প্রিন্ট
06/10/2024
Laws of Bangladesh
প্রতিযোগিতা আইন, ২০১২
( ২০১২ সনের ২৩ নং আইন )
[ ২১ জুন, ২০১২ ]
সপ্তম অধ্যায়
বিবিধ
জনসেবক
৪০। কমিশনের চেয়ারপার্সন, সদস্য ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী দণ্ডবিধির section 21 এর public servant (জনসেবক) অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবেন।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs