প্রিন্ট
18/03/2025
Laws of Bangladesh
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭
( ২০১৭ সনের ৯ নং আইন )
[ ২১ মার্চ, ২০১৭ ]
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
২৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কাউন্সিল, সরকারের সহিত পরামর্শক্রমে, প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs