প্রিন্ট
18/03/2025
Laws of Bangladesh
আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০
( ২০১০ সনের ৫৯ নং আইন )
কমিটি গঠন
১৪। বোর্ড, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলী সম্পাদনের জন্য এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs