কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
                                    
                                    
                                
                             
                            
                                
                                
                                    
                                    
                                    
                                           যেহেতু কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
       সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
                                    
                                     
                             
                        
                    
                 
             
            
            
    
    
        
            
            
                
            
            
                
                
            
            
                
                    
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন
                        
                        
                    
                    
                
            
            
                
                ১। (১) এই আইন 
সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
 
     [(২) সমগ্র বাংলাদেশে ইহার প্রয়োগ হইবে, এবং যেখানেই অবস্থান করুক না কেন, বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা বিমানে অবস্থানকারীর ক্ষেত্রেও, ইহা প্রযোজ্য হইবে।]
 
     (৩) ইহা ১১ জুন ২০০৮ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
                
                
                
                
                
                
            
 
        
        
            
        
        
        
        
        
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs