প্রিন্ট
14/06/2025
Laws of Bangladesh
ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
( ২০১৩ সনের ৫৪ নং আইন )
[ ১০ নভেম্বর, ২০১৩ ]
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
আইনের প্রাধান্য
৩। আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs