প্রিন্ট

10/12/2024
Laws of Bangladesh

চলচ্চিত্র সংসদ (নিবন্ধন) আইন, ২০১১

( ২০১১ সনের ২০ নং আইন )

চলচ্চিত্র সংসদের নিবন্ধনের আবেদন
৪। (১) প্রতিটি চলচ্চিত্র সংসদকে নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদানপূর্বক নির্ধারিত ফরমে সরাসরি অথবা, ক্ষেত্রমত, জেলা তথ্য অফিসারের মাধ্যমে বোর্ডের নিকট আবেদন করিতে হইবে।
 
 
(২) আবেদন ফরমের সহিত নিম্নবর্ণিত তথ্য এবং কাগজপত্র জমা দিতে হইবে, যথাঃ-
 
 
(ক) চলচ্চিত্র সংসদের গঠনতন্ত্র;
 
 
(খ) চলচ্চিত্র সংসদের প্রধান কার্যালয়ের ঠিকানা;
 
 
(গ) চলচ্চিত্র সংসদের নির্বাহী পরিষদের তালিকা;
 
 
(ঘ) যে শর্তে চলচ্চিত্র প্রদর্শন করা হইবে; এবং
 
 
(ঙ) চলচ্চিত্র সংসদের আয়ের উৎস।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs