প্রিন্ট
08/08/2022
Laws of Bangladesh
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬
( ২০১৬ সনের ৪৯ নং আইন )
[ ২২ ডিসেম্বর, ২০১৬ ]
নবম অধ্যায়
অপরাধ ও দণ্ড
মোবাইল কোর্টের এখতিয়ার
৪৯। এই আইনের অন্যান্য ধারায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের ধারা ৩৪, ৩৫, ৩৬, ৩৯, ৪০ ও ৪২ এর অধীন অপরাধসমূহ
মোবাইল কোর্ট আইন, ২০০৯
(২০০৯ সনের ৫৯ নং আইন) এর তফসিলভুক্ত করিয়া বিচার করা যাইবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs