প্রিন্ট
12/10/2024
Laws of Bangladesh
বাংলাদেশ পানি আইন, ২০১৩
( ২০১৩ সনের ১৪ নং আইন )
[ মে ০২, ২০১৩ ]
ষষ্ঠ অধ্যায়
অপরাধ, দণ্ড ও বিচার
ফৌজদারি কার্যবিধির প্রয়োগ
৩৩। এই আইনের বিধানাবলি সাপেক্ষে, এই আইনে বর্ণিত যেকোন অপরাধের তদন্ত, বিচার, আপীল এবং আনুষঙ্গিক সকল বিষয়ে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হইবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs