প্রিন্ট
27/04/2025
Laws of Bangladesh
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
( ২০১৮ সনের ৪৬ নং আইন )
[ ৮ অক্টোবর, ২০১৮ ]
নবম অধ্যায়
বিবিধ
সাক্ষ্যগত মূল্য
৫৮।
Evidence Act, 1872
(Act I of 1872) বা অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এ আইনের অধীন প্রাপ্ত বা সংগৃহীত কোনো ফরেনসিক প্রমাণ বিচার কার্যক্রমে সাক্ষ্য হিসাবে গণ্য হইবে।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs