প্রিন্ট

08/09/2024
Laws of Bangladesh

মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২

( ২০১২ সনের ৩ নং আইন )

বিধি প্রণয়নের ক্ষমতা
৪৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্ত বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথাঃ—
 
 
 
(১) মানব পাচার তহবিলের উৎস;
 
 
(২) তহবিল পরিচালনা;
 
 
(৩) তহবিল হইতে অনুদান গ্রহণের পদ্ধতি ও যোগ্যতা (method & criteria) ;
 
 
(৪) অনুদানের অর্থের পরিমাণ ও বিভাজন; এবং
 
 
(৫) বিধি দ্বারা নির্ধারিত কোন কাজ।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs