সুবিধাবঞ্চিত শিশু
                        
                        
                    
                    
                
            
            
                
                ৮৯।	(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত শিশুগণ সুবিধাবঞ্চিত শিশু হিসাবে গণ্য হইবে, যথা:-
 
 
(ক)	যে শিশুর মাতা-পিতার যেকোন একজন বা উভয় মৃত্যুবরণ করিয়াছে;
 
 
(খ)	আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু;
 
 
(গ)	নির্দিষ্ট কোন গৃহ বা আবাসস্থলহীন এবং জীবনধারণের জন্য দৃশ্যমান অবলম্বনহীন কোন শিশু; 
 
 
(ঘ)	ভিক্ষাবৃত্তি বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোন কার্যে লিপ্ত শিশু; 
 
 
(ঙ)	কারাভোগরত মাতা-পিতার ওপর নির্ভরশীল বা কারাভোগরত মাতার সহিত কারাগারে অবস্থানরত শিশু; 
 
 
(চ)	যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু; 
 
 
(ছ)	যৌনবৃত্তি বা সমাজবিরোধী বা রাষ্ট্রবিরোধী কার্যে নিয়োজিত কোন ব্যক্তি বা অপরাধীর বাসস্থান বা কর্মস্থলে অবস্থানকারী বা গমনাগমনকারী শিশু; 
 
 
(জ)	যে কোন ধরনের প্রতিবন্ধী শিশু; 
 
 
(ঝ)	মাদক বা অন্য কোন কারণে অস্বাভাবিক আচরণগত সমস্যাযুক্ত শিশু;
 
 
(ঞ)	অসৎ সঙ্গে পতিত বা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হইতে পারে অথবা অপরাধ জগতে প্রবেশের ঝুঁকির সম্মুখীন শিশু; 
 
 
(ট)    বস্তিতে	বসবাসকারী শিশু;
 
 
(ঠ)	রাস্তা-ঘাটে বসবাসকারী গৃহহীন শিশু; 
 
 
(ড)	হিজড়া শিশু; 
 
 
(ঢ)	বেদে ও হরিজন শিশু;
 
 
(ণ)	এইচআইভি-এইড্স এ আক্রান্ত  (infected) বা ক্ষতিগ্রস্ত (affected) শিশু; অথবা
 
 
(ত)   শিশু-আদালত বা বোর্ড কর্তৃক বিবেচিত কোন শিশু, যাহার বিশেষ সুরক্ষা, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
 
 
(২)	সরকার সুবিধাবঞ্চিত শিশুর বিশেষ সুরক্ষা, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করিবার লক্ষ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।