প্রিন্ট
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(ক) ‘কল্যাণ’ অর্থ ক্রীড়াসেবীদের আর্থিক ও বৈষয়িক সহায়তা;
1[(খ) “ক্রীড়াসেবী” অর্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রশিক্ষক বা কোচ, রেফারি, জাজ বা আম্পায়ার, গ্রাউন্ডসম্যান, কৃতী ক্রীড়া শিক্ষার্থী বা অন্য কোন ব্যক্তি যিনি ক্রীড়া, খেলাধুলা বা শরীরচর্চার ক্ষেত্রে বিশেষ অবদান রাখিয়াছেন বা রাখিতেছেন;]
(গ) ‘চেয়ারম্যান’ অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(ঘ) ‘তহবিল’ অর্থ ফাউন্ডেশনের তহবিল;
(ঙ) ‘পরিবার’ অর্থ-
(অ) ক্রীড়াসেবী পুরুষ হইলে, তাঁহার স্ত্রী 2[***] এবং মহিলা হইলে, তাঁহার স্বামী; এবং
3[(আ) ক্রীড়াসেবীর সহিত একত্রে বসবাসরত এবং তাঁহার উপর সম্পূর্ণ নির্ভরশীল সন্তান-সন্ততিগণ এবং পিতা-মাতা;]
(চ) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ছ) ‘ফাউন্ডেশন’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত 4[জাতীয়] ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন;
(জ) ‘বোর্ড’ অর্থ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড;
(ঝ) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
5[(ঝঝ) “ভাইস-চেয়ারম্যান” অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান;]
(ঞ) ‘সদস্য’ অর্থ বোর্ডের কোন সদস্য;
(ট) ‘6[নির্বাহী পরিচালক]’ অর্থ ফাউন্ডেশনের 7[নির্বাহী পরিচালক] 8[;]
9[(টট) “সিনিয়র ভাইস-চেয়ারম্যান” অর্থ বোর্ডের সিনিয়র ভাইস-চেয়ারম্যান।]