চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ১৫ এর সংশোধন
৬৯। উক্ত আইনের ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“তবে শর্ত থাকে যে, একই মালিকানাধীন নিকটবর্তী একাধিক সহযোগী প্রতিষ্ঠান থাকিলে এবং উহাদের সকল হিসাবপত্র একত্রে সংরক্ষণ করা হইলে উহাদের জন্য একটি নিবন্ধন করা যাইবে:
আরও শর্ত থাকে যে, যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে তাহার করযোগ্য পণ্যের উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদান বা আমদানি বা রপ্তানি ব্যবসা পরিচালনা করেন এবং সকল হিসাব-নিকাশ একত্রে সংরক্ষণ করেন, তাহা হইলে তিনি, স্বেচ্ছায়, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হইতে পারিবেন।”।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs