে হইবে৷”; এবং
(ঘ) পর নিম্নরূপ নূতন উপ-ধারা সংযোজিত হইবে, যথা:-
“(২ক)৷ কোন নিবন্ধিত ব্যক্তি যদি কন্ট্রাক্ট বা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে অন্য কোন ব্যক্তির উত্পাদিত পণ্য সংগ্রহপূর্বক তাহার নিজস্ব ব্রান্ড নামে সরাসরি বা নিজস্ব বিক্রয় কেন্দ্র বা ডিস্ট্রিবিউটর বা কমিশন এজেন্টের মাধ্যমে বিক্রয় করেন তাহা হইলে ব্রান্ড নামযুক্ত পণ্যটির ক্ষেত্রে ভোক্তার নিকট হইতে প্রাপ্য পণের ভিত্তিতে মূল্য সংযোজন কর নিরূপণ করা হইবে৷”;
(৪) ধারা ৬ এর-
(ক) উপ-ধারা (২) এর “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্য বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(৫) আমদানী পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর ব্যতীত, পণ্য সরবরাহের এবং সেবার উপর প্রদেয় মূল্য সংযোজন কর, চলতি হিসাব ও দাখিল পত্রের মাধ্যমে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রদান করিতে হইবে৷”;
(৫) ধারা ৭ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর “উত্পাদক কর্তৃক” শব্দগুলির পর “এবং করযোগ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(৬) ধারা ৮ এর উপ-ধারা (১) এর “প্রস্তুতকারক বা উত্পাদক” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(৭) ধারা ৯ এর-
(ক) উপ-ধারা (১) এর-
(অ) “উপ-ধারা (২)” শব্দটি, বন্ধনীগুলি ও সংখ্যাটির পরিবর্তে “উপ-ধারা (১ক) ও উপ-ধারা (২)” শব্দগুলি, বন্ধনীগুলি, সংখ্যাগুলি ও অক্ষরটি প্রতিস্থাপিত হইবে;
(আ) “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুত বা উত্পাদিত পণ্য বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য যে কোন ভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(ই) পর নিম্নরূপ নূতন উপ-ধারা (১ক) সন্নিবেশিত হইবে, যথা:-
“(১ক) যেক্ষেত্রে ধারা ৫ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী সেবা প্রদানের উপর মূল্য সংযোজনের নির্ধারিত হারের ভিত্তিতে বা উক্ত ধারার উপ-ধারা (৭) এর বিধান অনুযায়ী পণ্য বা সেবার ট্যারিফ মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর প্রদান করা হয়, সেইক্ষেত্রে কোন উপকরণ রেয়াত প্রযোজ্য হইবে না৷”;
(৮) ধারা ২৪-এ “বাংলাদেশ রাইফেলস,” শব্দগুলি ও কমাটির পরিবর্তে “বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ কোস্ট গার্ড,” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে;
(৯) ধারা ২৬ এর উপ-ধারা (১) এর-
(ক) “নথিপত্র পরীক্ষা করিতে পারিবেন” শব্দগুলির পরিবর্তে “নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদি পরীক্ষা করিতে এবং প্রয়োজনবোধে উহা দাখিল করিবার নির্দেশদান করিতে বা আটক করিতে পারিবেন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) শেষ প্রান্তস্থিত দাঁড়িটির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, কমিশনার, নথিতে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক, প্রতিটি ক্ষেত্রে, সুপারিনটেনডেন্ট পদমর্যাদার নিম্নে নহেন, এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে পূর্ব নোটিশ ব্যতিরেকে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির ব্যবসায় স্থলে প্রবেশ করিয়া মজুদ পণ্য পরিদর্শন ও হিসাব পরীক্ষা করিবার লিখিত অনুমতি প্রদান করিতে পারিবেন; এবং অনুরূপ অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন সম্পন্ন হইবার আটচল্লিশ ঘণ্টার মধ্যে উক্ত পরিদর্শন সম্পর্কে কমিশনারের বরাবরে একটি লিখিত প্রতিবেদন দাখিল করিবেন এবং উহার একটি অনুলিপি একই সময়ের মধ্যে উক্ত নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির নিকট প্রেরণ করিবেন৷”;
(১০) ধারা ৩৫ এর “প্রস্তুতকারক বা উত্পাদক” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকারক বা উত্পাদক বা ব্যবসায়ী” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(১১) ধারা ৩৮ এর দফা (১) এর “প্রস্তুত বা উত্পাদন করেন” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুত বা উত্পাদন করেন বা করযোগ্য পণ্যের ব্যবসায়ে নিয়োজিত হন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(১২) ধারা ৩৯ এর উপ-ধারা (২) এর শর্তাংশের “বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে,” শব্দগুলি ও কমাটি বিলুপ্ত হইবে;
(১৩) ধারা ৪২ এর উপ-ধারা (২) এর “অথবা যদি আপীলাত কর্তৃপক্ষ তাহাকে অনুরূপ অনুমতি দেন তবে আপীলটি বিবেচনার পূর্বে পরবর্তী যে কোন পর্যায়ে, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট উক্ত দাবীকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের সমপরিমাণ অর্থ জমা করিতে হইবে:” শব্দগুলি, কমাটি ও কোলনটি এবং তত্পরবর্তী শর্তাংশগুলির পরিবর্তে “আপীলটি-
(ক) কমিশনার (আপীল) এর নিকট দায়ের করা হইলে, দাবীকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের পঁচিশ শতাংশ; এবং
(খ) Appellate Tribunal এর নিকট দায়ের করা হইলে, দাবীকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের পঞ্চাশ শতাংশ সরকারী ট্রেজারী বা সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট জমা করিতে হইবে” শব্দগুলি, বন্ধনীগুলি ও অক্ষরগুলি প্রতিস্থাপিত হইবে”;
(১৪) ধারা ৪৮ এর পর নিম্নরূপ নূতন ধারা “৪৮ক” সন্নিবেশিত হইবে, যথা:-
“৪৮ক৷ মূল্য সংযোজন কর কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ৷- এই আইন ও তদধীনে প্রণীত বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,
Code of Criminal Procedure, 1898 (Act V of 1898), অতঃপর Code of Criminal Procedure বলিয়া উল্লিখিত, এর Section 36 এর অধীন ক্ষমতা প্রয়োগের জন্য সহকারী কমিশনার পদমর্যাদার নিম্ন bেহেন এইরূপ যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার উপর Code of Criminal Procedure এর Schedule III তে বর্ণিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করিতে পারিবে৷”;
(১৫) ধারা ৫০ এ ”Code of Criminal Procedure,” 1898 (Act V of 1898), অতঃপর Code of Criminal Procedure বলিয়া উল্লিখিত,” শব্দগুলি, কমাগুলি, বন্ধনীগুলি ও সংখ্যাগুলির পরিবর্তে “Code of Criminal Procedure” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(১৬) ধারা ৫৬ এর-
(ক) উপ-ধারা (১) এর-
(অ) চতুর্থ লাইনে “মূল্য সংযোজন কর কর্মকর্তা” শব্দগুলির পরিবর্তে “সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(আ) দফা (খ) এর পঞ্চম লাইনের “পরিশোধ করার” শব্দগুলির পর “বা ক্ষেত্রমত উক্ত অর্থ যে ব্যক্তির নিকট হইতে প্রাপ্য সেই ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (Freeze) করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে” শব্দগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে;
(ই) দফা (খ) এর পর নিম্নরূপ নূতন দফা (খখ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(খখ) যদি সংশ্লিষ্ট ব্যাংক দফা (খ) এর অধীন প্রদত্ত নির্দেশ পালনে ব্যর্থ হয় তাহা হইলে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তা বা কর্মকর্তাগণের বেতন ভাতাদি উক্ত দফার অধীন নোটিশে উল্লিখিত অর্থ উপ-ধারা (৪) এর অধীনে আদায় না হওয়া পর্যন্ত বন্ধ করার উদ্দেশ্যে উক্ত ব্যাংক এর যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দান করিতে পারিবেন;”
(ঈ) দফা (চ) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ নূতন দফা (ছ) সংযোজিত হইবে, যথা:-
“(ছ) উক্ত অর্থ যদি কোন ব্যবসায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হইয়া থাকে এবং ব্যবসায় প্রতিষ্ঠানটি হস্তান্তরিত হইয়া থাকে তাহা হইলে উহা যে ব্যক্তির নিকট হস্তান্তরিত হইয়াছে সেই ব্যক্তির নিকট হইতে উক্ত অর্থ আদায় করিতে পারিবেন৷”;
(খ) উপ-ধারা (২) এর পর নিম্নরূপ নূতন উপ-ধারা (৩), (৪) ও (৫) সংযোজিত হইবে, যথা:-
“(৩) সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা উপ-ধারা (২) এর অধীনে এক্তিয়ার-সম্পন্ন জেলা কালেক্টরের নিকট সার্টিফিকেট প্রেরণ করার পর যে কোন সময় উহা সংশোধন বা প্রত্যাহার করিতে বা উহাতে উল্লিখিত অর্থ আদায়ের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত প্রদান করিতে বা উহা বাতিলপূর্বক নূতন সার্টিফিকেট প্রেরণ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে কোন সার্টিফিকেট প্রত্যাহার করার পূর্বে সংশ্লিষ্ট জেলা কালেক্টর কর্তৃক উহাতে উল্লিখিত অর্থ আদায়ের কার্যক্রম শুরু করা হইয়াছে বা উক্ত অর্থ সম্পূর্ণ বা আংশিক আদায় করা হইয়াছে সেই ক্ষেত্রে সার্টিফিকেটটি প্রত্যাহার করা হয় নাই বলিয়া গণ্য হইবে৷;
(৪) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন কোন নোটিশ প্রাপ্তির পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যাংক কর্তৃপক্ষ উক্ত নোটিশে প্রদত্ত নির্দেশ পালনে ব্যর্থ হন তাহা হইলে উক্ত নোটিশে উল্লিখিত অর্থ উক্ত ব্যক্তি বা ব্যাংক কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্য বকেয়া রাজস্ব পাওনা বলিয়া গণ্য হইবে এবং বকেয়া রাজস্ব হিসাবে উহা আদায়যোগ্য হইবে৷
(৫) সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা যে কোন সময় উপ-ধারা (১) এর দফা (খ) এর আওতায় দাবীকৃত অর্থের পরিমাণ সংশোধন বা উহা পরিশোধের সময় বৃদ্ধি বা ইস্যুকৃত নোটিশ সংশোধন বা তাহা বাতিল করিতে বা উক্ত অর্থ আদায়ের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করিতে পারিবেন৷”;
(১৭) ধারা ৭০ এর “৬৭” সংখ্যাটির পরিবর্তে “১৩” সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;
(১৮) ধারা ৭১ এর পর নিম্নরূপ নূতন ধারা “৭১ক” সন্নিবেশিত হইবে, যথা:-
“৭১ক৷ সরকারী পাওনা অবলোপনের ক্ষমতা৷- যে ক্ষেত্রে কোন ব্যক্তির দেউলিয়াত্ব অথবা কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলোপ বা অন্য কোন কারণে এইরূপ নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক কর কিংবা আরোপিত কোন অর্থদণ্ড কিংবা এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীনে সম্পাদিত কোন মুচলেকা বা অন্য কোন দলিলের অধীনে দাবীকৃত কোন অর্থ এই আইনের ধারা ৫৬ এর অধীনে আদায় করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে সরকার উক্ত সরকারী পাওনা অবলোপন (Write off) করিতে পারিবে৷”;
(১৯) ধারা ৭২ এর উপ-ধারা (২) এর-
(ক) দফা (খ)-এর “স্থান” শব্দটির পর “বা ব্যবসায় স্থল” শব্দগুলি সন্নিবেশিত হইবে৷;
(খ) দফা (ঘ) এর-
(অ) “উত্পাদনে” শব্দটির পর “বা সরবরাহে” শব্দগুলি সন্নিবেশিত হইবে; এবং
(আ) “প্রস্তুতকরণ বা উত্পাদনের স্থানে” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকরণ বা উত্পাদনের স্থানে বা ব্যবসায় স্থলে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) দফা (জ) এর “প্রস্তুতকৃত বা উত্পাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে “প্রস্তুতকৃত বা উত্পাদিত বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(২০) দ্বিতীয় তফসিলের, শিরোনামা সংখ্যা S০৩১ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রিসমূহের পর নিম্নলিখিত শিরোনামা, সংখ্যা ও এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা:-
“S০৩২ |
S০৩২.০০ |
কনসালটেন্সী ফার্ম ও সুপারভাইজরী ফার্ম: |
|
|
ব্যাখ্যা:
“কনসালটেন্সী ফার্ম বা সুপারভাইজরী ফার্ম” অর্থ পণের বিনিময়ে যে কোন পরামর্শক-সেবা প্রদানে নিয়োজিত কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি কোন সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়ন বা পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন অথবা উহা বাস্তবায়নের তদারকি করেন৷ |
S০৩৩ |
S০৩৩.০০ |
ইজারাদার:
ব্যাখ্যা:
“ইজারাদার” অর্থ পণের বিনিময়ে কোন স্থান বা স্থাপনার অথবা কোন স্থাবর সম্পত্তি বা কোন স্থানে প্রবেশাধিকারের ইজারা গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৩৪ |
S০৩৪.০০ |
অডিট এন্ড এ্যাকাউন্টিং ফার্ম:
ব্যাখ্যা:
“অডিট এন্ড এ্যাকাউন্টিং ফার্ম” অর্থ পণের বিনিময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বা কোন নির্দিষ্ট মেয়াদের আয়-ব্যয় নিরীক্ষা অথবা হিসাব পরীক্ষা বা সংরক্ষণের কাজে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷ |
S০৩৫ |
S০৩৫.০০ |
শিপিং এজেন্ট:
ব্যাখ্যা:
“শিপিং এজেন্ট” অর্থ Customs Act, 1969 এর ধারা ২ এ সংজ্ঞায়িত Conveyance-এর আগমন, অবস্থান ও প্রস্থানে সংশ্লিষ্ট ব্যবসায় পরিচালনাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা এবং কোন বিদেশী শিপিং লাইনের স্থানীয় এজেন্ট ইহার অন্তর্ভুক্ত হইবে৷”; |
|
|
|
(২১) তৃতীয় তফসিলের পরিবর্তে এই বিলের দ্বিতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে৷ |