প্রিন্ট

18/06/2025
Laws of Bangladesh

বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯

( ২০০৯ সনের ২৪ নং আইন )

সপ্তম অধ্যায়

অপরাধ, শাস্তি ও কার্যপদ্ধতি

বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা
১০৪। কোন ব্যক্তি এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন দণ্ডযোগ্য কোন অপরাধ কোন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে বা তাহার নজরে আসে এমনভাবে করিলে, পুলিশ কর্মকর্তা সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করিতে পারিবেন।
 
 
 
 
ব্যাখ্যা।- এই ধারার কোন কিছু অন্য কোন আইনের বলে পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের ক্ষমতা সংকুচিত করিবে না।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs