প্রিন্ট

16/10/2024
Laws of Bangladesh

প্রতিযোগিতা আইন, ২০১২

( ২০১২ সনের ২৩ নং আইন )

কমিশনের পাওনা আদায়
২৮। কোন ব্যক্তির নিকট হইতে কমিশনের পাওনা সরকারি দাবী হিসেবে Public Demands Recovery Act, 1913 (Ben. Act III of 1913) এর বিধানানুসারে আদায়যোগ্য হইবে।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs