প্রিন্ট
26/04/2025
Laws of Bangladesh
পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২
( ২০১২ সনের ৩৫ নং আইন )
[ ২৪ সেপ্টেম্বর, ২০১২ ]
Powers-of-Attorney Act, 1882
রহিতক্রমে একটি নূতন পাওয়ার অব
অ্যাটর্নি আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু
Powers-of-Attorney Act, 1882
রহিতক্রমে, পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে কার্য-সম্পাদনের জন্য ক্ষমতা অর্পণ, উহার রেজিস্ট্রেশন এবং অবসানসহ অন্যান্য আনুষঙ্গিক বিধান সম্বলিত, একটি নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-
সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন
পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২
নামে অভিহিত হইবে।
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে।
*এস, আর, ও নং ১৯৭-আইন/২০১৩, তারিখ: ২৬ জুন, ২০১৩ ইং দ্বারা ১৭ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ মোতাবেক ০১ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs