প্রিন্ট
17/02/2025
Laws of Bangladesh
ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
( ২০১৪ সনের ১০ নং আইন )
[ ২২ সেপ্টেম্বর, ২০১৪ ]
ষষ্ঠ অধ্যায়
অপরাধ ও দণ্ড
ডিএনএ প্রোফাইলের সাক্ষ্যগত মূল্য
৩৭। ডিএনএ প্রোফাইল সম্বলিত রিপোর্ট আদালতের কার্যধারায় গ্রহণযোগ্য বলিয়া বিবেচনা করা যাইবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs