প্রিন্ট
24/03/2023
Laws of Bangladesh
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬
( ২০১৬ সনের ৮ নং আইন )
[ ১৩ মার্চ, ২০১৬ ]
সংঘ স্মারক ও সংঘ বিধির সংশোধন, ইত্যাদি
১৮।
কোম্পানী আইন, ১৯৯৪
(১৯৯৪ সনের ১৮নং আইন) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন উহার মালিকানাধীন কোন কোম্পানীর সংঘ স্মারক এবং সংঘ বিধি সরকারের অনুমোদনক্রমে সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করিতে পারিবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs