চতুর্থ অধ্যায়
                            
                            
                        
                    
                    
                        
                            
                            মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন
                            
                            
                        
                    
                 
            
            
            
                
                    
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         ১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৯ এর সংশোধন
                        
                        
                    
                    
                
            
            
                
                ৪৮। উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (১) এর দফা (ঢ) এর শেষে নিম্নোক্ত ‘ব্যাখ্যা’ সন্নিবেশিত হইবে, যথা:-
 
“ব্যাখ্যা।∑ “ব্যাংকিং মাধ্যম” অর্থ ধারা ৮, ১৫ ও ১৭ এর অধীন তালিকাভুক্ত বা নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ক্ষেত্রমত, তালিকাভুক্তি বা নিবন্ধনের আবেদনের সময় বিধি দ্বারা নির্ধারিত ফরমে উল্লিখিত ব্যাংক হিসাব; এবং সময় সময়, পরিবর্তিত বা নতুনভাবে সংযোজিত ব্যাংক হিসাবও ইহার অন্তর্ভুক্ত হইবে।” 
                
                
                
                
                
                
            
 
         
        
        
            
        
        
        
        
        
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs